অপহৃত শিশু উদ্ধার
ডাকাতির সময় আজিমপুর থেকে অপহৃত শিশু উদ্ধার
শুক্রবার ঢাকার আজিমপুর এলাকার একটি বাড়িতে ডাকাতির সময় অপহৃত আট মাসের শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
র্যাব সদর দপ্তর সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভোরে শিশুটিকে উদ্ধার করে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
এর আগে, শুক্রবার আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসা থেকে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাতরা। তারা লুটপাটের মালামাল নিয়ে পালানোর সময় শিশুটিকে অপহরণ করে।
আরও পড়ুন: নাটোরে ডাকাতি, অস্ত্রসহ নওগাঁয় গ্রেপ্তার ৪ ডাকাত
পুলিশ জানায়, শুক্রবার ভুক্তভোগী ফারজানা আক্তারের ফ্ল্যাটে সাবলেট হিসেবে বসবাস করতে আসেন এক নারী।
শুক্রবার সকালে, ওই নারীর ভাই পরিচয়ে দুই পুরুষ বাসায় ঢুকে ফারজানাকে বন্দি করে নগদ দেড় লাখ টাকা এবং চার তোলা সোনা লুট করে।
স্টাফ কোয়ার্টারের বাসিন্দা ফারজানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী। তার স্বামী ও সন্তান নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করেন।
আরও পড়ুন: চাঁদপুরে ডাকাতিয়ায় তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৬
১ মাস আগে
সিরাজগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, আটক ২
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুন্দুইল গ্রাম থেকে অপহরণের ৫ দিন পর জোতি খাতুন (১২) নামের এক শিশুকে ঈশ্বরপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই অপরহরণকারীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো- তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামের মৃত নবীর উদ্দীনের ছেলে মোঃ কাফি ফকির (৫০) ও তার ছেলে মোঃ জনি (২২)।
র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ৩ মাসে কুমিল্লায় মাদক বিক্রির অভিযোগে আটক ১০১২
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুন্দুইল গ্রামের জোতি খাতুন নামের এক শিশু কন্যাকে একই উপজেলার ঈশ্বরপুর গ্রামের কাফি ফকিরের ছেলে জনি তার বন্ধুদের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনার পরদিন অপহৃতের বাবা মোঃ জাহাঙ্গীর তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তকারী কর্মকর্তা ও অপহৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে অপহরণেরর ৫দিন পর সোমবার ভোররাতে ঐ উপজেলার ঈশ্বরপুর গ্রামে জনির বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত জোতিকে উদ্ধার করে র্যাব।
এসময় অপহরণকারী জনি ও তার বাবাকে আটক করা হয়। আটককৃতদের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
৩ বছর আগে