ব্যান্ড
নরওয়েতে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনে যাচ্ছেন চিরকুট ব্যান্ডের সুমি
নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের ইউনিভার্সিটি অভ অ্যাডগার- এর আমন্ত্রণে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনে যাচ্ছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি।
গানে গানে দেশের প্রতিনিধিত্ব করতে নিয়মিতই বিশ্বমঞ্চে উপস্থিত হচ্ছেন তিনি। তবে এবারের যাওয়াটা কিছুটা অন্যরকম।
আরও পড়ুন: আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
এবার নরওয়ের একটি ইন্টারন্যাশনাল মিউজিক কনফারেন্স- এ আমন্ত্রিত হয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট-এর গীতিকার, সুরকার, সংগীতশিল্পী, কমিউনিকেশন স্পেশালিস্ট ও উদ্যোক্তা শারমিন সুলতানা সুমি।
জানা যায়, তিনি ছাড়াও এ কনফারেন্স এ যোগ দিতে উপস্থিত হবেন বিশ্বের নানা প্রান্তের মিউজিক এক্সপার্টরা।
দশ দিনব্যাপী এ আয়োজনে তিনটি সেশনে তাঁর প্রেজেন্টেশন দেবেন, বক্তব্য রাখবেন এবং বিশ্ববিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন সুমি।
সংগীত সংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি একজন নারী হিসেবে তার সংগীতযাত্রার অভিজ্ঞতা নিয়েও কথা বলবেন তিনি।
সুমি গণমাধ্যমে বলেন, ‘বাংলা গানের সাথে নিজেদের ব্যান্ড নিয়ে গত ২১ বছর ধরে দেশ; ও গত ১১ বছর ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়মিত কাজ করার পর পৃথিবীর মানুষ যে এখন বাংলাদেশের গানের বিস্তৃত কথা আমাদের কাছে এত ডিটেইলে শুনতে চায় বা আমার জানানোর সৌভাগ্য হচ্ছে এটি এক ধরনের বড় সুযোগ এবং পরিবর্তন বলে আমার মনে হয়। পৃথিবী আমাদের ভাবনার চেয়ে অনেক বড় এবং সেখানে আমাদের সকলের জায়গা থেকে বিস্তৃত কাজের সুযোগ রয়েছে।’
সুমি আরও বলেন, ‘সেই সুযোগের সদ্ব্যবহারে নিজের দেশের হয়ে বিশ্বমঞ্চে কথা বলাটা শান্তির, সম্মানের ও গর্বের।’
সব ঠিক থাকলে ৩০ অক্টেবর থেকে শুরু হওয়া এ যাত্রায় ডেনমার্ক হয়ে নরওয়ের কনফারেন্স শেষে জলবায়ু ইস্যুতে ফিনল্যান্ডে কয়েকটি মিটিং এ অংশগ্রহণ করবেন সুমি।
১৬ নভেম্বর দেশে ফিরে যোগ দেবেন নতুন কনসার্টে। যাওয়ার আগে ২৫ অক্টোবর রাজশাহীতে এবং ২৬ অক্টোবর আর্মি স্টেডিয়ামে চিরকুট নিয়ে দুটি কনসার্ট করে যাবেন তিনি।
আরও পড়ুন: বগুড়ায় সপ্তাহব্যাপী বিনামূল্যে বঙ্গন্ধুর বায়োপিকের প্রদর্শনী
শাহরুখের ‘ডানকি’ বনাম প্রভাসের ‘সালার’: মুক্তি পাচ্ছে বড়দিনে
১ বছর আগে
এক মঞ্চে ৩০ ব্যান্ডের কনসার্ট
