কঙ্কাল
চার মাস আগে চুরি হওয়া ২ লাশের কঙ্কাল উদ্ধার
ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে বস্তাবন্দি অবস্থায় দুইটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের একটি ফসলি জমি থেকে চার মাস আগে চুরি হওয়া লাশ দুইটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বিশ্বনাথে করবস্থান থেকে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার
উদ্ধার হওয়া লাশ দুটির মধ্যে একজন হলো গোয়ালপাড়া গ্রামের কালা মোল্যার স্ত্রী হাবিবা বেগম। অপরজন একই গ্রামের ইদ্রিস শেখ। প্রায় চার মাস আগে তারা মারা যান। তাদের লাশ গোয়ালপাড়া কবরস্থানে দাফন করা হয়েছিল।
জানা যায়, হাবিবা ও ইদ্রিস তিন-চার মাস আগে মারা যান। পরে তাদের গোয়ালপাড়া কবরস্থানে সমাহিত করা হয়। অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা লাশ দুটি সবার অগোচরে কবরস্থান থেকে চুরি করে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে কবর স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে ফেলে রেখে যায়। সকালে বস্তা ভর্তি লাশ কুকুরে টানাটানি করার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগ জানান, লাশের কঙ্কাল দুইটি শনাক্ত করেছেন তাদের পরিবার।
সালথা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ দুইটি উদ্ধার করে। পরে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের ধারণা কঙ্কাল চোরেরা কবর থেকে লাশগুলো উঠিয়ে ফেলে রেখে গেছেন। কারণ এর আগেও ওই কবরস্থান থেকে দুইটি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
তিনি বলেন, কঙ্কাল চোরেরা কবর খুঁড়ে অনেক আগে কেমিক্যাল দিয়ে লাশগুলো রেখে দিয়ে ছিল। এই কারণে লাশগুলো পচেনি। পরে কবর থেকে লাশগুলো উঠিয়ে নিয়ে যাওয়ার সময় হয়তো ভয়ে ফেলে রেখে গেছে।
আরও পড়ুন: রাজশাহীতে নিখোঁজের ছয় মাস পর নারীর কঙ্কাল উদ্ধার
নদী থেকে বস্তা ভর্তি মানুষের কঙ্কাল উদ্ধার
১০ মাস আগে
দেশের প্রথম গয়াল-ইল্যান্ডের কঙ্কাল তৈরি করলেন বাকৃবি অধ্যাপক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের এনাটমি মিউজিয়ামে প্রথমবারের মতো গয়াল ও আফ্রিকান কমন ইল্যান্ডের কঙ্কাল প্রস্তুত করা হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) ও বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সহযোগিতায় ২০১৯ সাল থেকে এনাটমি মিউজিয়ামের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে উদ্যোগ গ্রহণ করেন এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম।
অধ্যাপক রফিকুল ইসলাম এখন পর্যন্ত বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি, গৃহপালিত ও বন্য প্রাণির ১৪টি কঙ্কাল প্রস্তুত করেছেন। তিনি দেশে প্রথমবারের মতো গয়াল, আফ্রিকান কমন ইল্যান্ডের কঙ্কাল ও দ্বিতীয় হিসেবে জিরাফের কঙ্কাল তৈরি করেছেন।
মিউজিয়ামটিতে হাতি, জিরাফ, শুশুক, হরিণ, অ্যারাবিয়ান হর্স, বানর, খরগোশ, বিড়াল, কুকুর, টার্কি, হাঁস ও মুরগির কঙ্কাল প্রস্তুত সম্পন্ন হয়েছে। এছাড়া জলঢোঁড়া সাপ ও লেঙ্গুরের কঙ্কাল বানানোর কাজ চলমান রয়েছে।
আরও পড়ুন: বাকৃবির মরণ সাগর: সূর্য সন্তানদের অমলিন স্মৃতি
১০ মাস আগে
