স্কুলছাত্রীর আত্মহত্যা
খুলনায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা!
খুলনার পাইকগাছায় গলায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
নিহত স্কুলছাত্রী প্রিয়া দাশ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাবু লাল দাসের মেয়ে।
আরও পড়ুন: নওগাঁয় মাথায় গুলি চালিয়ে বৃদ্ধের আত্মহত্যা!
স্থানীয়রা জানান, সাতক্ষীরার এক ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল প্রিয়ার। বিয়ের দাবিতে সে ওই ছেলের বাড়িতেও অবস্থান নেয়। তবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক সালিসির মাধ্যমে তাকে বাড়ি ফিরে যেতে বলা হয় এবং সে বাড়ি ফিরে ওই রাতেই নিজ ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, প্রেম ঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: রৌমারীতে পুলিশ কনস্টেবলের ‘আত্মহত্যা’
তিনি জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি।
২ বছর আগে
সাতক্ষীরায় স্কুলছাত্রীর আত্মহত্যা!
সাতক্ষীরার শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। উপজেলার রমজান নগর ইউনিয়নের মানিকখালী গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত মালতী বর্মন (১৬) একই গ্রামের শ্রীবাস বর্মনের মেয়ে ও ভেটখালি এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
নিহতের মা সুচিত্রা রানী জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ির সবাই মিলে পালা গান শুনতে গিয়েছিলাম। রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে ফিরে দেখি মেয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে ডাক্তার এসে তাকে মৃত বলে জানায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ঋণের বোঝা সইতে না পেরে গরু ব্যবসায়ীর আত্মহত্যা
সুচিত্রা রানীর অভিযোগ, মুন্সিগঞ্জ ইউনিয়নের কলবাড়ি এলাকার তুষার বর্মনের ছেলে হিরণ বর্মনের সঙ্গে মালতীর এক বছর ধরে সম্পর্ক ছিল। আমাদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি মেনে নিলেও হিরনের মা বিষয়টি মেনে নিচ্ছিল না। রাতে আমরা বাড়িতে না থাকায় মোবাইল ফোনে হিরনের সুঙ্গে কথা বলার এক পর্যায়ে মালতী আত্মহত্যা করেছে। আত্মহত্যার পর মালতীর মোবাইল ফোনে রাতে হিরন ১৫৫ বার কল দিয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: কুড়িগ্রামে কলেজ শিক্ষকের আত্মহত্যা!
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
২ বছর আগে
‘আমার লাশ যেন ময়নাতদন্ত না হয়’, চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা
আমার লাশ যেন পোস্টমর্টেম (ময়নাতদন্ত) করা না হয়। সবাই আমার জানাজাতে শরীক হবেন।’ মৃত্যুর আগে নিজের খাতায় কথাগুলো লিখে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ফারহানা (১৫) নামে এক স্কুলছাত্রী।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা, আটক মা
মৃত ফারহানা পলাশবাড়ি ইউনিয়নের মন্ডলগাতি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে এবং আলহাজ্ব কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির বলেন, খাতায় একটি লেখা পাওয়া গেলেও তদন্তের জন্য ফরহানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় অপমৃত মামলা হয়েছে।
আরও পড়ুন: চিকিৎসার খরচ জোগাতে না পেরে ‘আত্মহত্যা’!
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির হোসের জানান, নানির সাথে কথাকাটাকাটি হওয়ায় অভিমান করে ফারহানা। পরে নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। ঘটনার সময় বাড়ির অন্য সবাই কাজের জন্য বাইরে ছিল।
৩ বছর আগে
বরগুনায় শ্লীলতাহানি: স্কুলছাত্রীর আত্মহত্যা
বরগুনা সদর উপজেলায় ৬নং বুড়িরচর ইউনিয়নে শ্লীলতাহানির কারণে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ বছর আগে
জেএসসি পরীক্ষায় ফেল, বরিশালে স্কুলছাত্রীর আত্মহত্যা
নগরীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফেল করা এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
৪ বছর আগে