মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৬ জন মারা গেছেন এবং আবারও দেশের মানুষ করোনার সাথে লড়তে-লড়তেই উদযাপন করছে পবিত্র ঈদ।। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ১২ হাজার ১০২ জনে দাঁড়াল।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্ত ১৬ কোটি ছাড়াল
এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৩১ জন মারা যায় এবং ১ হাজার ২৯০ জন ভাইরাসে নতুন করে আক্রান্ত হন।
গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৩৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১০.৮২ শতাংশ, সুস্থতার হার ৯২.৪২ শতাংশ এবং মৃত্যুর হার ১.৫৫ শতাংশ।
আরও পড়ুন: করোনা: কুমিল্লায় আরও ৯ জন শনাক্ত
করোনা মহামারির চাদরে মোড়া আরও একটি ঈদ!
বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে আজ। আবারও দেশের মানুষ করোনার সাথে লড়তে-লড়তেই উদযাপন করছে পবিত্র ঈদ।
শুক্রবার সারাদেশের মানুষ ঈদের জামাত আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন শুরু করে। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো মানুষ ঈদুল ফিতর পালন করছে করোনা মহামারি আর লকডাউনের বিধি নিষেধের মধ্যে।
আরও পড়ুন: কোভিড-১৯: দেশে একদিনে আরও ৪০ মৃত্যু, শনাক্ত ১১৪০
চীনের উপহার ৫ লাখ টিকা বাংলাদেশে
চীন সরকারের উপহার করোনার চাইনিজ সিনোফার্ম ভ্যাক্সিনের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছেছে।
বুধবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফ্লাইট করোনার টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
নিজেদের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও চীন বাংলাদেশের প্রয়োজনের কথা মাথায় রেখে ঈদ উপহার হিসেবে ৫ লাখ ডোজ ভ্যাক্সিন পাঠায়।