বাড়ানোর দাবি
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীতে ঈদের ছুটি বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এতে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
প্রায় আধ ঘণ্টা অবরোধ থাকার পর পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ সময় শ্রমিকরাও ইট পাটকেল নিক্ষেপ করে।
শ্রমিক-পুলিশ সংঘর্ষ চলাকালীন সময় লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক আহত হন।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, হা-মীম গ্রুপের একটি প্রতিষ্ঠানে ঈদ উপলক্ষে ৬ দিনের ছুটির ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে ১০দিনের বর্ধিত ছুটি দাবি করে বিক্ষোভে নামে শ্রমিকরা। এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শিল্প পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশও জবাবে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় শাবি শিক্ষার্থী নিহত, বিক্ষোভ
পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, বর্ধিত ১০ দিনের ছুটি দাবি করে আন্দোলনের নামে শ্রমিকরা। এক পর্যায়ে শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার পর পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে আন্দোলন ত্যাগ করে শ্রমিকরা।
৩ বছর আগে