আগামী ১৩, ১৪ ও ১৫ জুলাই ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর হল ৩ এবং হল ৪ এ তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল ‘ঢাকা সামার কন ২০২৩’।
ঢাকা সামার কনের এক মঞ্চেই পারফর্ম করবে ৩০টি ব্যান্ড। তিন দিনব্যাপী এই কনসার্টে প্রথম দিন পারফর্ম করবে আটটি ব্যান্ড।
আরও পড়ুন: দর্শক আগ্রহে এগিয়ে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’
এগুলো হলো- ‘ওল্ড ঢাকা ডায়েরিস’, ‘ফিরোজ জং’, ‘ইন্দালো’, ‘বাংলা ফাইভ’, ‘লেভেল ফাইভ’, ‘ওউনড’, ‘অড সিগনেচার’, ‘ড্যাডস ইন দ্য পার্ক’।
এছাড়া পরিবেশনায় থাকছে হাতিরপুল সেশনস, কে-পপ পারফরম্যান্স, রায়হান ইসলাম শুভ প্রমুখ।
দ্বিতীয় দিন পারফর্ম করবে ‘মেসিয়ানিক এরা’, ‘নেইভ’, ‘এনকোর’, ‘সাবকনশাস’, ‘আফটারম্যাথ’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘অ্যাশেজ’, ‘ব্রহ্মপুত্র’, ‘ক্রিপটিক ফেইট’ ও ‘আর্টসেল’।
এছাড়া এদিন কে-পপ পরিবেশনা ও র্যাপ ব্যাটেলও থাকছে আকর্ষণ হিসেবে।
শেষ দিনের পরিবেশনায় থাকছে ‘আপেক্ষিক’, ‘মেকানিক্স’, ‘কার্নিভাল’, ‘ব্ল্যাক’, ‘আরবোভাইরাস’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘ওয়ারফেইজ’ ব্যান্ডগুলো।
পাশাপাশি পারফর্ম করবেন এ কে রাহুল, ব্ল্যাক জ্যাং ও শাফায়েত।
‘ঢাকা সামার কন’ শুধু কনসার্ট নয়, বরং পপ কালচারের উৎসব। এখানে গান পরিবেশনার পাশাপাশি আরও অনেক আয়োজন থাকছে।
যেমন- কসপ্লে প্রতিযোগিতা, কমিক বই, এক্সপেরিয়েন্স জোন, কিডস জোন, হিপ পপ, কে-পপ, গেমিং, ফুড জোন, প্যানেল আলোচনা ইত্যাদি।
ঢাকা সামার কন ২০২৩’র কনভেনর এবং মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ-এর সহ-প্রতিষ্ঠাতা তারিকুল সুমন ইউএনবিকে বলেন, ‘দেশের জনপ্রিয় সকল সঙ্গীত ব্যান্ডগুলোর মিলন মেলা হয়ে উঠবে ঢাকা সামার কনের মঞ্চ। শুধু কনসার্ট নয়, দেশের সবচেয়ে বড় পপ কালচার উৎসব হতে যাচ্ছে এটি’।
আরও পড়ুন: এবারের ঈদে আসিফ ইকবালের বাজিমাত
সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’
১ বছর আগে
ব্যান্ডের বাইরে কখনও নিজেকে নিয়ে চিন্তা করিনি: পার্থ বড়ুয়া
বিশ্বের অনেক বিখ্যাত ব্যান্ড তুমুল জনপ্রিয়তা পেয়েও ভেঙে গেছে কয়েক দশক পরে। কখনও কোনো ব্যান্ড সদস্যের প্রস্থানে, আবার কখনও ব্যক্তিগত কোন্দলে ব্যান্ড ভেঙেছে।
এসব হিসেব করলে বাংলাদেশে একটি ব্যান্ডের ৫০ বছর টিকে থাকা এবং বতর্মানেও দলে নিয়মিত থাকা একটি ইতিহাস।
বলছিলাম ব্যান্ড ‘সোলস’ এর কথা।
