আওয়ামী লীগের সংঘর্ষে
মাগুরায় খাল দখলে আ’লীগের অভ্যন্তরীণ সংঘর্ষে নারীসহ আহত ৬
মাগুরার মোহম্মদপুরে সরকারি খাল লিজ দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত দুই পক্ষের সংঘর্ষের নারীসহ ছয় জন আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার ফুলবাড়ী গ্রামে এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- সামাদ মোল্লা (৩২), মো. ফজলুর রহমান (৪৫), কাঠ ব্যবসায়ী চুন্নু মোল্যা (৫৫) কে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্যসহ আহত ২
মোহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারকনাথ বিশ্বাস জানান, উপজেলার নহাটা ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের আওয়ামী লীগ নেতা লুলু মোল্লা ও জিল্লু রহমানের গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি সৌধনালার খাল জিল্লু রহমানের গ্রুপ লিজ দেন। পরের দিন লুলু গ্রুপ লিজ দেন তার পছন্দের ব্যক্তিকে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শনিবার সকালে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং উভয় পক্ষের ৬ জন আহত হয়।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায়। ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মোহম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: মাগুরায় ভাগ্নের হাতুড়ির আঘাতে আহত মামার মৃত্যু
সংশ্লিষ্টরা জানান, সরকারি রেকর্ডের বিরুদ্ধে প্রভাবশালীরা মামলা দিয়ে সরকারি খালের অংশ ইজারা দেয় ফুলবাড়ী গ্রামের লোকজন। বাকি অংশটুকু প্রভাবশালীরা দখল করে মাছ চাষ শুরু করেছেন। অন্য অংশ উন্মুক্ত রয়েছে। এর আগে সরকার এই খালের একটি অংশ ইজারা দেয়। সাধারণ জনগণের দাবির মুখে ইজারা বাতিল করা হয়।
৩ বছর আগে