স্বাস্থবিধি
এসাইনমেন্ট জমার সাথে টাকার কোন সম্পর্ক নেই: শিক্ষামন্ত্রী
এসাইনমেন্ট জমা দেয়ার সাথে টাকার কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। অনেক শিক্ষার্থী হয়তো টিউশিন ফি দেয়নি। এখন সেই ফি যদি বেশি হয়ে যায়, কিস্তিসহ অন্য রকম কোন ব্যবস্থা করা যেতে পারে। যাদের সমর্থ আছে তারা অবশ্যই সেই ফি দিয়ে দিবেন।’
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: নবম ও দশম শ্রেণিতে বিভাজন আর থাকছে না: শিক্ষামন্ত্রী
তিনি বলেন, ‘স্বাস্থবিধি মানার জন্য সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরাও শিক্ষা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের প্রচারণার কারণেও আমাদের কাজের বড় সহায়তা হচ্ছে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। সবাইকে চেষ্টা করেই আমাদের এটি করতে হবে। এইভাবে চলা আমাদের অভ্যস্থতার মধ্যে ছিল না। আর এই স্বাস্থ্য সচেতনতা শুধুমাত্র ডেঙ্গু কিংবা কোভিডের জন্যই নয়, ডেঙ্গু তো প্রতিবছরই থাকে। কোভিডের সঙ্গে কতদিন থাকতে হয় সেটারও ঠিক নেই। শুধু কোভিড বা ডেঙ্গুর জন্য নয়, একটি সুস্থ সুন্দর জীবনের জন্য আমাদেরকে শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে পরিস্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থবিধি মেনে চলতে হবে।’
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানায় অনিয়ম দেখলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আজ চাঁদপুর ও হাইমচরের কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এই জেলায় আসেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
৩ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে বিধিনিষেধ বাড়লো, নতুন শনাক্ত ৬৯
চাঁপাইনবাবগঞ্জে করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের জারি করা কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। চলবে ৩০জুন পর্যন্ত।
বুধবার বিকালে জেলা প্রশাসকের দপ্তর থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনঃ রাজশাহীতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন
কঠোর বিধিনিষেধের মধ্যে রয়েছে, স্বাস্থবিধি মেনে সকল দোকানপাট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। বন্ধ থাকবে সাপ্তাহিক হাট। খাবারের দোকান, হোটেল-রেস্তরা সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। তবে সেখানে বসে খাওয়া যাবেনা।
এছাড়া জেলার মধ্যে গণপরিবহনসমূহ স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার অর্ধেক সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করবে। আম পরিবহনের যানবাহন ছাড়া সকল আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এমন ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। মসজিদে নামাজে সর্বোচ্চ ২০জন মুসল্লী অংশ নিতে পারবেন।
আরও পড়ুনঃ সারাদেশে লকডাউনের বিষয়ে যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর
উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমন রোধে গত ৮জুন থেকে জেলা জুড়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল জেলা প্রশাসন।
এদিকে গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আরও ১জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আর এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯৭ জনে। ৭৮৪ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৬৯জন।
এতে সংক্রমনের হার ৮.৮০শতাংশ।
৩ বছর আগে
যাত্রীবাহী লঞ্চ চালুর দাবিতে নৌযান শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ
নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বাস্থবিধি মেনে পুনরায় যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতি প্রদানের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে সর্বস্তরের নৌযান শ্রমিক কর্মচারীরা।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেড়ঘণ্টা ব্যাপী নারায়ণগঞ্জ নদীবন্দরের লঞ্চ টার্মিনালের জেটিতে এই কর্মসূচী পালন করা হয়।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় শাবি শিক্ষার্থী নিহত, বিক্ষোভ
শ্রমিক নেতারা বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে গত ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন শুরু হলে যাত্রীবাহী লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এরপর থেকে সহস্রাধিক নৌযান শ্রমিক কর্মচারী কর্মহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রণোদনা ও খাদ্য সহায়তা দেয়া হলেও নৌযান শ্রমিকদের অধিকাংশের ভাগ্যে তা জোটেনি।
তাদের অভিযোগ, ঈদের আগে সরকার সড়ক ও আকাশ পথে অভ্যন্তরীণ যানবাহন ও বিমান চলাচলের অনুমতি দিলেও নৌ-পথে বৈষম্য সৃষ্টি করে রেখেছে।
অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতি প্রদান কিরতে সরকারের কাছে দাবি করেন তারা।
আরও পড়ুন: রূপগঞ্জে কৃষকের জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
নেতারা বলেন, ঈদের আগে নৌপরিবহন মন্ত্রনালয় ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিলেও এ ব্যাপারে কোন গুরুত্ব দেয়া হচ্ছে না। যে কারণে দেশের সর্বত্র লকডাউন ভঙ্গ হয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে সাবরেজিস্ট্রার অফিস সহকারীর বদলির দাবিতে মানববন্ধন
আগামী ২৩ মে'র মধ্যে শ্রমিকদের দাবি অনুযায়ী যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতি দেয়া না হলে দেশের সকল নৌরুটে সব ধরণের পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারি ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাস্টার সবুজ শিকদার।
তিনি বলেন, ‘যাত্রীবাহী লঞ্চের শ্রমিকরাই বিভিন্ন পণ্যবাহী নৌযানে কর্মরত আছে। লকডাউনের অজুহাতে শ্রমিকদের দাবি মানা না হলে ২৩ মে’র পর দেশের সব নদীর মাঝখানে লঞ্চ নোঙর করে নৌপথ বন্ধ করে দেয়া হবে। কোন পণ্যবাহী নৌযান চলাচল করতে দেয়া হবে না। এতে করে দেশের পরিস্থিতি খারাপ হলে নৌযান শ্রমিকরা কোনোভাবেই এর দায়ভার নেবে না। এর সকল দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।
বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক মাস্টার সবুজ শিকদার, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসানুল করিম চৌধুরি বাবুল ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী শেষে নদী-বন্দর এলাকায় তারা বিক্ষোভ মিছিল করেন। পরে নারায়ণগঞ্জ সদর নৌ-থানার সামনে দ্বিতীয় দফায় বিক্ষোভ সমাবেশ করে কর্মসূচী সমাপ্ত করা হয়।
৩ বছর আগে