স্বাধীনতা যুদ্ধের পর ‘সোলস’ এর যাত্রা শুরু। এই দীর্ঘ সময়ে প্রায় ৩২ বছর ব্যান্ডকে আগলে রেখে সুবর্ণজয়ন্তী পর্যন্ত যিনি নিয়ে এসেছেন তিনি পার্থ বড়ুয়া।
আরও পড়ুন: চঞ্চল -বাপ্পার হাতে টেলিসিনে অ্যাওয়ার্ড ২০২৩
এই দীর্ঘ সময় ব্যান্ডের সঙ্গে থাকা ও ব্যান্ডের বাইরে নিজের কাজ প্রসঙ্গে ইউএনবির সঙ্গে আলাপকালে এই তারকা বলেন, ‘ব্যান্ডের বাইরে কখনও নিজেকে নিয়ে চিন্তা করিনি, সেটি নিজের সলো ক্যারিয়ার নিয়েও না। আমি চেষ্টা করেছি মিউজিশিয়ান হতে। গায়ক হতে চাইনি কখনও। দেশের বাইরে অল্প সংখ্যক শোতে আমি সোলো পারফর্ম করেছি, এর বাইরে কখনও ব্যান্ড ছাড়া স্টেজে উঠিনি।’
‘সোলস’ এর সদস্য হলেও একাধিক সঙ্গীতশিল্পীর সঙ্গে নিয়মিত গিটার বাঁজিয়েছেন পার্থ বড়ুয়া।
যাদের মধ্যে রয়েছে-কুমার বিশ্বজিৎ, শাকিলা জাফর ও বেবি নাজনিনসহ অনেকে।
সুবর্ণজয়ন্তীর উৎসব দেশে ও বিদেশে বছরব্যাপী উদযাপনের পরিকল্পনা করছে ‘সোলস’।
এই প্রসঙ্গে পার্থ বলেন, ‘সোলসের ৫০ বছর পূর্তি আমরা ৫০ বছরের মতোই করার পরিকল্পনা করেছি। সেটা এখনই ওপেন করতে পারছি না। আমরা ইতোমধ্যে অনেকগুলো স্পনসরের সঙ্গে কথা বলেছি। যখন সবকিছু ফিক্সড হবে তখন সবাইকে জানাব আমরা। তবে আমরা বড় আয়োজনে এই পরিকল্পনা করছি।’
আরও পড়ুন: সুবর্ণজয়ন্তী উপলক্ষে 'সোলস' এর লোগো উন্মোচন
পার্থ আরও জানান, ‘আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত তাদের এই উদযাপনের সময়। যা এ বছর আগস্টের পর থেকে শুরু হবে। এছাড়াও সুবর্ণজয়ন্তী উপলক্ষে কয়েকটি নতুন গান প্রকাশ করবে ‘সোলস’। সেটি নির্দিষ্ট সময় ঠিক করে প্রতি মাসে নতুন গান নিয়ে আসবে ব্যান্ডটি’।
এই প্রসঙ্গে পার্থ বলেন, ‘আমাদের নিজেদের ১০ টা গানও করা আছে। যেগুলো এখনও ছাড়া হয়নি আমাদের। বেশ কিছু নতুন গান আসবে। আমরা অনেক দিন কোনো গান ছাড়িনি। কারণ, আমার যখন থেকে প্ল্যান করছি ৫০ বছর পূর্তির জন্য, তখন থেকেই গানগুলো ছাড়া বন্ধ করে দিয়েছি। আর সময় ফিক্সড করে গানগুলো ছাড়ব।’
‘সোলস’ তাদের এই সুবর্ণজয়ন্তীর আনন্দ ভাগাভাগি করে নিতে চান ভক্তদের সঙ্গে। দর্শকদের লেখা ১০টি গান করবে সোলস। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে দর্শকের পাঠানো গান থেকেই বাছাই করা হবে এই ১০ গান।
গানগুলোর সুর ও সংগীতায়োজন করবে সোলস, গাইবেন সোলসের সদস্যরা এবং একে একে ১০টি গানের ভিডিও তৈরি করে প্রকাশ করা হবে। কীভাবে গানগুলো পাঠানো যাবে সেটি জানা যাবে ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে।
৫০ বছরপুর্তিতে অন্যতম আকর্ষণ হিসেবে ‘রেনেসাঁ’র সঙ্গে দুটি গান প্রকাশ করবে ‘সোলস’।
