রাজধানীমুখী মানুষের ভিড়
দৌলতদিয়ায় রাজধানীমুখী মানুষের ভিড়
ঈদ শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ রাজধানী মুখী হতে শুরু করেছে। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় বেড়েছে।
সোমবার সকাল থেকে শুরু করে বেলা বাড়ার সাথে সাথে কর্মমুখী মানুষের ভিড় বাড়তে থাকে এই ঘাটে।
আরও পড়ুন: ঈদ শেষে পাটুরিয়াঘাট হয়ে কর্মস্থলে ফিরছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ
কুষ্টিয়া থেকে আসা যাত্রী সুজন সাহা ক্ষোভ প্রকাশ করে জানান, কুষ্টিয়া থেকে কয়েকজন মিলে একটি মাহেন্দ্র গাড়ি রিজার্ভ করে দৌলতদিয়া ঘাটে আসেন। ৫নম্বর ঘাটের কাছে মাহেন্দ্রটি নামিয়ে দেয়। অন্যান্যদের ঘাটে অপেক্ষমান ফেরিতে উঠতে দেখে নেমে পড়েন তারাও। পরে জানতে পারে ওই ঘাট থেকে ফেরি ছাড়বে না। ৩ নম্বর ঘাটে থাকা ফেরি ছাড়ার সিরিয়াল রয়েছে।
ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন অবহেলায় চরম বিরক্তি প্রকাশ করে এই যাত্রী।
আরও পড়ুন: মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে পারের অপেক্ষায় পণ্যবোঝাই ট্রাকের সারি
এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আসা ফেরিতেও যানবাহনের সাথে এখনও ঘরমুখো মানুষজন দক্ষিণাঞ্চলের দিকে যেতে দেখা গেছে। পাটুরিয়া ঘাট থেকে সকাল ৯টার দিকে ছেড়ে আসা রো রো ফেরি বীর শ্রেষ্ঠ মতিউর রহমানে ব্যক্তিগত গাড়ির সাথে বেশকিছু মোটরসাইকেল ও যাত্রী পার হতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো: ফিরোজ শেখ বলেন, ফেরির সিরিয়াল আমাদের বিষয় নয়। এটা নিয়ন্ত্রণ বা সিরিয়াল ঠিক করেন ফেরির মাস্টাররা। যে ফেরিটি প্রথম ঘাটে ভিড়ে অপেক্ষায় থাকে, সিরিয়াল অনুযায়ী সেটিই আগে ছেড়ে যাবে। এরপরও করোনায় লকডাউনের কারণে তো আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছি না। যাত্রীরা যে যেভাবে পারছে সে সেভাবেই ফেরিতে উঠে পড়ছে। এত মানুষকে সামলানো মুশকিল।
৩ বছর আগে