পুটখালী সীমান্ত
বেনাপোল পুটখালী সীমান্তে অস্ত্র উদ্ধার করেছে বিজিবি
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে পাঁচটি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী পুটখালি সীমান্তের অভয়বাশ গ্রাম থেকে এসব অস্ত্র ও গুলির চালান আটক করা হয়।
আরও পড়ুন: বেনাপোল বন্দরকে ঘিরে সক্রিয় শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট
২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান ইউএনবিকে জানান, ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ অস্ত্রের চালান সীমান্তবর্তী অভয়বাশ গ্রামে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযান চালিয়ে তারা ভারতীয় এসব অস্ত্র আটক করে।
আরও পড়ুন: বেনাপোল দিয়ে বাংলাদেশে ফিরলেন আরও ১০৫ জন
তিনি আরও জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।
আরও পড়ুন: বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাড়লেও রপ্তানি বাণিজ্যে ধস
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
৩ বছর আগে