এরইমধ্যে গানগুলো রেকর্ডিং শেষ হয়েছে।
আরও পড়ুন: আর্টসেল সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ
১ বছর আগে
আর্টসেল সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ
প্রিয় ব্যান্ডের সঙ্গে দেখা করার সুযোগ যেন ভক্তদের জন্য স্বপ্ন। সেই স্বপ্ন এবার সত্যি করতে স্বাধীন মিউজিক লিমিটেড-এর সহযোগিতায় আর্টসেল-এর সঙ্গে দেখা করার সুযোগ বাংলালিংক।
টেলিকম প্রতিষ্ঠানটির অ্যাপ (মাইবিএল) ব্যবহারকারীরা এতে অংশগ্রহণ করে আর্টসেল সদস্যদের সঙ্গে দেখা করার পাশাপাশি আর্টসেল-এর প্রাইভেট লাইভ শো-তে অংশগ্রহণ ও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।
সুযোগটি কীভাবে পাবেন সেটি জানতে চোখ রাখুন টেলিকম প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেজে।
বাংলালিংক-এর ডিজিটাল বিজনেস ডিরেক্টর মোহিত কাপুর গণমাধ্যমে বলেন, ‘ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে গ্রাহকদের জীবনযাত্রার মানোন্নয়ন করা। আমাদের অ্যাপে এখন ১ লাখেরও বেশি ভালো মানের বাংলা গান ও ১ হাজারেরও বেশি পডকাস্ট পর্ব উপভোগ করতে পারবেন। একইসঙ্গে এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা তাদের প্রিয় আর্টসেল রকস্টারদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।’
আর্টসেলের সহ-প্রতিষ্ঠাতা জর্জ লিংকন ডি'কস্তা বলেন, ‘এই নতুন ধরনের মিউজিক ক্যাম্পেইনের অংশ হতে পেরে আর্টসেল আনন্দিত। আমরা সারাদেশের সঙ্গীতপ্রেমী ও আমাদের ফ্যানদের অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিজয়ীদের সঙ্গে অসাধারণ সময় কাটাতে আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।’
আরও পড়ুন: চঞ্চল -বাপ্পার হাতে টেলিসিনে অ্যাওয়ার্ড ২০২৩
হামদ-নাত প্রতিযোগিতার শীর্ষ ১০ জনের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান
‘সুলতানপুর’ প্রেক্ষাগৃহে আসছে ২ জুন
১ বছর আগে
বছর শেষে শহর মাতালো ৩২ ব্যান্ড
২০২২ সালের শেষটা বেশ উন্মাদনায় কাটলো ব্যান্ডসঙ্গীত প্রেমীদের। দুই দিনব্যাপী ‘ঢাকা রক ফেস্ট ৩.০’ আরও একবার আলোড়ন সৃষ্টি করল।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ছিল এ আয়োজনের প্রথম দিন। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনের (আইসিসিবি) এক্সপো জোনে অনুষ্ঠিত হয় ‘রক ফেস্ট ৩.০’। দুইদিনের এই কনসার্টে সর্বমোট ৩২টি ব্যান্ড দল অংশ নিয়েছে।রক গানের এই আয়োজনের দ্বিতীয় দিন মঞ্চ মাতায়- আফটার ম্যাথ, আরবোভাইরাস, অর্থহীন, এভোয়েড রাফা, বে অব বেঙ্গল, ক্যালিপ্সো, কনক্লুশন, ড্যাডস ইন দ্য পার্ক, মেকানিক্স, মেঘদল, সিভিয়ার ডিমেনশিয়া, শেফার্ডস, শুভযাত্রা, সিন, সাবকনসাশ ও ওয়ারফেজ।
