চাঁপাইনবাবগঞ্জে করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের জারি করা কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। চলবে ৩০জুন পর্যন্ত।
বুধবার বিকালে জেলা প্রশাসকের দপ্তর থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনঃ রাজশাহীতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন
কঠোর বিধিনিষেধের মধ্যে রয়েছে, স্বাস্থবিধি মেনে সকল দোকানপাট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। বন্ধ থাকবে সাপ্তাহিক হাট। খাবারের দোকান, হোটেল-রেস্তরা সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। তবে সেখানে বসে খাওয়া যাবেনা।
এছাড়া জেলার মধ্যে গণপরিবহনসমূহ স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার অর্ধেক সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করবে। আম পরিবহনের যানবাহন ছাড়া সকল আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এমন ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। মসজিদে নামাজে সর্বোচ্চ ২০জন মুসল্লী অংশ নিতে পারবেন।
আরও পড়ুনঃ সারাদেশে লকডাউনের বিষয়ে যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর
উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমন রোধে গত ৮জুন থেকে জেলা জুড়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল জেলা প্রশাসন।
এদিকে গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আরও ১জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আর এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯৭ জনে। ৭৮৪ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৬৯জন।
এতে সংক্রমনের হার ৮.৮০শতাংশ।