পাটুরিয়া
ফেরিডুবি: পাটুরিয়ায় ৪র্থ দিনের উদ্ধার কাজে ‘রুস্তম’
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ২১টি যানবাহনসহ ফেরিডুবে যাওয়ার ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার কাজ চলছে। এছাড়া উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’ও উদ্ধার কাজ শুরু করেছে।
শনিবার সকাল ৮টায় শুরু হয় চতুর্থ দিনের উদ্ধার কাজ। সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’ পৌঁছে ১০টায় উদ্ধার কাজ শুরু করে।
এদিকে শনিবার দুপুর ২টা পর্যন্ত একটি কাভার্ডভ্যান ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার তিনটি কাভার্ডভ্যান ও বৃহস্পতিবার উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ পাঁচটি কাভার্ডভ্যান এবং আগের দিন বুধবার চারটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। সব মিলিয়ে এখন পর্যন্ত চার দিনে পাঁচটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অভিযান ইউনিটের ইনচার্জ বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ফজলুর রহমান জানান, তলদেশে আরও একটি কাভার্ডভ্যান শনাক্ত করা হয়েছে। সেটি তোলার চেষ্টা চলছে। সবগুলো যানবাহন উদ্ধার করা হলে পরবর্তীতে ডুবে যাওয়া ফেরি উদ্ধার কাজ শুরু করা হবে। ‘রুস্তম’ ও ‘হামজা’ দিয়ে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করতে না পারলে বিকল্প চিন্তা-ভাবনা করছে বিআইডব্লিউটিএ।
উদ্ধার হওয়া যানবাহনগুলো মালিকদের কাছে হস্তান্তর শুরু করেছে। দুপুর ১২টায় ডুবে যাওয়া যানবাহনের মালিকরা ঘাট এলাকায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধনও করেন।
এদিকে উদ্ধার কাজ চলতে থাকায় ৪ নম্বর ও ৫ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ১৯টি ফেরির মধ্যে চারটি ফেরি মেরামতে রয়েছে। ফেরি কম থাকায় পাটুরিয়া ঘাটে দেখা দিয়েছে যানজট। যানবাহনের সারি দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে। প্রায় ৫০০ ট্রাক আটকা পড়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম জলিলুর রহমান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে বাস ও ব্যক্তিগত গাড়ি পার করা হচ্ছে।
উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে পণ্যবোঝাই ১৪টি ট্রাক ও কাভার্ডভ্যান এবং সাতটি মোটরসাইকেল নিয়ে রো-রো ফেরি আমানত শাহ নদীতে ডুবে যায়।
আরও পড়ুন: ফেরি উদ্ধারে প্রয়োজনে বেসরকারি সহায়তা নেয়া হবে: বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
ফেরিডুবি: পাটুরিয়ায় পৌঁছেনি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’
পাটুরিয়ায় যানবাহনসহ ফেরিডুবি
৩ বছর আগে
পাটুরিয়ায় তৃতীয় দিনের উদ্ধার কাজে প্রত্যয়ের বদলে রুস্তম
মানিকগঞ্জের পাটুরিয়ায় যানবাহনসহ উল্টে যাওয়া ফেরিতে আটকা পড়া যানবাহন উদ্ধারের তৃতীয় দিন শুক্রবার সকাল ৮টা থেকে অভিযান শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।
এর আগে, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে অভিযান শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা পাঁচটি কাভার্ডভ্যান এবং বুধবার চারটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। সব মিলিয়ে তিন দিনে চারটি ট্রাক, ছয় কাভার্ডভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল পরিদশর্ন করে বিআইডব্লিউটিয়ের চেয়ারম্যান গ্লোম মো. সাদেক জানান, প্রত্যয়কে আনা যাবে না। স্রোতের কারণে প্রত্যয় আসতে অনেক দেরি হবে। বিকল্প হিসেবে উদ্ধারকারি জাহাজ রুস্তমকে আনা হবে এবং সেটি সন্ধ্যার মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে। রুস্তমও হামজার মত শুধুমাত্র যানবাহন উদ্ধারে কাজ করবে। সবগুলো যানবাহন উদ্ধার করা হলে পরবর্তীতে ফেরি উদ্ধার কাজ শুরু হবে। রুস্তম ও হামজা দিয়ে ফেরিটিকে উদ্ধার করা না গেলে বিকল্প ব্যবস্থাপনা চিন্তাভাবনা আছে।
