কামরাঙ্গী চর
শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
শিশু ধর্ষণ মামলার এজাহার ভুক্ত পালাতক আসামিকে সিরাজগঞ্জের র্যাব-১২ এর সদস্যরা গ্রেপ্তার করেছে।
র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: আখ খেতে নিয়ে শিশু ধর্ষণ, বাগেরহাটে ২ কিশোর গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত মো. লাবু মিয়া (৩০) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মধুপুর গ্রামের ও বর্তমান সলঙ্গা থানার চৌবিলা গ্রামের মো. রজব আলীর ছেলে।
আরও পড়ুন: পিরোজপুরে গৃহবধূকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’: আটক ৫
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মাসের ৫ তারিখে আসামি লাবু মিয়া প্রতিবেশি মো. মামুন সরকারের শিশু কন্যা মোছা. মারজিয়া খাতুন মম (০৫) কে সাউন্ড বক্স ও টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে দুপুরে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসে এবং তাকে আটকের চেষ্টা করলে কৌশলে সে পালিয়ে যায়।
পরদিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটির পিতা উল্লাপাড়া থানায় মামলা দায়ের করে।
আরও পড়ুন: যশোরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
পরবর্তীতে মেয়েটির পরিবার ও মামলার তদন্তকারী অফিসার র্যাবের সহযোগীতা কামনা করে।
এরই প্রেক্ষিতে র্যাব-১২ বিভিন্ন গোয়েন্দা তথ্য ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ঢাকার কামরাঙ্গী চর থেকে লাবু মিয়াকে গ্রেপ্তার করে।
৩ বছর আগে