অতিরিক্ত টোল আদায়
ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত টোল আদায়ের অপরাধে জরিমানা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক কাতিহার পশুর হাটে বেশি টোল আদায়ের অপরাধে ইজারাদারকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা।
তিনি জানান, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকা আদায় না করে অতিরিক্ত টোল আদায়ের দায়ে কাতিহার হাট ইজারাদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক এ জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: লকডাউন লঙ্ঘন: বাগেরহাটে একজনের জেল, ৪৯ জনের জরিমানা
জানা গেছে, সাপ্তাহিক কাতিহার পশুর হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা নেয়ায় নিয়ম থাকলেও তা উপেক্ষা করে হাট ইজারাদার তহিদুল ইসলাম গরু প্রতি ৪০০ টাকা ও ছাগল প্রতি ১৫০ টাকা টোল আদায় করছিলেন।
সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত হাটে উপস্থিত হয়ে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়।
আরও পড়ুন: এডিস নিয়ন্ত্রণে ডিএসসিসির অভিযানে ৫ লক্ষাধিক টাকা জরিমানা
৩ বছর আগে
অতিরিক্ত টোল আদায়ের অপরাধে ঠাকুরগাঁওয়ে ইজারাদারকে জরিমানা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ পশুরহাটে অতিরিক্ত টোল আদায়ের আপরাধে ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার হাটের ইজারাদার মোমিন গরু প্রতি ২৩০ টার স্থলে ৩২০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকার স্থলে ১২০ টাকা টোল আদায় করছিলেন। ভ্রাম্যমাণ আদালত হাটে গিয়ে ইজারাদারকে এ জরিমানা করেন।
আরও পড়ুন: লকডাউন: সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৪০ জনকে জরিমানা
পরে ভ্রাম্যমাণ আদালত হাট কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নিয়ে অতিরিক্ত টাকা ক্রেতাদেরকে ফেরত দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।
আরও পড়ুন: স্কুল চালু রাখার দায়ে সিরাজগঞ্জে শিক্ষকের জরিমানা
তিনি বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকার অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাট ইজারাদারকে জরিমানা করা হয়েছে এবং পরবর্তী হাটে আর অতিরিক্ত টোল আদায় করবেন না বলে হাট ইজরাদারের কাছে লিখিত মুচলেকা নেয়া হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মেনে বিয়ের আয়োজন, লাখ টাকা জরিমানা
আগের দিন শনিবার অনুরূপভাবে রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী কাতিহারহাটে অতিরিক্ত আদায়কৃত টোলের টাকা উপস্থিত ক্রেতাদের মাঝে ফেরত দেয়া হয়েছে এবং ইজারাদারকে দুই হাজার টাকা অর্থদণ্ড করে এবারের মত হাট ইজারদারকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।
৩ বছর আগে