গড়াই নদী
কুষ্টিয়ায় গড়াই নদীর পার থেকে রাসেল ভাইপার সাপ উদ্ধার
কুষ্টিয়ায় গড়াই নদীর পার সংলগ্ন সবজিখেত থেকে একটি রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করেছে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এবং ‘মানুষ মানুষের জন্য, কুষ্টিয়া’ নামক একটি সংগঠনের সদস্যরা।
শুক্রবার (৩০ জুন) বিকালে শহরতলীর জুগিয়া দরগাতলা এলাকার গড়াই নদী পার সংলগ্ন সবজি খেতের জালের বেড়ায় আটকে পড়া সাপটিকে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় এক যুবক বিবিসিএফ টিমকে খবর দেয়।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট ও ১৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত
খবর পেয়ে বিকালে বিবিসিএফ'র সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাসেল ভাইপার সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
এ বিষয়ে ‘মানুষ মানুষের জন্য, কুষ্টিয়া’ নামক সংগঠনের সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, শুক্রবার বিকালে শহরতলীর জুগিয়া দরগা তলা এলাকার গড়াই নদীর পার থেকে একটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, প্রতিটি বন্যপ্রাণী প্রকৃতির ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে। তাই এই মূল্যবান সম্পদকে বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন আমরা সকলে সচেতন হই প্রকৃত রক্ষায় এগিয়ে আসি কোথাও কোনো বন্যপ্রাণী আটক অথবা বন্দি দেখলে তা উদ্ধার করে অবমুক্ত করার চেষ্টা করুন। প্রকৃতি ধ্বংসকারী যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
এর আগে গত বছর গড়াই নদীতে জেলেদের জালে সহ কয়েক দফায় ছয়টি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে চলন্ত মোটরসাইকেলে বিষাক্ত সাপ, প্রাণে বাঁচল চালক
শরণখোলায় বসত ঘর থেকে ৬ ফুট লম্বা সাপ উদ্ধার, বনে অবমুক্ত
১ বছর আগে
গড়াই নদীতে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থী নিখোঁজ
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে গোসল করতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সোমবার বিকাল পৌনে চারটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেললাইনের কুমারখালীর কয়া গড়াই রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ তানভীর (২৩) ঢাবির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বরগুনা জেলার বাসিন্দা।
আরও পড়ুন: মাদরাসার টয়লেট থেকে ছাত্রের লাশ উদ্ধার
ফায়ার সার্ভিস ও কুমারখালী থানা পুলিশ সূত্র জানায়, ঢাবির ফার্মেসি বিভাগের ১৩ জন শিক্ষার্থী মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে আসেন। তারা প্রথমে মেহেরপুরের মুজিবনগর এবং পরে কুমারখালীর লালনের আখড়াবাড়িতে যান। পরে কুমারখালী লাহিনীপাড়া এলাকায় গড়াই নদী রেলসেতুর নিচে তিন বন্ধু নামেন। তারা সাঁতরে গড়াই নদী পার হওয়ার চেষ্টা করেন। ওপারে পার হওয়ার সময় দুই বন্ধু তীরে উঠতে সক্ষম হলেও তানভীর পানিতে তলিয়ে যান। পরে খবর পেয়ে সেখানে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বলেন, ১৩ জনের মধ্যে খুলনার বিভাগীয় কমিশনারের ছেলেও ছিলেন।
তিনি বলেন, ১২ জন সুস্থ আছেন। তানভির নামের এক ঢাবি শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, তবে এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
আরও পড়ুন: নবাবগঞ্জ থানা হাজতের টয়লেটে ঝুলছিল আসামির লাশ
টয়লেটে পড়ে যাওয়া মোবাইল তুলতে গিয়ে মা-ছেলের মৃত্যু
১ বছর আগে
কুষ্টিয়ায় গড়াই নদীর পাড়ে রাসেল ভাইপার