আরও পড়ুন: ঢাকা রক ফেস্ট ৩.০ মাতাবে ৩২ ব্যান্ড
১ বছর আগে
‘অর্থহীন’ ফিরল অর্ধযুগ পর
এ দেশের ব্যান্ডপ্রিয় শ্রোতাদের কাছে ‘অর্থহীন’ বিশেষ এক নাম। যার অন্যতম কারণ ব্যান্ডের কর্ণধার দুস সালেহীন খালেদ সুমন। ভক্তরা যাকে ভালোবেসে ‘বেসবাবা’ বলেই ডাকেন।
তবে মাঝে অর্ধযুগ কোনও গান প্রকাশ হয়নি ব্যান্ডটির। সুমনের শারীরিক অসুস্থতার কারণে এই বিরতিতে যেতে হয় তাদের।
আরও পড়ুন: রকব্যান্ড ভ্যান হ্যালেনের গিটারিস্ট ক্যান্সারে মারা গেছেন
এ বছর সুস্থ হওয়ার পর সুমন ঘোষণা দিয়েছিলেন ‘অর্থহীন’-এর নতুন গান আসছে।
সেই অপেক্ষাও শেষ হলো দ্রুত। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।
প্রকাশ হলো ব্যান্ডের পরবর্তী অ্যালবাম ‘ফিনিক্স ডায়েরি-১’-এর প্রথম গান ‘আমার এ গান’–এর ভিডিও।
মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে স্যামসাংয়ের শোরুমে ব্যান্ডের সব সদস্যের উপস্থিতিতে গানের ভিডিও প্রকাশের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
ভিডিও প্রকাশ আয়োজনে সুমন বলেন, ‘প্রায় চার বছর আমরা গানের সঙ্গে ছিলাম না। সেই জায়গা থেকে নতুন গান করাটা প্রথমত চ্যালেঞ্জের ছিল। প্রথম গানটি কী হবে, সেটিই ছিল মূল ভাবনা। অর্থহীনের গান সবসময় সুর ও কথানির্ভর। শ্রোতারা যেন জীবনের সঙ্গে গানটি রিলেট করতে পারে, চেষ্টা ছিল সেভাবে গানটি করার।’
আরও পড়ুন: প্রতিষ্ঠার ১০ বছর পর অ্যালবাম নিয়ে এলো ‘ব্যান্ড স্টোন’
সুমন আরও বলেন, ‘অনেকদিন পর ফিরে এসে ভক্তদের যে ভালোবাসা পেয়েছি সেটি এড়াতে পারিনি। তাই এই গান তাদের সবার জন্য উপহার।’
২ বছর আগে
শুরু হল সিরিজ কনসার্ট ‘এই সময়’
ব্যান্ড মানেই প্রথা ভাঙার গান। সময়ের ভাষ্য তুলে ধরতে যে সকল ব্যান্ড এর গানে মেতে উঠছে বর্তমান প্রজন্মের তারুণ্য তাদের নিয়েই এগুতে চায় ‘এই সময়’-শীর্ষক সংগীত উদ্যোগ। তারই প্রথম অধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে। সময়ের জনপ্রিয় ব্যান্ডগুলোর গানে শহরের একপ্রান্তে নেমে আসে তারুণ্যের আগুনঝরা এক সন্ধ্যা। শুক্রবার দুপুর ৩টা থেকে শুরু হয়ে এ আয়োজন চলে রাত ৯টা অব্দি।
কনাসার্টটি আয়োজন করে অ্যাকোস্টিকা। পাওয়ার্ড বাই মেটাল ফ্রিক টি শার্ট।
কনসার্টের সমন্বয়ক সৈকত বিশ্বাস টুটুল বলেন, ‘দেশের প্রতিষ্ঠিত ব্যান্ডগুলোর কিছুটা বাইরে এসে যে সব ব্যান্ডগুলোর গানে সময়ের নতুন ভাষ্য উঠে আসছে তাদের নিয়ে আমাদের এই যাত্রা। প্রথম অধ্যায়-এর গানে কিছু সাইকেডেলিক ব্যান্ড নিয়ে আমরা এ আয়োজনটি করেছি।