বীরগঞ্জে কবর থেকে ১১ কঙ্কাল চুরির অভিযোগ
দিনাজপুরের বীরগঞ্জের ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের তুলশীপুর কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। তবে কবরে কঙ্কাল আছে কি না তা নিশ্চিত হতে পারেননি তারা।
স্থানীয়রা জানান, গেল শুক্রবার কবর জিয়ারতের সময় প্রথমে একটি কবরের উপরে মাটি সরানো ফাঁকা অংশ দেখতে পান স্বজনরা। পরে পুরো কবরস্থানে ১১টি কবরের মাটি সরানো অংশ নজরে আসায় উপজেলা প্রশাসনকে জানান তারা।
আরও পড়ুন: বরিশালে কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ
মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর ইসলাম চৌধুরী জানান, কবরস্থানের কঙ্কাল চুরির বিষয়টি জানতে পেরে প্রশাসনকে জানানো হয়েছে। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, সহকারী কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাস ও বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত সুমন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কঙ্কাল চুরির বিষয় জানতে পেরে অনুসন্ধান চালাচ্ছেন তারা। তবে ৪ বছরের আগে দাফন করা কবরের মধ্যে কঙ্কাল রয়েছে কি না তা যাছাই করে দেখেননি তারা।
আরও পড়ুন: মানিকগঞ্জে কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ
ঠাকুরগাঁওয়ে গোরস্থান থেকে ১৯ টি কঙ্কাল চুরি
১ বছর আগে
১১০ মিলিয়ন বছর বয়সী ডাইনোসরের জীবাশ্ম বলবে তাদের গল্প!
কিছু বছর আগের কথা। কানাডার পশ্চিমাংশে এক খনিতে অন্যান্য দিনের মতোই খনন কাজ চলছিল। একদল খনি শ্রমিক এমন কিছু একটার সঙ্গে হোঁচট খেয়ে বসেন যা মোটামুটি সাম্প্রতিক স্মরণকালের সেরা আবিষ্কার হয়ে দাঁড়ায়। আর হবে না-ই বা কেন! বস্তুটি এ যাবৎকালের সবচেয়ে অক্ষত ডাইনোসরের জীবাশ্ম।
কানাডার আলবার্টা থেকে ১৭ মাইল উত্তরে একটি খনি প্রকল্পে পাওয়া যায় ‘নোডোসর’। এক সময় পৃথিবীর বুকে বিচরণ করা এই তৃণভোজীর জীবাশ্ম ১৮ ফুট লম্বা এবং ওজন প্রায় তিন হাজার পাউন্ড। নিশ্চয় বিস্ময়কর!
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্ব নেতাদের সতর্ক করলো ডাইনোসর!
১ বছর আগে
ঠাকুরগাঁওয়ে গোরস্থান থেকে ১৯ টি কঙ্কাল চুরি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি গোরস্থানের ১৯টি কবর থেকে রহস্যজনকভাবে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার জেলার পীরগঞ্জ উপজেলার পৌর-শহরের পীরডাঙ্গী গোরস্থানে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী ফোনে ৯৯৯ এর কলের মাধ্যমে পুলিশে খবর দিলে বিষয়টি জানাজানি হয়।
গোরস্থানে কবর দিতে আসা প্রত্যক্ষদর্শী ময়নুল ইসলাম জানান, আমি আমার আত্মীয়ের দাফন সম্পন্ন করার জন্য গোরস্থানে আসি। দাফন সম্পন্ন করে যাওয়ার সময় আমিসহ অন্যান্যরা দেখতে পাই একসাথে অনেকগুলো সাদা কাফনের কাপড় পড়ে আছে। আমরা আরও কিছু লোককে ডেকে নিয়ে আসি এবং কাছাকাছি গিয়ে দেখি অনেকগুলি কাফনের কাপড়সহ বিভিন্ন ধরনের কাপড় পড়ে রয়েছে আর কবরগুলির ঘেরাও দেয়া বাঁশের বেড়া ভাঙ্গা। এছাড়াও প্রতিটি কবরই প্রায় খোড়া অবস্থায় রয়েছে। এভাবে ১৯ টি কবর খোড়া অবস্থায় রয়েছে। তখন আমরা ৯৯৯ এ ফোন করে পুলিশকে বিষয়টি জানাই।