আরও পড়ুন: ফেরিডুবি: পাটুরিয়ায় পৌঁছেনি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’
উদ্ধার অভিযান ইউনিটের ইনচার্জ বিআইডব্লিউটিয়ের যুগ্ম পরিচালক ফজলুর রহমান জানান, তলদেশে নতুন করে আরও তিনটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল শনাক্ত করা গেছে। পর্যায়ক্রমে সেগুলো তোলা হবে ।
এব্যাপারে ডুবুরিরা জানান, পানির তলদেশে অতিরিক্ত বালুর কারণে ফেরির নিচের অংশে ঢোকা যাচ্ছে না। তবে তলদেশে ফেরির নিচে আরও যানবাহন থাকতে পারে ।
তবে এখনও উদ্ধার হওয়া যানবাহনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়নি।
আরও পড়ুন: পাটুরিয়ায় যানবাহনসহ ফেরিডুবি
আজও নদীর পাড়ে ডুবে যাওয়া মোটরসাইকেলের বেশ কয়েকজন মালিক ভিড় করছে। তারা জানান, ফেরি ডুবির সময় কোনমতে প্রাণে বেঁচে পাড়ে উঠেছেন। কিন্তু তাদের মোটরসাইকেল ফেরি থেকে নদীতে পড়ে গেছে। দু’দিনেও ডুবুরিদল মোটরসাইকেলের হদিস পাচ্ছে না দেখে তার হতাশ।
এদিকে, ফেরি ডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের পৃথক দুটি তদন্ত কমিটি দল বৃহস্পতিবার বিকেলে পাটুরিয়ার ৫নং ঘাটে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানোয়ারুল হক বলেন, তদন্ত কাজ চলছে। ফেরি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।
আরও পড়ুন: প্রবল স্রোতে ফের শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫নং ফেরিঘাটে পন্যবোঝাই ১৪টি ট্রাক ও কাভার্ডভ্যান ও ৭টি মোটরসাইকেল নিয়ে রো-রো ফেরি আমানত শাহের তলা ফেটে নদীতে হেলে পড়ে ডুবে যায়।
৩ বছর আগে
পাটুরিয়া ফেরিঘাটে আজও ঘরমুখো যাত্রীদের ভিড়
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড় থাকলেও যাত্রী দুর্ভোগ নেই। যাত্রীরা অনায়াসে ফেরিতে উঠে যাচ্ছে।
তবে বুধবার ঢাকা আরিচা মহাসড়কের টেপরা এলাকা থেকে বানিয়াজুরি পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেড়ল ও হাজার হাজার যাত্রীদের কারণে যানজট তৈরি হয়েছে।
আরও পড়ুন: করোনার ১ম ডোজের টিকাদান সোমবার থেকে স্থগিত
যাত্রীরা রিকশা, ভ্যানে চড়ে ও পায়ে হেটে ঘাট এলাকায় আসছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে শিশু, নারী, পুরুষসহ নানা বয়সী যাত্রীরা। এসব যাত্রীরা ঘাটে পৌঁছেই অনায়াসে ফেরিতে ওঠতে পারছে।
আরও পড়ুন: ঈদের নামাজ মসজিদে আদায় করার নির্দেশ
ফেরি কর্তৃপক্ষ জানায়, এই নৌরুটের ১৭টি ফেরিই চলাচল করছে। রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে খালি ফেরি ছাড়া হচ্ছে পাটুরিয়ার উদ্দেশে। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০ হাজার যাত্রী ৮০০ এর মত ছোট যানবাহন অর্থাৎ ব্যক্তিগত গাড়ি পারাপার করা হয়েছে।
গণপরিবহন না থাকায় এবং সবগুলো ফেরি সচল থাকায় যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপারে সমস্যা হবে না বলে জানিয়েছে ফেরি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: জুনের আগে করোনা পরিস্থিতির উন্নতি হবে না: বিশেষজ্ঞ মতামত
এদিকে সরেজমিন দেখা গেছে, গার্মেন্টস ছুটি হওয়ায় বুধবার সকাল থেকেই মহাসড়ক দিয়ে হাজার হাজার যাত্রী আসছেন ঘাট এলাকায়। মানিকগঞ্জের প্রবেশ মুখে মহাসড়কের বারবারিয়া ও সিংগাইরের ধল্লা এলাকায় চেকপোস্ট বসিয়ে অন্য জেলার যানবাহনগুলো ঠেকিয়ে দেয়া হচ্ছে। যার কারণে হাজার হাজার যাত্রী পায়ে হেঁটে ঘাটের দিকে যাচ্ছেন।
গার্মেন্টস শ্রমিকদের চাপ কমে গেলে ফেরিঘাট ফাঁকা হয়ে যাবে বলে আশা করছেন ঘাট কর্তৃপক্ষ।
৩ বছর আগে