ছাদ থেকে পড়ে
সিরাজগঞ্জে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ তলার ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ঘটনাটি ঘটেছে।
নিহত কামাল পাশা (৩২) সিরাজগঞ্জ সদর উপজেলার পেঁচিবাড়ি গ্রামের মজনু শেখের ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং সুপারভাইজার ডলি আক্তার তার স্বামী কামাল পাশাকে নিয়ে এনায়েতপুর থানা সদরে একটি ভবনে ভাড়া থাকতেন। শনিবার সকালে ডলি আক্তার হাসপাতালে ডিউটিতে চলে গেলে বাসায় স্বামী কামাল পাশা বাসায় একাই ছিলেন। বিকালে বাসার ছাদের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত ৩ তলা থেকে পড়ে যায় কামাল পাশা।
তিনি আরও বলেন, স্থানীয়রা উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করলেও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: চাঁদপুরে ছাদ থেকে লাফিয়ে পড়ে কলেজছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত
৯ মাস আগে
চাঁদপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তিতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁদপুর-লাকসাম রেলপথের ওয়ারুক রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. পারভেজ আহম্মেদ দেলোয়ার (১৭) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আরও পড়ুন: ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু শুক্রবার
প্রত্যক্ষদর্শীরা বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরে যাচ্ছিল। ওই ট্রেনের ছাদে অন্য যাত্রীদের সঙ্গে পারভেজও ছিল।
এ সময় অসাবধানতাবশত সে ছাদ থেকে ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি ইউএনবিকে বলেন, আমরা লাশটির খণ্ডগুলো উদ্ধার করেছি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ নিহত ৪
১ বছর আগে
সিলেটে ছাদ থেকে পড়ে ব্যক্তির মৃত্যু
রবিবার দক্ষিণ সুরমা উপজেলার গালিমপুর গ্রামে একটি ভবনের ছাদ থেকে পড়ে ৪২ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত আনোয়ারুল হক আলম একই গ্রামের আসকান্দার আলীর ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাতে নারী খুনের অভিযোগ
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, সন্ধ্যা ৭টার দিকে আনোয়ারুল দোতলা ভবনের ছাদে পাইপ ঠিক করতে যান। হঠাৎ তিনি পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ঢামেক হাসপাতালে আহত যুবদল কর্মীর মৃত্যু
এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে মসজিদের ছাদ থেকে পড়ে মসুল্লির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় মসজিদের ছাদে ঈদের নামাজের জন্য ব্যবস্থা করার সময় ছাদ থেকে পড়ে এক মসুল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত সাইদুল আলী (৫৬) একই এলাকার মৃত আমজাদ আলীর ছেলে।
শুক্রবার ভোরে উপজেলার চককীত্তি ইউনিয়নের গরিশংকরপুর এলাকায় বারোমাসিয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, শক্রবার ফজরের নামাজের পর ভোর ৬টার দিকে সাইদুল আলী ঈদের নামাজের ব্যবস্থা করার জন্য মসজিদের ছাদে কাজ করছিলেন। এক পর্যায়ে সাইদুল আলী হঠাৎ ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় আরও ৫ মুসল্লির মৃত্যু
স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে সাইদুল আলী মারা যান।
৩ বছর আগে