ঈদ-উল-ফিতর
‘ভাল এবং নিরাপদ থাকুন’: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ-উল-ফিতরের আনন্দ তাদের প্রিয়জন এবং সমাজের দরিদ্র ও দুস্থ মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২১ এপ্রিল) তিনি সকলের প্রতি এই আহ্বান জানান।
আরও পড়ুন: যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে ঢাকা: ব্রিটিশ রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী
তিনি বলেন, ‘ঈদ মানেই আনন্দ। আসুন আমরা পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সকল গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’
মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতরের প্রাক্কালে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, ঈদ মোবারক।’
তিনি আরও বলেন, ‘ঈদ-উল-ফিতর অনাবিল আনন্দ, সুখ ও শান্তি বয়ে আনুক।’
আরও পড়ুন: তিন বছর পর গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি
১ বছর আগে
ঈদ উপলক্ষে ব্যাংকের যেসব শাখায় নতুন নোট পাওয়া যাবে
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তফসিলি ব্যাংকের নির্দিষ্ট শাখায় রবিবার (৯ এপ্রিল) থেকে নতুন টাকার নোট বিনিময় শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন ব্যতীত) ঢাকা অঞ্চলের ব্যাংকগুলোর নির্দিষ্ট শাখায় এবং বাংলাদেশ ব্যাংকের অফিসের মাধ্যমে এসব নোট পাওয়া যাবে।
এ সময় বিশেষ পদ্ধতিতে ৫, ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোট বিনিময় করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথানুসারে, একই ব্যক্তি একবারের বেশি নতুন নোট নিতে পারবেন না। তবে নোট তোলার সময় টাকার বিপরীতে কাউন্টার থেকে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন।
আরও পড়ুন: মঙ্গলবার বাজারে আসছে ২ ও ৫ টাকার নতুন নোট
নতুন নোট এই ব্যাংকের শাখাগুলোতে পাওয়া যাবে: এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেসক্লাব কর্পোরেট শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি শাখা (পান্থপথ), উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা এবং পূবালী ব্যাংকের সদরঘাট শাখা।
আরও যেসব ব্যাংকের শাখায় নতুন নোট পাওয়া যাবে: সাউথইস্ট ব্যাংকের কাকরাইল শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, দক্ষিণখানে ডাচ্-বাংলা ব্যাংকের এসএমই ও কৃষি শাখা, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণি শাখা, আল-আরাফা ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশের গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএলের গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংকের সাভার শাখা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরাণীগঞ্জ শাখা।
আরও পড়ুন: ২৯ জুন বাজারে নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক
১ বছর আগে
ঈদের ছুটিতে সড়কে ৩৭৬ জনের প্রাণহানি: আরএসএফ
এক প্রতিবেদনে বলা হয়েছে, ঈদ-উল-ফিতরের ছুটিতে সারাদেশে ২৮৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৬ জন প্রাণ হারিয়েছেন এবং ১৫০০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার নিরাপদ সড়কের জন্য প্রচারণা চালানো সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ) ২৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত বাংলাদেশের সড়ক দুর্ঘটনার সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
এছাড়া সাতটি নৌপথে দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও দুজন আহত এবং দুজন নিখোঁজ হয়েছেন। এই সময়ের মধ্যে ১৭টি ট্রেন দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং তিনজন আহত হয়েছে।
৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার দুর্ঘটনার প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মোট নিহতদের মধ্যে ৩৮ জন নারী ও ৫১ জন শিশু।
মোটরসাইকেল সংক্রান্ত ১২৮টি দুর্ঘটনায় মোট ১৫৬ জন নিহত হয়েছে, যা মোট মৃত্যুর ৪১ দশমিক ৪৮ শতাংশ।
আরএসএফ -এর অনুসন্ধান অনুসারে, সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫৪ জন পথচারী নিহত হয়েছেন; যা মোট মৃত্যুর ১৪ দশমিক ৩৬ শতাংশ।
প্রায় ৪৯ জন চালক এবং তাদের সহকারীরাও সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন এবং এটি মোট মৃত্যুর ১৩ শতাংশ।
মোট দুর্ঘটনার মধ্যে মহাসড়কে ১৩২টি, আঞ্চলিক মহাসড়কে ৮৭টি এবং গ্রামের সড়কে ৪১টি এবং শহরের সড়কে ২৩টি দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যূ
রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত
২ বছর আগে
ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস
ঈদ-উল-ফিতরের দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার ঈদুল ফিতরের দিন সারাদেশের সর্বত্রই কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিএমডির পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং বিচ্ছিন্ন স্থানে শিলাবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী দুই দিন বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
রবিবার মংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: দেখা যায়নি শাওয়ালের চাঁদ, মঙ্গলবার ঈদুল ফিতর
ঈদ উদযাপনে ৪ দিনে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখের বেশি মোবাইল সিম ব্যবহারকারী
২ বছর আগে
করোনায় ২৪ ঘণ্টায় আরও ২৬ মৃত্যু, শনাক্ত ৮৪৮
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৬ জন মারা গেছেন এবং আবারও দেশের মানুষ করোনার সাথে লড়তে-লড়তেই উদযাপন করছে পবিত্র ঈদ।। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ১২ হাজার ১০২ জনে দাঁড়াল।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্ত ১৬ কোটি ছাড়াল
এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৩১ জন মারা যায় এবং ১ হাজার ২৯০ জন ভাইরাসে নতুন করে আক্রান্ত হন।
গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৩৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১০.৮২ শতাংশ, সুস্থতার হার ৯২.৪২ শতাংশ এবং মৃত্যুর হার ১.৫৫ শতাংশ।
আরও পড়ুন: করোনা: কুমিল্লায় আরও ৯ জন শনাক্ত
করোনা মহামারির চাদরে মোড়া আরও একটি ঈদ!
বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে আজ। আবারও দেশের মানুষ করোনার সাথে লড়তে-লড়তেই উদযাপন করছে পবিত্র ঈদ।
শুক্রবার সারাদেশের মানুষ ঈদের জামাত আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন শুরু করে। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো মানুষ ঈদুল ফিতর পালন করছে করোনা মহামারি আর লকডাউনের বিধি নিষেধের মধ্যে।
আরও পড়ুন: কোভিড-১৯: দেশে একদিনে আরও ৪০ মৃত্যু, শনাক্ত ১১৪০
চীনের উপহার ৫ লাখ টিকা বাংলাদেশে
চীন সরকারের উপহার করোনার চাইনিজ সিনোফার্ম ভ্যাক্সিনের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছেছে।
বুধবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফ্লাইট করোনার টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
নিজেদের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও চীন বাংলাদেশের প্রয়োজনের কথা মাথায় রেখে ঈদ উপহার হিসেবে ৫ লাখ ডোজ ভ্যাক্সিন পাঠায়।
৩ বছর আগে
সুবিধাবঞ্চিত শিশুদের ১ টাকায় ঈদের পোশাক!
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চাঁদপুর জেলার তরুণদের সংগঠন ‘আলোর যাত্রা’র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এক টাকায় ঈদের পোশাক বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে এই পোশাক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ও বিতরণ করেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
আলোর যাত্রা-র এমন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘অসহায় বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য আলোর যাত্রা সংগঠনের সাথে সম্পৃক্ত সবাইকে অনেক ধন্যবাদ। এটি একটি বিরল দৃষ্টান্ত ও খুবই ভালো উদ্যোগ, সবাই তাদের জন্য দোয়া করবেন যেনো এ সংগঠনটি আগামী দিনগুলোতেও এরকম ভালো কাজ করতে পারে।'
আরও পড়ুন: ফরিদপুরে ঘরে ঘরে পৌঁছে গেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
‘১ টাকায় ঈদের পোশাক’ এরকম ব্যাতিক্রম উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা রেজা শাহীন বলেন, শিশুরা যেন এটা ভেবে কষ্ট না পায় যে তাদেরকে কেউ পোশাক দান করেছে কিংবা বিনা টাকায় তারা নতুন পোশাক পেয়েছে। ‘তারা এটা ভাবতে পারছে যে সবাই নিজের টাকায় ঈদের নতুন জামা কিনেছে।
৪ থেকে ১২ বছর বয়সী সুবিধাবঞ্চিত মোট ৮০ জন ছেলে মেয়েদের মাঝে পোষাক বিতরণ করে সংগঠনটি।
কেমন লাগছে নতুন জামা পেয়ে এমন প্রশ্নের উত্তরে মীম নামের এক শিশু জানায়, সে খুব খুশি।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য সুজন খান, সানবির রহমান শান্ত, এইচ এম মেহেদী, নয়ন খান, মাহমুদুল হাসান মেহেদী, কাজী মাসুম, এইচ এম রহমত, হৃদয় মীর, ফারজানা আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলোর যাত্রা সংগঠনটি একটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। ২০১৯ সালের আগস্ট মাসে চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার কয়েকজন উদ্যমী তরুণের হাত ধরে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় এবং সমাজ সেবায় ব্রতী হয়।
৩ বছর আগে