জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য
জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী গ্রেপ্তার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোর সাতকানিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়া ২ নম্বর গলির নিজ বাড়ি থেকে সাতকানিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: লালমনিরহাটে ‘গোপন বৈঠকের’ সময় জামায়াত ও হেফাজতের ৯ নেতা গ্রেপ্তার
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, শাহাজান চৌধুরীর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। শনিবার ভোরে তার বাড়ী থেকে আমরা তাকে গ্রেপ্তার করেছি।
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা আটক
তবে কোন মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তা জানেন না চট্টগ্রামের জামায়াত নেতারা।
এর আগে ২০১৯ সালের ৩০ এপ্রিল রাতে চন্দনপুরা দারুল উলুম মাদরাসা থেকে তিনি ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ জঙ্গিবাদকে কখনো আশ্রয়-প্রশ্রয় দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেক জানায়, পবিত্র ঈদুল ফিতরের রাত অতিবাহিত হতে না হতেই অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঈদের এই সময়ে সবাই যখন পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সময় কাটায়, ঠিক এ মুহুর্তে একজন বয়োজ্যেষ্ঠ মজলুম নেতাকে এভাবে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক আচরণ ছাড়া আর কিছুই হতে পারে না।
৩ বছর আগে