মানিকগঞ্জ
মানিকগঞ্জে স্ত্রী ও ২ মেয়েকে হত্যার অভিযোগে স্বামী আটক
মানিকগঞ্জের ঘিওরে আসাদুর রহমান রুবেল (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী ও দুই কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার রাতে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অভিযুক্ত রুবেলের স্ত্রী লাভলী আক্তার (৩৫), তাদের বড় মেয়ে ও বানিয়াজুরী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছোয়া আক্তার (১৬) এবং ছোট মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী কথা আক্তার (১২)।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, রুবেল ও লাভলী ভালোবেসে বিয়ে করেন। পনের বছর যাবত রুবেল আঙ্গারপাড়া একই গ্রামে তার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিল। কিন্তু বেশ কিছু যাবত সে ঋণগ্রস্ত হয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে। এর জেরে পারিবারিক কলহ বাড়তে থাকে। গতকাল রাতে তাদের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে এমন ঘটনা ঘটতে পারে। ভোরে স্থানীয়রা নিহতদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: বগুড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসীকে হত্যা, আটক ৪
তিনি জানান, ঘাতক রুবেল উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে দন্ত চিকিৎসক হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন।
এ ব্যাপারে নিহত লাভলী আক্তারের বাবা সাহাজ উদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।
স্থানীয় বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল খান বলেন, রুবেল অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। যার দরুন এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করেন।
জানা যায়, হত্যাকাণ্ডের পর রুবেল পার্শ্ববর্তী ঢাকা আরিচা মহাসড়কের পাঁচুরিয়া এলাকায় আত্মহত্যার জন্য মহাসড়কে শুয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন।
আরও পড়ুন: গাইবান্ধায় ঈদের জামা দেয়ার কথা বলে ২ মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
বগুড়ায় গার্মেন্টস কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ
২ বছর আগে
মানিকগঞ্জে আড়াই হাজার মুক্তিযোদ্ধার মিলন মেলা
ঢাকার পশ্চিমাঞ্চলের ২১ উপজেলার আড়াই হাজার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে মানিকগঞ্জে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। মিলন মেলায় ঢাকা পশ্চিমাঞ্চলের (ঢাকা জেলা, ঢাকা মহানগর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ) ২১টি উপজেলার দুই হাজার ৫'শত মুক্তিযোদ্ধা উপস্থিত হন।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এ মিলনমেলার আয়োজন করা হয়েছে। উপজেলার মুক্তিযোদ্ধাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে এ আয়োজন।
ঢাকা পশ্চিমাঞ্চলের মুক্তিযোদ্ধাদের মিলন মেলার আয়োজক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য বেনজীর আহমেদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, দুর্যোগ প্রতিমন্ত্রী ড. মো. এনামুল রহমান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চ্যানেল আই প্রাঙ্গণে বিজয় মেলা: মুক্তিযোদ্ধাদের সম্মাননা
মিলন মেলায় মুক্তিযুদ্ধে শহীদ বীরদের আত্মার শান্তি কামনা করা হয়।
মুক্তিযোদ্ধারা বলেন, 'স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটা আমাদের অনেক বড় পাওয়া। এখানে অনেক পরিচিত সহযোদ্ধাদের সঙ্গে দেখা হয়েছে। অনেকের সঙ্গেই রয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নানা স্মৃতি। কখনো ভাবিনি সকলে একত্রিত হতে পারব।'
