আড়বাধ
মাগুরায় ২১টি আড়বাধ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত
মাগুরায় নদী ও খাল থেকে ২১ টি আড়বাধ জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার মাগুরায় এ ঘটনা ঘটে।
মাগুরা জেলার শালিখা উপজেলার ফটকি নদীর আড়পাড়া অংশে ও কানুদার খালের কৃষ্ণপুর, বাহিরমল্লিকা অংশে এক শ্রেণীর অসাধু ব্যক্তি দেশীয় ডিমওয়ালা মাছসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ বেশ কিছুদিন ধরে নিধন করে আসছিল বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন: করোনা: মাস্ক পরা নিশ্চিতে রাজধানীতে শিগগির ভ্রাম্যমাণ আদালত
খবর পেয়ে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেন।
আরও পড়ুন: গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
এসময় নদী ও খালের ২১টি অবৈধ আড়বাঁধ উচ্ছেদ ও ধ্বংস করা হয়। প্রচুর পরিমাণ বাধেঁর মালামাল বাঁশের বানা, কারেন্ট জাল, চায়না দুয়ারি, কাঁথাজালসহ নিষিদ্ধ বিভিন্ন মাছ ধরার ফাঁদ ও উপকরণ জব্দ করে আদালত।
আরও পড়ুন: গুলশানে ডিএনসিসি’র ভ্রাম্যমাণ আদালত, ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তীতে জব্দ হওয়া নেট ও অবৈধ মালামাল আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
শালিখা উপজেলা নির্বাহী অফিসার বলেন, নদী ও খালের মধ্যে অবৈধ স্থাপনা, আড়বাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রাজীবুল ইসলাম, মৎস্য কর্মকর্তা কৃষিবিদ শারমিন আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মুহম্মদ সেকেন্দার আলী ও মো. মাসুদুর রহমান, সহকারি মৎস্য কর্মকর্তা মীর মো. লিয়াকত আলী, ক্ষেত্র সহকারী খন্দকার এজাজ আহম্মেদ ও দেবাশীষ বিশ্বাস।
৩ বছর আগে