২ বছর আগে
১৫ ব্যান্ডের জমকালো আয়োজনে শেষ হলো ‘ঢাকা রক ফেস্ট ২.০’
জমকালো আয়োজনে মধ্যে দিয়ে সঙ্গীতের বড় আসর ‘ঢাকা রক ফেস্ট ২.০’ শেষ হয়েছে। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনের নবরাত্রি হলে বৃহস্পতিবার এই উৎসবের ইতিটানা হলো। স্কাই ট্র্যাকার লিমিটেডের আয়োজনে কনসার্টটির পৃষ্ঠপোষকতা করে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড।
এতে অংশ নেয় ওয়ারফেজ, অর্থহীন, অ্যাভয়েডরাফা, ক্রিপ্টিকফেট, ইনদালো, আফটার্মাথ, শুভযাত্রা, কনক্লুশন, সার্পনেল ম্যাথোড, ব্রহ্মপুত্র, দি ট্রি, সাবকনসাস, ট্রাস, আরেকটা রক ব্যান্ড, ক্যালিপসো।
করোনার প্রকোপ কাটিয়ে বহুদিন পর শহরে আবারও কনসার্ট উৎসব। সেই ধারাবাহিকতায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) বসল ব্যান্ডের মিলন মেলা। পুরো নবরাত্রি হল প্রতি কানায় কানায় দর্শকপূর্ণ ছিল। যাদের করতালিতে মুখর ছিল কনসার্ট প্রাঙ্গন।
আরও পড়ুন: লাভ মকটেল ছবির সফলতার পর এবার আসছে লাভ মকটেল-২
দিনব্যাপী আয়োজিত ‘ঢাকা রক ফেস্ট ২.০’ কনসার্টের গেট খোলা হয় সকাল ১০টায়। স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উপলক্ষে দেশাত্মবোধক গান দিয়ে ‘আরেকটা রক ব্যান্ড’ তাদের পারফর্মেন্স শুরু করে। এরপর তাদের জনপ্রিয় আরও দুটি গান করে ব্যান্ডটি।
কনসার্ট শুরুর প্রথম ভাগে দর্শক সংখ্যা অনেকটা কম ছিল। তবে বিকাল গড়ানোর সঙ্গে ধীরে ধীরে তা বাড়তে শুরু করে। ‘আরেকটা রক ব্যান্ড’ স্টেজ ছাড়ার পর দর্শক মাতাতে হাজির হয় ব্যান্ড ‘দি ট্রি’। এর পর একে একে মঞ্চে উঠে আফটার ম্যাথ, কনক্লুশন, ক্যালিপসো, ব্রহ্মপুত্র, সার্পনেল ম্যাথোড, সাবকনসাস, ইনদালো, ক্রিপ্টিকফেট।
‘ক্রিপ্টিকফেট’এর পর মঞ্চে উঠে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’। আর এই সময়ের জন্য তাদের ভক্তদের অপেক্ষা ছিল দীর্ঘদিনের। প্রায় চার বছর পর স্টেজ পারফর্মেন্স করল ব্যান্ডটি। শুরুতে বেজবাবা সুমনের কণ্ঠে শোনা যায় ‘চাইতে পারো’। আর শুরু হয়ে যায় দর্শক উন্মাদনা। এতদিন পর প্রিয় ব্যান্ডের উপস্থিতি মুগ্ধ করেছে সবাইকে।
আরও পড়ুন: সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড ২৪ ডিসেম্বর
‘ঢাকা রক ফেস্ট ২.০’-এর এবারের আয়োজন শেষ ‘ওয়ারফেজ’এর পারফর্মেন্স দিয়ে। ব্যান্ডটি শুরু করে তাদের ব্যাপক জনপ্রিয় গান ‘প্রতীক্ষা’ দিয়ে। এর পর একে একে আরও কয়েকটি গান দিয়ে আয়োজনের শেষ পর্যন্ত মাতিয়ে রাখে তারা।
