মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড় থাকলেও যাত্রী দুর্ভোগ নেই। যাত্রীরা অনায়াসে ফেরিতে উঠে যাচ্ছে।
তবে বুধবার ঢাকা আরিচা মহাসড়কের টেপরা এলাকা থেকে বানিয়াজুরি পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেড়ল ও হাজার হাজার যাত্রীদের কারণে যানজট তৈরি হয়েছে।
আরও পড়ুন: করোনার ১ম ডোজের টিকাদান সোমবার থেকে স্থগিত
যাত্রীরা রিকশা, ভ্যানে চড়ে ও পায়ে হেটে ঘাট এলাকায় আসছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে শিশু, নারী, পুরুষসহ নানা বয়সী যাত্রীরা। এসব যাত্রীরা ঘাটে পৌঁছেই অনায়াসে ফেরিতে ওঠতে পারছে।
আরও পড়ুন: ঈদের নামাজ মসজিদে আদায় করার নির্দেশ
ফেরি কর্তৃপক্ষ জানায়, এই নৌরুটের ১৭টি ফেরিই চলাচল করছে। রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে খালি ফেরি ছাড়া হচ্ছে পাটুরিয়ার উদ্দেশে। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০ হাজার যাত্রী ৮০০ এর মত ছোট যানবাহন অর্থাৎ ব্যক্তিগত গাড়ি পারাপার করা হয়েছে।
গণপরিবহন না থাকায় এবং সবগুলো ফেরি সচল থাকায় যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপারে সমস্যা হবে না বলে জানিয়েছে ফেরি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: জুনের আগে করোনা পরিস্থিতির উন্নতি হবে না: বিশেষজ্ঞ মতামত
এদিকে সরেজমিন দেখা গেছে, গার্মেন্টস ছুটি হওয়ায় বুধবার সকাল থেকেই মহাসড়ক দিয়ে হাজার হাজার যাত্রী আসছেন ঘাট এলাকায়। মানিকগঞ্জের প্রবেশ মুখে মহাসড়কের বারবারিয়া ও সিংগাইরের ধল্লা এলাকায় চেকপোস্ট বসিয়ে অন্য জেলার যানবাহনগুলো ঠেকিয়ে দেয়া হচ্ছে। যার কারণে হাজার হাজার যাত্রী পায়ে হেঁটে ঘাটের দিকে যাচ্ছেন।
গার্মেন্টস শ্রমিকদের চাপ কমে গেলে ফেরিঘাট ফাঁকা হয়ে যাবে বলে আশা করছেন ঘাট কর্তৃপক্ষ।