চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে স্বর্ণের বার বহন করার অভিযোগে ভারতগামী হামিদুল হক নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭টি স্বর্ণের বার জব্দ করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার হামিদুল হক (৬১) রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রানীনগর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: সিলেটে পাথরবাহী ট্রাক থেকে ২৪৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকালে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশি শুরু করে। এক পর্যায়ে বিকাল সাড়ে ৫টার দিকে হামিদুল হকের দেহ তল্লাশি করে ৭টি স্বর্ণের বার জব্দ করা হয়।
এতে আরও বলা হয়, এসব বারের মোট ওজন ৭১০ দশমিক ৬৭ গ্রাম এবং বাজার মূল্য ৭৪ লাখ ১০ হাজার ১৫৬ টাকা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে ১০ লাখ টাকার হেরোইন জব্দ, যুবক গ্রেপ্তার