প্রবেশে নিষেধাজ্ঞা
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ভিআইপি নিরাপত্তার জন্য আগামী ২৫ মার্চ পর্যন্ত সব ধরনের দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সোমবার (১৭ মার্চ) এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা জানাবেন। এ কারণে ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণের জন্য স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিনি বলেন, এসময় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজসহ সৌন্দর্যবর্ধন করা হবে।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি।
২১ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে স্মার্টফোন ও মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের স্মার্টফোন ও মোটরসাইকেল নিয়ে কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২ মে) কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেনের সই এক নোটিশে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১০ জেলে গ্রেপ্তার
নোটিশে বলা হয়, উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও কলেজের শৃঙ্খলার স্বার্থে ক্যাম্পাসে মোটরসাইকেল এবং শ্রেণিকক্ষে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে কোনোভাবেই প্রবেশ করা যাবে না। কলেজ ক্যাম্পাসে মোটরবাইক নিয়ে প্রবেশ করা এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। সেজন্য কোনো শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করলে এবং শ্রেণিকক্ষে কারো কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও শিক্ষার্থীদের নির্ধারিত ইউনিফর্ম পরে কলেজে আসতে বলা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন বলেন, মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আারও বলেন, কলেজ ক্যাম্পাস একেবারেই ছোট হওয়ায় মোটরসাইকেলের চলাচল শ্রেণিকক্ষে পাঠদানে ব্যাঘাত ঘটে।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ডিইউজে-ডিআরইউ ও টিআইবি
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় জাটকা ধরায় ৩৩ জেলে আটক
৩৩৯ দিন আগে
জেলে-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা: নিজস্ব রূপে ফিরেছে সুন্দরবন
জুন, জুলাই ও আগস্ট তিন মাস সুন্দরবনে বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম। এই সময়ে বনের নদী-খালে মাছ শিকারে বনবিভাগের নিষেধাজ্ঞা চলছে। এছাড়া নির্দিষ্ট এ সময়ে বনের অভ্যন্তরে ও অভয়ারণ্যে পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলে যেন নিজস্ব রূপে ফিরেছে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ম্যানগ্রোভ সুন্দরবন।
পূর্ব সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বলেন, ‘বিশ্বখ্যাত সুন্দরবন দেখার আগ্রহ রয়েছে দেশ-বিদেশের সব বয়সী মানুষের। প্রতি বছর পর্যটন মৌসুমে সুন্দরবনে ছুটে আসেন পর্যটকরা। কিন্তু চলমান নিষেধাজ্ঞার কারণে সেই ভ্রমণের সুযোগ নেই।
তিনি আরও বলেন, ‘সুনসান নীরবতায় বনের প্রকৃতিতে ভিন্ন রূপের সৃষ্টি হয়েছে। দেড় মাসের বেশি সময় ধরে বনজুড়ে নীরবতা বিরাজ করছে। গাছপালা যেন হাত বাড়িয়ে ডাকছে। পাখির কলকাকলীতেও মুখর সুন্দরবন। সেই ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর দেখা মিলছে।’
জানা গেছে, নানা প্রজাতির গাছপালা, পশুপাখি ও প্রাণীর বিচরণস্থল সুন্দরবনে সারা বছর পর্যটন কেন্দ্রগুলোতে গিয়ে দর্শনার্থীরা শুধু হরিণ, বানর, কচ্ছপ ও কুমিরের দেখা পান। বাকি সব প্রাণী মানুষের কোলাহল ও নৌযানের শব্দে বনের গহীনে বিচরণ করে। কিন্তু গত দেড় মাস ধরে মানুষের পদচারণা ও নৌযানের শব্দ না থাকায় প্রাণীর ঝাঁক চলে আসছে নদী ও খালের পাড়সহ পর্যটন কেন্দ্রগুলোতে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘দীর্ঘদিনের নীরবতার কারণে আগে যে সব প্রাণী অহরহ দেখা যেতো না, সেগুলোর দেখা মিলছে। পুরো সুন্দরবনে বছরে প্রায় পাঁচ লাখ মানুষ ভ্রমণ করে থাকেন। আর তাদের পরিবহনে ব্যবহার হয় প্রায় ২৫ হাজার নৌযান। গত ১ জুন থেকে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। তাই মানুষ ও নৌযান চলাচল না থাকায় বনের পরিবেশ পাল্টে গেছে।’
পড়ুন: সুন্দরবনে ৩ মাস মাছ ধরা নিষেধ
ইন্দোনেশিয়া ভ্রমণ গাইড: দর্শনীয় স্থান সমূহ, খরচ
৯৯২ দিন আগে
ভারতসহ ৮ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা
দেশে কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে ভারতসহ আটটি দেশ থেকে যাত্রীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বেবিচক এ তথ্য জানায়।
এতে বলা হয়, গ্রুপ এ এর আওতায় ভারত, নেপাল, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা এবং তিউনিসিয়াসহ আটটি দেশ থেকে যাত্রীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার
এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।
তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে কোনো বাংলাদেশি এই আটটি দেশে অবস্থান করলে দেশে ফেরার অনুমতি পাবেন।
বাংলাদেশি মেরিনার দেশে ফেরার আগের ১৫ দিনের মধ্যে এই আটটি দেশে থাকলে, তাদের পেশা সম্পর্কে তথ্য ও বৈধ কাগজপত্র দেখিয়ে দেশে ফিরতে পারবেন।
আরও পড়ুন: শুধু ট্রানজিট যাত্রী নিয়ে তিন রুটে যাবে বিমান
এক্ষেত্রে দেশে আসার পর নিজ খরচে সরকার-মনোনীত হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ বি এর আওতায় আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, জর্জিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং উরুগুয়েসহ ১২টি দেশের যাত্রী বাংলাদেশে প্রবেশের অনুমতি পাবে।
আরও পড়ুন: অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়াল ইউএস-বাংলা এয়ারলাইন্স
এসব দেশ থেকে আগত যাত্রীদের টিকা দেয়া থাকলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর টিকা নেয়া না হলে নিজ খরচে সরকার মনোনীত হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
১৩৭১ দিন আগে
প্রবেশে নিষেধাজ্ঞা: ১২ মে দুবাই যাবে অতিরিক্ত দুটি ফ্লাইট
করোনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকরের আগে ১২ মে ঢাকা থেকে দুবাইয়ে অতিরিক্ত দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: বাণিজ্যিক বিমান পরিসেবা চালু করেছে সরকার
এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত ১৩ মে থেকে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় যাত্রীদের সুবিধার্থে আগামী ১২ মে (বুধবার) বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে দুবাইয়ের পথে দুটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।
এই বিষয়ে কোনো তথ্য জানতে বা টিকিট পেতে বিমানের সেলস্ অফিস, ওয়েবসাইট www.biman-airlines.com কিংবা ০১৯৯০৯৯৭৯৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
আরও পড়ুন: ‘কে-নাইন’: ঢাকা বিমানবন্দরের নিরাপত্তায় অন্যন্য এক বাহিনী
এছাড়া বিমান ফেসবুক -https://www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour যোগাযোগ করা যাবে।
১৪২৭ দিন আগে