মুক্তিযুদ্ধের সময়কালীন স্মৃতিচারণ করে মুক্তিযোদ্ধারা আরও বলেন, 'যুদ্ধ চলাকালীন সময়ে ঘরবাড়ি ছেড়ে বঙ্গবন্ধুর ডাকে চলে যাই। যুদ্ধে মা-বাবা-ভাই-বোন কে হারিয়েছি। যুদ্ধপরবর্তী সময়ে অনেক অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছি। বঙ্গবন্ধু কন্যা আমাদের যেই সম্মান দিয়েছে আমরা মুক্তিযোদ্ধারা তাঁর প্রতি কৃতজ্ঞ। আজকের এই আয়োজন আমাদের মনোবল বাড়িয়েছে।'
এসময় তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা।
আরও পড়ুন: আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা বৈরাম খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
২ বছর আগে
মানিকগঞ্জে জামিনে এসে খুন হলেন যুবক, আটক ১
মানিকগঞ্জের সিংগাইরে প্রতিপক্ষের দায়ের করা মামলায় আদালত থেকে জামিনে আসার পর জুলহাস (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন।
বুধবার (১২ জানুয়ারি ) সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে মুজিবুর রহমান (৭০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত জুলহাস জয়মন্টপ ইউনিয়নের ফকির পাড়া গ্রামের মৃত মো. নওয়াব আলীর ছেলে।
আরও পড়ুন: নোয়াখালীতে জোড়া খুন: ৮ জন খালাস, তিনজনের মৃত্যুদণ্ড বহাল
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ ডিসেম্বর জুলহাস ও ব্যাপারী পাড়া গ্রামের মজিবুরের ছেলে দুলালের পরিবারের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন বিকালে জুলহাসের পরিবারের লোকজন জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে দুলালকে মারধর করে। এতে দুলালের বাবা মজিবুর বাদী হয়ে জুলহাসসহ ৯ জনকে আসামি করে মামলা দায়ের করে। ওই মামলায় জুলহাস বুধবার (১২ জানুয়ারি ) জামিনে এসে সন্ধ্যায় জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে চা খেতে গেলে দুলালের নেতৃত্বে ৮-১০ জনের সশস্ত্র গ্রুপ তাকে কুপিয়ে আহত করে। পরে আহত জুলহাসকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, ঘটনার সঙ্গে জড়িত মজিবুর নামে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে কিশোর খুন!
২ বছর আগে
পাটুরিয়া ফেরিঘাটে আজও ঘরমুখো যাত্রীদের ভিড়
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড় থাকলেও যাত্রী দুর্ভোগ নেই। যাত্রীরা অনায়াসে ফেরিতে উঠে যাচ্ছে।
তবে বুধবার ঢাকা আরিচা মহাসড়কের টেপরা এলাকা থেকে বানিয়াজুরি পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেড়ল ও হাজার হাজার যাত্রীদের কারণে যানজট তৈরি হয়েছে।
আরও পড়ুন: করোনার ১ম ডোজের টিকাদান সোমবার থেকে স্থগিত
যাত্রীরা রিকশা, ভ্যানে চড়ে ও পায়ে হেটে ঘাট এলাকায় আসছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে শিশু, নারী, পুরুষসহ নানা বয়সী যাত্রীরা। এসব যাত্রীরা ঘাটে পৌঁছেই অনায়াসে ফেরিতে ওঠতে পারছে।
আরও পড়ুন: ঈদের নামাজ মসজিদে আদায় করার নির্দেশ
ফেরি কর্তৃপক্ষ জানায়, এই নৌরুটের ১৭টি ফেরিই চলাচল করছে। রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে খালি ফেরি ছাড়া হচ্ছে পাটুরিয়ার উদ্দেশে। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০ হাজার যাত্রী ৮০০ এর মত ছোট যানবাহন অর্থাৎ ব্যক্তিগত গাড়ি পারাপার করা হয়েছে।
গণপরিবহন না থাকায় এবং সবগুলো ফেরি সচল থাকায় যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপারে সমস্যা হবে না বলে জানিয়েছে ফেরি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: জুনের আগে করোনা পরিস্থিতির উন্নতি হবে না: বিশেষজ্ঞ মতামত
এদিকে সরেজমিন দেখা গেছে, গার্মেন্টস ছুটি হওয়ায় বুধবার সকাল থেকেই মহাসড়ক দিয়ে হাজার হাজার যাত্রী আসছেন ঘাট এলাকায়। মানিকগঞ্জের প্রবেশ মুখে মহাসড়কের বারবারিয়া ও সিংগাইরের ধল্লা এলাকায় চেকপোস্ট বসিয়ে অন্য জেলার যানবাহনগুলো ঠেকিয়ে দেয়া হচ্ছে। যার কারণে হাজার হাজার যাত্রী পায়ে হেঁটে ঘাটের দিকে যাচ্ছেন।
গার্মেন্টস শ্রমিকদের চাপ কমে গেলে ফেরিঘাট ফাঁকা হয়ে যাবে বলে আশা করছেন ঘাট কর্তৃপক্ষ।
৩ বছর আগে