শ্বশুড় বাড়ি
সিলেটে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলি (হাওর) গ্রামের শ্বশুড় বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।
এ ঘটনায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল কোম্পানীগঞ্জের খাইগাইল গ্রাম থেকে স্বামী সিদ্দিক আহমদকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: সাভারে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
জানা গেছে, প্রায় ৬ বছর আগে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি (হাওর) গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে আলিমা বেগমকে বিয়ে করে বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শ গ্রামের মনসব আলীর ছেলে সিদ্দিক আহমদ। এই দম্পত্তির ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। গত ২/৩ দিন ধরে সিদ্দিক ও তার স্ত্রী আলিমা বেগম বীরকুলি হাওর অর্থাৎ আলিমার বাবার বাড়ি অবস্থান করছিলেন।
পারিবারিক কলহের জেরে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্দিক তার স্ত্রী আলিমা বেগমকে ছোরা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর পরই সিদ্দিক আহমদ পালিয়ে যায়।
আরও পড়ুন: যশোরে ছিনতাইকারী সন্দেহে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা, আটক ১
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শ গ্রামের সিদ্দিক নামের একজন যুবক স্ত্রী আলিমা বেগমকে নিয়ে তার শ্বশুর বাড়ি গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি হাওর গ্রামে বেড়াতে আসে। পারিবারিক কলহের জেরে আলিমা বেগমকে ধারালো ছোরা দিয়ে আঘাত করলে গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হন। অপর দিকে সিদ্দিক পালিয়ে যায় পরে স্থানীয়দের সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনীখাই ইউনিয়নের খাগাইল গ্রাম থেকে সিদ্দিককে আটক করা হয়।
৩ বছর আগে