ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরার তালায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরার তালা উপজেলায় রুপালী বেগম (৩৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে তালার জেঠুয়া গ্রামের বাড়ির পাশে একটি আম গাছ থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ। রুপালী জেঠুয়া গ্রামের মনিরুজ্জান সরদারের স্ত্রী।
স্থানীয়রা বলছে, গৃহবধু রুপালী বেগমকে দূর্বৃত্তরা হত্যা করে আম গাছে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলিয়ে দিয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
পুলিশ জানায়, শুক্রবার রাত ৩ টায় ওই গৃহবধুর দেবর পিলাত সরদার আম কুড়াতে গিয়ে রুপালী বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে রাতেই প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে দেখতে পায় লাশ। সকালে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: রুটি বানাতে দেরি, থাপ্পড়ে গৃহবধূর মৃত্যু
স্থানীয়রা জানায়, গৃহবধুর স্বামী মনিরুজ্জামানের সাথে তার সম্পর্ক ভালো। তাদের মধ্যে কখনো কোনও ঝগড়া-বিবাদ হয়না। তবে পরকিয়ার কারণে এমন ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন: ফরিদপুরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
৩ বছর আগে