গার্মেন্টেস
নির্যাতন থেকে বাঁচতেই ৫ বছর আত্মগোপনে ছিল আসমানী!
শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন থেকে বাঁচতেই পাঁচ বছর আত্মগোপনে ছিল আসমানী খাতুন। পিবিআই এর জিজ্ঞাসাবাদে গাজীপুর থেকে উদ্ধার হওয়া নাটোরের গৃহবধূ আসমানী এ তথ্য জানিয়েছেন।
আসমানী নাটোর সদর উপজেলার কৃষক দুলাল ফকিরের স্ত্রী।
বুধবার দুপুরে নাটোর পিবিআই কার্যালয়ে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার শরিফ উদ্দিন জানান, আসমানী খাতুন ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন। এ ঘটনায় আসমানীর বাবা আকবর আলী বাদি হয়ে জামাই দুলালসহ ওই পরিবারের পাঁচজনের বিরুদ্ধে মেয়েকে হত্যা করে গুম করার অভিযোগ এনে মামলা করেন। মামলায় আসমানীর শ্বশুর নুরুল ইসলাম জেলও খাটেন।
পরে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। তথ্য প্রযুক্তি ও পরিবারের ওপর নজরদারির মাধ্যমে সন্ধান মেলে আসমানীর। সে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসায় থেকে গার্মেন্টেসে কাজ করতো।
জিজ্ঞাসাবাদে আসমানী জানিয়েছে, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন থেকে বাঁচতেই সে আত্মগোপনে করেছিল।
আরও পড়ুন: ফেসবুক লাইভে স্বামীর নির্যাতনের বর্ণনার দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা!
তরুণ-তরুণীকে নির্যাতন: গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর আসামিদের জামিন
২ বছর আগে
বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ পোশাক শ্রমিক নিহত
বরিশালের গৌরনদীতে বাস ও থ্রি হুইলার (মাহিন্দ্রা) সংঘর্ষে ২ পোশাক শ্রমিক নিহত হয়েছেন। পাশাপাশি এ দুর্ঘটনায় থ্রি হুইলারের চালক ও ১ যাত্রী আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝালকাঠির কাঁঠালিয়া এলাকার বাসিন্দা আলামিন (৩২) ও বরিশালের এয়ারপোর্ট থানাধীন গজালিয়া এলাকার বাসিন্দা রাকিবুল হাসান (৩৪)।
আরও পড়ুন:তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক নেতাসহ নিহত ৪
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, চট্টগ্রামে গার্মেন্টেসে চাকরি করতেন নিহত ও আহত যাত্রীরা। ঈদের ছুটি কাটাতে বিভিন্ন পথে ভেঙ্গে ভেঙ্গে বরিশালের উদ্দেশ্যে আসতে থাকেন তারা। মাদারীপুর থেকে মাহিন্দ্রায় বরিশালে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিভে গেল কলেজছাত্রীর জীবন প্রদীপ
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া জানান, বাসটি বরিশাল থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিলো আর মাহিন্দ্রাটি বরিশালের দিকে যাচ্ছিলো। এসময় দু’টি বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রার ওই ২ যাত্রী নিহত হন। এছাড়া মাহিন্দ্রার চালকসহ বরিশালের এয়ারপোর্ট থানাধীন গজালিয়া এলাকার ফোরকান নামে অপর ১ যাত্রী আহত হয়েছেন।
আরও পড়ুন: ২০২০ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫০
তিনি আরও বলেন, চালককে পাওয়া না গেলেও আহত ফোরকানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বাসটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
৩ বছর আগে