এ খবর ছড়িয়ে পড়লে লোকজন দ্রুত কবরস্থানে এসে নিজ নিজ স্বজনের কবর দেখার জন্য গোরস্থানে ভিড় করছেন। চুরি হওয়া কবর গুলোর পাশে গামছা, থ্রি কোয়ার্টার প্যান্ট ও টি শার্ট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কংকাল চুরি করার উদ্দেশ্যে কবরে গর্ত করা হয়েছে এবং কবরে ঢুকার সময় এসব কাপড় ব্যবহার করা হয়েছে।
শনিবার অপরাহ্নে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, পীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আহসান হাবিব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: মোটরসাইকেল চুরি করতে গিয়ে পৌর কাউন্সিলর গ্রেপ্তার
২ বছর আগে
কবরের কঙ্কাল চুরি করতে গিয়ে গাজীপুরে যুবক আটক
গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার সময় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে চুরি সময় তাকে হাতেনাতে ধরা হয়। এ সময় বেশ কিছু কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
আটক জাকির হোসেন (১৯) সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানা চরেরপাড় গ্রামের বাসিন্দা। এ সময় তার সহযোগী রাজন ও মজনু পলিয়ে গেছে। তারা তিনজনই চন্নাপাড়া গ্রামের হাজী আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করতো।
আরও পড়ুন: ফুলবাড়ি সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে জাকির, রাজন ও মজনুকে কবর স্থানের পাশে ব্যাগ হাতে দেখতে পান। এসময় তাদের ব্যাগে কি আছে, তা জানতে চাওয়াতে তারা দৌঁড়ে পালানো চেষ্টা করে। জাকির হোসেনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন। তার সাথে থাকা ব্যাগ থেকে দুটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ৯৯৯-এ অভিযোগ পেয়ে ২ ভুয়া পুলিশ আটক
তারা জানান, চার মাস আগে স্থানীয় জহুরা খাতুন ও তিন বছর আগে আজিজুল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়। তাদের কবর থেকেই কঙ্কাল চুরির চেষ্টা করা হয়েছে।
এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
৩ বছর আগে
ফরিদপুরে পুকুর খননের সময় বেরিয়ে এলো মানুষের কঙ্কাল
ফরিদপুরের সালথা উপজেলায় পুকুর খনন করতে গিয়ে মানুষের কঙ্কাল সন্ধানের খবর পাওয়া গেছে।
রবিবার দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে হোসেন শিকদার নামে এক ব্যক্তির পুকুর খনন করতে গিয়ে ওই কঙ্কালের সন্ধান পাওয়া যায়।
আরও পড়ুন: চট্টগ্রামের হাটহাজারী থেকে মানব কঙ্কাল উদ্ধার
আটঘর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মো. মোকাদ্দেছ হোসেন জানান, বোয়ালিয়া গ্রামের হোসেন শিকদার বাড়ির পাশে একটি পুকুর খননের কাজ শুরু করে। খননকালে সেখানে মানুষের হাত-পায়ের হাড় ও একটি খুলি পাওয়া যায়। সেগুলো অন্যত্র মাটি চাপা দেয়া হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি থেকে কঙ্কালগুলো তুলে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: যুবকের কঙ্কালসহ সাভারে ২ লাশ উদ্ধার
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান, পুকুর খননকালে ১৫ ফিট মাটির নিচে একটি মাথার খুলি পাওয়া যায়। গভীর মাটির নিচে থেকে খুলিটি পাওয়ায় ধারণা করা হচ্ছে ওই জায়গাটি কবরস্থান ছিল।
৩ বছর আগে