কুষ্টিয়ার গড়াই নদীর পাড় থেকে রাসেল ভাইপার সাপের বাচ্চা উদ্ধার করেছে কুষ্টিয়ার বন বিভাগ ও বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর সদস্যরা।
শনিবার বিকালে শহরতলীর মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন গড়াই নদীর পাড়ে রাসেল ভাইপার এর বাচ্চাটিকে দেখতে পান স্থানীয়রা।
এএস আই মো. আসরাফুজ্জামান নামে এক পুলিশ সদস্য বন বিভাগ কুষ্টিয়া ও বিবিসিএফ টিমকে খবর দেয়। পরে বিকাল ৪টার দিকে বন বিভাগ কুষ্টিয়া ও বিবিসিএফ এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপের বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে।
আরও পড়ুন: শহরে ভয়ংকর রাসেল ভাইপার সাপ, আতঙ্কে চাঁদপুরবাসী
অপরদিকে রাসেল ভাইপার সাপের খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
উদ্ধার অভিযানে বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সহ সভাপতি ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ, সদস্য মো. হাবিবুর রহমান, রাব্বু খান, বন বিভাগ কুষ্টিয়ার বন প্রহরী সদর জুয়েল আহমেদ, বাগান মালি আখিরুজ্জামান ও লিটন উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা স্বীকার করে জেলার বন কর্মকর্তা বলেন, ৯৯৯- এর মাধ্যমে আমরা জানতে পারি শহরের মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন গড়াই নদীর পাড়ে রাসেল ভাইপার সাপের বাচ্চা পাওয়া গিয়েছে। এমন খবর ভিত্তিতে আমাদের টিম সেখানে যায় এবং রাসেল ভাইপার এর বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে।
এ বিষয়ে বিবিসিএফ কুষ্টিয়া জেলা ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন জানান, শনিবার বিকালে শহরতলীর গড়াই নদীর পাড় থেকে একটি রাসেল ভাইপার সাপের বাচ্চা উদ্ধার করা হয়, পরে রাতে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।
প্রতিটি বন্যপ্রাণী অনেক মানুষের অজান্তেই প্রকৃতির ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে। তাই এই মূল্যবান সম্পদকে বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
আসুন আমরা সকলে সচেতন হই প্রকৃতি রক্ষায় এগিয়ে আসি। কোথাও কোন বন্যপ্রাণী আটক অথবা বন্দি দেখলে তা উদ্ধার করে অবমুক্ত করার চেষ্টা করুন, অথবা আমাদেরকে সংবাদ দেন আমাদের টিম হাজির হয়ে যাবে।
এর আগে গত বছর গড়াই নদীতে জেলেদের জালে তিন দফায় তিনটি রাসেল ভাইপার সাপ ধরা পড়েছিল।
আরও পড়ুন: নওগাঁয় শিক্ষার্থীর হাতে ধরা পড়লো রাসেল ভাইপার!
কুষ্টিয়ায় বিষাক্ত রাসেল ভাইপার সাপ উদ্ধার
১ বছর আগে
কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের গোরস্থান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কালীগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু
নদীতে ডুবে মারা যাওয়া ওই শিশুর নাম ইয়ামিন (৮)। ইয়ামিন বড়ুরিয়া গ্রামের রঞ্জুর ছেলে।
আরও পড়ুন: ভাড়াটিয়াকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ, শিশুর মৃত্যু
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ি থেকে একটু দূরে গড়াই নদীতে শিশু ইয়ামিন ও ইয়ামিনের মামাতো ভাই দুই জনে গোসল করতে গড়াই নদীতে নামে। এর কিছুক্ষণ পর ইয়ামিনের মামাতো ভাই দেখতে পায় ইয়ামিন নদীতে তলিয়ে যাচ্ছে। এ সময় ইয়ামিনের মামাতো ভাই চিৎকার করলে আশে পাশের লোকজন ছুটে এসে ইয়ামিনকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, দুই সপ্তাহে ৩ শিশুর মৃত্যু
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, গড়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইয়ামিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
৩ বছর আগে