রত্না খাতুন
ঈদে কেনাকাটার টাকা চেয়ে না পাওয়ায় স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
কুষ্টিয়ার কুমারখালীতে বাবার ওপর অভিমান করে দশম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বুধবার দুপুরে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের নাওথী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রত্না খাতুন (১৪) ওই গ্রামের আব্দুর রশিদ বিশ্বাসের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, রত্না তার বাবার কাছে ঈদ উপলক্ষে কেনাকাটা করার জন্য পাঁচ হাজার টাকা চায়। হতদরিদ্র বাবা আব্দুর রশিদ মেয়ের এই বায়না মেটাতে অপরাগতা প্রকাশ করলে অভিমান করে বুধবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে বাড়ির লোকজন এসে দরজা ভেঙে রত্না র' দেহ নামিয়ে অচেতন অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে যুবকের ‘আত্মহত্যা’
নিহতের ভাই সেলিম হোসেন বলেন, 'আমার বোন ঈদের কেনাকাটা বাবদ বাবার কাছে ৫ হাজার টাকা চেয়েছিল। বাবা সেই টাকা না দেয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, রত্নার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
৩ বছর আগে