কলহ
বিয়ের সাতদিনের মাথায় আত্মহত্যা !
প্রেমের বিয়ের এক সপ্তাহের মাথায় লক্ষ্মীপুর সদর এলাকার এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
মৃত যুবকের নাম শাহাদাত গাজী (২০)। সে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুনঃ রাজধানীতে ভিডিও কলে এসে শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
স্বজন ও প্রতিবেশীরা জানায়, নিহত শাহাদাত মাত্র সাত দিন আগে প্রেমের সম্পর্কে এক মেয়েকে বিয়ে করেন। তবে শাহাদাতের পরিবার এই বিয়ে মেনে নেয়নি।
ধারণা করা হচ্ছে, এবিষয়ে পারিবারিক কলহের জের ধরেই শাহাদাৎ আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে লক্ষ্মীপুর সদর এলাকা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে ঘটনাটি অবহিত করেন। পরবর্তীতে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়। তবে কি কারণে সে আত্মহত্যা করে এবিষয়ে কেউই পরিষ্কার করে জানাতে পারেনি।
আরও পড়ুনঃ স্মার্ট ফোন কিনে না দেয়ায় যুবকের আত্মহত্যা
পুলিশ জানায়, বড় লক্ষ্মীপুর কাজল খাঁর বাড়ির পাশে গাজী বাড়ির রিকশাচালক মফিজ গাজীর ছেলে শাহাদাত গাজী তার ঘরের পাশে একটি ছোট আম গাছে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রশিদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
৩ বছর আগে
নেত্রকোণায় স্ত্রীর কুড়ালের কোপে স্বামী নিহত
শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে স্ত্রীর কুড়ালের কোপে নিহত হয়েছেন স্বামী।
শনিবার সকালে নেত্রকোণার কলমাকান্দার উপজেলার কৈলাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্বামী রুক্কু মিয়া (৩৬) জেলার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের শামসু উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: ফেনীতে মাদ্রাসা ছাত্রী খুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুক্কু মিয়া কয়েক বছর আগে কৈলাটি গ্রামে বাবুল হেলালীর মেয়ে রুবিনা আক্তারকে (২৭) বিয়ে করেন। রুক্কু মিয়া এর আগে আরও দুইটি বিয়ে করেন। আগের বিয়ের তথ্য গোপন করার কারণে তাদের মধ্যে কলহ চলছিল। শুক্রবার ঈদুল ফিতর উপলক্ষে শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে শনিবার সকালে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে মা-মেয়ে ও ঠাকুরগাঁওয়ে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামী রুক্কু মিয়া মোট তিনটি বিয়ে করেন। এ কারণে তাদের কলহ চলছিল। শনিবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে কলহের একপর্যায়ে রুবিনা স্বামী রুক্কু মিয়াকে কুড়াল দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই রুক্কু মিয়া নিহত হন।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
স্বামীকে হত্যার বিষয়টি রুবিনা স্বীকার করেছেন এবং তাকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
৩ বছর আগে