ভোকাল
ঈদে প্রকাশ পেল এরসের ‘উড়তে চাই’
ঈদ উপলক্ষে ইউটিউবে রিলিজ হলো ‘এরস’-এর ‘উড়তে চাই’। গানটি লিখেছেন ব্যান্ডের ভোকাল হৃদয় আনাহলী।
বুধবার রাতে এরস ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ পেয়েছে।
গানটি লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের ভোকালিস্ট হৃদয় আনাহলী।
ব্যান্ডের ভোকাল হৃদয় আনাহলী ইউএনবিকে বলেন, ‘আমি জীবনের বাস্তবতা নিয়ে ভাবতে গিয়েই গানটি লিখেছি। আমাদের সবার ছোট বেলায় অনেক স্বপ্ন থাকে যে বড় হয়ে অনেক কিছু হতে চাই কিন্তু বড় হতে হতে বাস্তবতার পরিপ্রেক্ষিতে তা আর হয়ে উঠে না। এই না পাওয়ার একটি অস্ফুট বেদনা তুলে ধরার চেষ্টা করেছি এই গানে।
তিনি আরও বলেন, সবাই চায় জীবনটাকে সুন্দর করে সাজাতে। আমার এখনও ইচ্ছা করে মনের মতো করে সাজাই জীবনটাকে। আমার মত আরও যারা আছেন, যারা জীবন নিয়ে এভাবে ভাবেন আশা করি তাদের কাছে গানটি ভালো লাগবে। আর জীবন নিয়ে সব বয়সী ও শ্রেণী পেশার মানুষ ভেবে থাকেন।
অল্টারনেটিভ ব্যান্ড এরোস এর ‘উড়তে চাই' গান সম্পর্কে ব্যান্ডের গিটারিস্ট তারেক হাসান বলেন, হৃদয় যেমন একটু ব্যাতিক্রম গান লিখে, তেমনি তার গানের সুর করাও একটু ভিন্ন ধাঁচের। আমরা গতানুগতিক ধারার গানের বাইরে একটু ভিন্ন ধারার গান উপহার দেয়ার চেষ্টা করছি শ্রোতাদের।
ব্যান্ডের গিটারিস্ট সামসুদ্দহা বাপ্পি বলেন, 'উড়তে চাই' গানটিতে সময়কে আটকে ধরার একটা আকুতি আছে। প্রথমবার গানটি শুনে আমি এই অনুভবটাই পেয়েছি। গানের শেষ দুটি লাইন আমাকে বেশি টানে।
আরও পড়ুন: বঙ্গ এবং নাগরিক টিভিতে তুর্কি ধারাবাহিক 'সহস্র এক রজনী'
ব্যান্ডের ড্রামার সোয়েব রাজিব বলেন, হৃদয়ের গানে মায়া থাকে। আমরা আশাবাদী যে গানটি সব বয়সী মানুষের ভালো লাগবে।
আরও পড়ুন: জি-ফাইভে মুক্তি পেল দীর্ঘ প্রতিক্ষীত ওয়েব সিরিজ ‘কনট্রাক্ট’
বেসিস্ট সাদমান শমিক বিশাল বলেন, আমরা ভিন্ন ধারার গান উপহার দিতে চাই তাই আমাদের এই ছোট্ট প্রয়াস। আশা করি এই গান ঈদের আনন্দে এক নতুন মাত্রা যোগ করবে।
বর্তমানে ‘এরস’ তাদের অ্যালবামের প্রস্তুতি নিচ্ছে। শিগগিরই নিজেদের অ্যালবামের কাজ শেষ হবে বলে জানায় ব্যান্ডের সদস্যরা।
৩ বছর আগে