সোনামসজিদ
৬ দিন বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর টানা ৬ দিন বন্ধ থাকার পর ফের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে।
আরও পড়ুন: ৬ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করবে সরকার
সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ বলেন, বৃহস্পতিবার জেলা প্রশাসক আব্দুস সামাদের সঙ্গে পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড এবং সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তনিকারক গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমঝোতা হওয়ায় শনিবার থেকে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিক আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করছে।
এর আগে পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে ১৫ সেপ্টেম্বর থেকে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তনিকারক গ্রুপ।
আরও পড়ুন: বেনাপোল বন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ
৩ মাস আগে
সোনামসজিদ সীমান্ত থেকে আওয়ামী লীগ নেতা আটক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মোহাম্মদ ওমর ফারুক নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ আগস্ট) দুপুরে বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।
আরও পড়ুন: ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক এসবিএসি’র সাবেক চেয়ারম্যান
আটক মোহাম্মদ ওমর ফারুক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোদাগাড়ি পৌরসভার জাহানাবাদ এলাকার বাসিন্দা।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমর ফারুক দুপুর আড়াইটায় সোনামসজিদ ১৮৬ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির কাছে আটক হয়।
আটকের পর তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামের সাবেক এমপি এম এ লতিফ আটক
দেশ ছেড়ে পালানোর সময় আটক চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা
৪ মাস আগে
সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে ৭টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে স্বর্ণের বার বহন করার অভিযোগে ভারতগামী হামিদুল হক নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭টি স্বর্ণের বার জব্দ করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার হামিদুল হক (৬১) রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রানীনগর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: সিলেটে পাথরবাহী ট্রাক থেকে ২৪৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকালে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশি শুরু করে। এক পর্যায়ে বিকাল সাড়ে ৫টার দিকে হামিদুল হকের দেহ তল্লাশি করে ৭টি স্বর্ণের বার জব্দ করা হয়।
এতে আরও বলা হয়, এসব বারের মোট ওজন ৭১০ দশমিক ৬৭ গ্রাম এবং বাজার মূল্য ৭৪ লাখ ১০ হাজার ১৫৬ টাকা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে ১০ লাখ টাকার হেরোইন জব্দ, যুবক গ্রেপ্তার
৬ মাস আগে
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।
বন্দরের ৩১ জন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করতে পারবেন।
আরও পড়ুন: ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের পর খুলনায় দাম বেড়েছে ৬০ টাকা
মঙ্গলবার (৫ মার্চ) সকালে সোনামসজিদ স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সোমির ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমির ঘোষ জানান, সোনামসজিদ স্থলবন্দরের ৩১ জন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন।
তিনি আরও জানান, তারা ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। রোজার আগেই পেঁয়াজ আমদানি শুরু হবে।
ভারত সরকার গত ৮ ডিসেম্বর থেকে বাংলাদেশসহ অন্যান্য দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে বর্তমানে ১০৫ থেকে ১১০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: রোজার আগেই ভারত থেকে আসতে পারে পেঁয়াজ-চিনি: বাণিজ্য প্রতিমন্ত্রী
তিন দিনের ব্যবধানে গাইবান্ধায় পেঁয়াজের দাম দ্বিগুণ
৯ মাস আগে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: সোনামসজিদ স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শনিবার ও আগামীকাল রবিবার ২ দিন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন। সোমবার যথারীতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বড়দিন উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে ৬ ও ৭ জানুয়ারি অর্থাৎ শনিবার ও রবিবার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার জন্য কাস্টমস কর্তৃপক্ষকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবহিত করা হয়।’
হারুন অর-রশিদ আরও বলেন, কাস্টমসের যুগ্ম কামিশনার মোহাম্মদ মাহবুব হাসান স্বাক্ষরিত এক চিঠিতে আমাদেরকে জানানো হয়- আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ৬ ও ৭ জানুয়ারি সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন।
সোমবার যথারিতি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম চালু হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: কালীপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ২দিন আমদানি-রপ্তানি বন্ধ
পূজার কারণে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক
১১ মাস আগে
সোনামসজিদ সীমান্তে যুবক আটক, অস্ত্র ও গুলি জব্দ
চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ সীমান্তে অস্ত্রপাচারের অভিযোগে এক যুবককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে আটকের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দর থেকে ৬৮টি স্বর্ণের বার জব্দ, বিমানকর্মী আটক: বিমানবন্দর এপিবিএন
আটক আব্দুল্লাহ প্রান্ত (২১) পাবনা জেলার ফরিদপুর উপজেলার বোনাইনগর গ্রামের মিলন আলির ছেলে।
শুক্রবার (২৬ আগস্ট) সকালে সোনামসজিদ বিওপিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, অস্ত্র পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ি এলাকায় একটি আম বাগানে বিজিবির অভিযান চালায়। এসময় একটি অটোরিকশা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আব্দুল্লাহ প্রান্তকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে পৌনে ৪ কোটি টাকার হেরোইন জব্দ, আটক ২
চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, ভারতীয় নাগরিক আটক
১ বছর আগে
হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু
দীর্ঘ ২ মাস ২০ দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে আবারও দিনাজপুরের হাকিমপুরে হিলি ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
সোমবার (৫ জুন) হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ এবং সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: ১৫ মার্চের পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, সরকারের অনুমতির সঙ্গে সঙ্গে দিনাজপুরের হাকিমপুরে স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
তিনি জানান, দীর্ঘ আড়াই মাস পর আজ সোমবার বিকাল পৌনে ৬ টার দিকে ৪০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজবাহি ২টি ট্রাক হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা ল্যান্ডেপার্টে প্রবেশ করেছে।
তিনি আরও জানান, সোমবার দুপুরে ১৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র হাতে পার হিলির সততা বাণিজ্যালয়, রায়হান ট্রেডার্স, এন আলম ট্রেডার্স, সালাম ট্রেডার্স, সালেহা ট্রেডার্স, বিকে ট্রেডার্স ও বিএস ট্রেডিং নামের আমদানিকারক প্রতিষ্ঠানের ৭ জন আমদানিকারক।
এছাড়া দেশীয় কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চলতি বছরের ১৫ মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করেছিল সরকার।
তিনি আরও জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়ি থেকে ভারতীয় পেঁয়াজ আমদানির জন্য অনুমতিপত্র পেয়েছেন কয়েকজন আমদানিকারন প্রতিষ্ঠান। পাশাপাশি ব্যবসায়ীরা এলসি খুলেছেন৷ এলসির পেঁয়াজ বাজারে পৌঁছালে দাম অর্ধেকে নেমে আসবে।
এছাড়া দুই-একদিনের মধ্যে কয়েকশ’ পেঁয়াজবাহী ট্রাক বন্দরে প্রবেশ করবেন বলে আশা করছেন তারা।
অপরদিকে, সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, দীর্ঘ দুই মাস ২০ দিন পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
সোমবার বিকাল থেকে পেঁয়াজবোঝাই ভারতীয় ট্রাক বন্দর দিয়ে আসতে শুরু করে। সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজ ভর্তি ৫৭ টি ভারতীয় ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে।
তিনি জানান, পেঁয়াজবাহী ৫৭ টি ভারতীয় ট্রাক প্রবেশ শুরু করেছে। এতে মোট ১ হাজার ৯৭ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। আইপি অনুমোদন পাওয়া নথিপত্র পেলেই বন্দরে ট্রাক প্রেবেশের অনুমোদন দেয়া হচ্ছে।
সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, ২ মাস ২০ দিন বন্ধ ছিল পেঁয়াজ আমদানি। তবে আজ সোমবার বিকালের পর থেকে স্থল বন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১৫ মার্চ পেঁয়াজ এসেছিল সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। এরপরই বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: আমদানির অনুমতি না দেওয়ায় ফের পেঁয়াজের দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা
হিলিতে বেড়েছে দেশি পেঁয়াজের দাম
১ বছর আগে
৩ বছর পর সোনামসজিদ ইমিগ্রেশন খুলছে ১২ মার্চ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে প্রায় তিন বছর বন্ধ থাকা ইমিগ্রেশন সেবা আগামী ১২ মার্চ থেকে যাত্রীদের জন্য খুলে দেয়া হবে।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন যে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার ১২ মার্চ বিকাল ৩টায় সোনমসজিদ ইমিগ্রেশনে উপস্থিত থাকবেন এবং উদ্বোধন করবেন।
এর আগে ২ ফেব্রুয়ারি মনোজ কুমার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর অফিস পরিদর্শন করেন এবং এর সভাপতির সঙ্গে দেখা করেন।
করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট
বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন বছর যাত্রী চলাচল বন্ধ থাকলেও আমদানি-রপ্তানির জন্য এই স্থলবন্দর চালু রয়েছে।
আরও পড়ুন: ওমিক্রনের নতুন সংক্রমণরোধে সোনামসজিদ স্থলবন্দরে বাড়তি সতর্কতা
পূজার ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে কার্যক্রম শুরু
১ বছর আগে
পূজার ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে কার্যক্রম শুরু
দুর্গাপুজার ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে আবারও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকআবদুর রশিদ জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও সরকারি সাপ্তাহিক ছুটি মিলে গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৭অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা ৮ দিন এই বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যকার্যক্রম বন্ধ ছিলো। ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে যথারিতিআমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ভারত থেকে পণ্য নিয়ে ট্রাক বন্দরে প্রবেশ করছে।
আরও পড়ুন: ফরিদপুর পূজা মণ্ডপের বরাদ্দকৃত ২০০ বস্তা চাল জব্দ, আটক ১
বিজয়া দশমী: দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল দুর্গাপূজা
কলকাতার কারিগরদের রঙ, ছাঁচে দুর্গাপূজার প্রতিমা
২ বছর আগে
সোনামসজিদ স্থলবন্দরে অগ্নিকাণ্ড, পণ্যবোঝাই ৩টি ট্রাক ক্ষতিগ্রস্ত
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের ভেতরে অগ্নিকাণ্ড ঘটেছে। এসময় পণ্যবোঝাই ভারতীয় দুটি ট্রাকসহ তিনটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের প্রধান কাদেরী কিবরিয়া জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে সোনামসজিদ স্থলবন্দরের ভেতরে আমদানিকৃত ব্লিচিং পাউডার ভর্তি একটি ভারতীয় ট্রাকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে এসে কমপক্ষে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি জানান, আগুনে গম ভর্তি আরও একটি ভারতীয় ট্রাক এবং বাংলাদেশি একটি ট্রাক আংশিক ক্ষতিগ্রস্তহয়েছে।
আরও পড়ুন: ঈদের ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু
তিনি আরও জানান, অতিরিক্ত গরমের কারণে ট্রাকে থাকা ব্লিচিং পাউডারে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।
সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিদর্শক আলিমুজ্জামান জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ব্লিচিং পাউডার বোঝাই ভারতীয় ট্রাকটি পার্ক করার জন্য ঘুরাচ্ছিলো, এসময় আগুন ধরে যায়। পাশে গম বোঝাই আরেকটি ভারতীয় ট্রাক এবং আমাদের একটি ট্রাকে গম লোড করা চলছিলো। এগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, অতিরিক্ত গরমের জন্য ব্লিচিং পাউডারের গাড়িটিতে আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ঈদ: সোনামসজিদ স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
২ বছর আগে