কনসার্টের লাইভ-স্ট্রিম পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় বিনোদন অ্যাপ টফি, পেমেন্ট পার্টনার বিকাশ, হেলথ কেয়ার পার্টনার প্রাভা হেলথ, পিআর পার্টনার মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ, টিকেটিং পার্টনার গেট সেট রক ব্রডকাস্টিং পার্টনার ঢাকা লাইভ।
২ বছর আগে
ঈদে প্রকাশ পেল এরসের ‘উড়তে চাই’
ঈদ উপলক্ষে ইউটিউবে রিলিজ হলো ‘এরস’-এর ‘উড়তে চাই’। গানটি লিখেছেন ব্যান্ডের ভোকাল হৃদয় আনাহলী।
বুধবার রাতে এরস ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ পেয়েছে।
গানটি লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের ভোকালিস্ট হৃদয় আনাহলী।
ব্যান্ডের ভোকাল হৃদয় আনাহলী ইউএনবিকে বলেন, ‘আমি জীবনের বাস্তবতা নিয়ে ভাবতে গিয়েই গানটি লিখেছি। আমাদের সবার ছোট বেলায় অনেক স্বপ্ন থাকে যে বড় হয়ে অনেক কিছু হতে চাই কিন্তু বড় হতে হতে বাস্তবতার পরিপ্রেক্ষিতে তা আর হয়ে উঠে না। এই না পাওয়ার একটি অস্ফুট বেদনা তুলে ধরার চেষ্টা করেছি এই গানে।
তিনি আরও বলেন, সবাই চায় জীবনটাকে সুন্দর করে সাজাতে। আমার এখনও ইচ্ছা করে মনের মতো করে সাজাই জীবনটাকে। আমার মত আরও যারা আছেন, যারা জীবন নিয়ে এভাবে ভাবেন আশা করি তাদের কাছে গানটি ভালো লাগবে। আর জীবন নিয়ে সব বয়সী ও শ্রেণী পেশার মানুষ ভেবে থাকেন।
অল্টারনেটিভ ব্যান্ড এরোস এর ‘উড়তে চাই' গান সম্পর্কে ব্যান্ডের গিটারিস্ট তারেক হাসান বলেন, হৃদয় যেমন একটু ব্যাতিক্রম গান লিখে, তেমনি তার গানের সুর করাও একটু ভিন্ন ধাঁচের। আমরা গতানুগতিক ধারার গানের বাইরে একটু ভিন্ন ধারার গান উপহার দেয়ার চেষ্টা করছি শ্রোতাদের।
ব্যান্ডের গিটারিস্ট সামসুদ্দহা বাপ্পি বলেন, 'উড়তে চাই' গানটিতে সময়কে আটকে ধরার একটা আকুতি আছে। প্রথমবার গানটি শুনে আমি এই অনুভবটাই পেয়েছি। গানের শেষ দুটি লাইন আমাকে বেশি টানে।
আরও পড়ুন: বঙ্গ এবং নাগরিক টিভিতে তুর্কি ধারাবাহিক 'সহস্র এক রজনী'
ব্যান্ডের ড্রামার সোয়েব রাজিব বলেন, হৃদয়ের গানে মায়া থাকে। আমরা আশাবাদী যে গানটি সব বয়সী মানুষের ভালো লাগবে।
আরও পড়ুন: জি-ফাইভে মুক্তি পেল দীর্ঘ প্রতিক্ষীত ওয়েব সিরিজ ‘কনট্রাক্ট’
বেসিস্ট সাদমান শমিক বিশাল বলেন, আমরা ভিন্ন ধারার গান উপহার দিতে চাই তাই আমাদের এই ছোট্ট প্রয়াস। আশা করি এই গান ঈদের আনন্দে এক নতুন মাত্রা যোগ করবে।
বর্তমানে ‘এরস’ তাদের অ্যালবামের প্রস্তুতি নিচ্ছে। শিগগিরই নিজেদের অ্যালবামের কাজ শেষ হবে বলে জানায় ব্যান্ডের সদস্যরা।
৩ বছর আগে