অজগর সাপ
তেতুঁলিয়ায় ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ১৪ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের নন্দগছ এলাকায় স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বন বিভাগ।
পরে সাপটি উপজেলা বন বিভাগের মাধ্যমে দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়। সেখানে সাপটিকে অবমুক্ত করার কথা রয়েছে।
আরও পড়ুন: রাসেলস ভাইপার মনে করে পিটিয়ে মারা হলো অজগর
বন বিভাগের তথ্যমতে, সাপটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট ও ওজন ৯ কেজি ২০০ গ্রাম। চলমান ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে ভারতীয় সীমান্ত দিয়ে সাপটি বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করছে বন বিভাগ।
তেতুঁলিয়া উপজেলা প্রশাসন, তেতুঁলিয়া বন বিভাগ ও বিজিবি এবং স্থানীয়দের সূত্রে জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরে সাদেকুল ইসলাম নামে এক ব্যাক্তির বাড়ি সংলগ্ন বাঁশঝাঁড়ে বাঁশের সঙ্গে প্যাচানো অবস্থায় সাপটিকে ঝুঁলে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বনবিভাগের বিট কর্মকর্তা ও স্থানীয় জনগনের সহায়তায় সাপটি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে সাপটি তেতুঁলিয়া উপজেলা পরিষদ এলাকায় নেওয়া হয়। উদ্ধারকৃত সাপটি বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী উন্মুক্ত স্থানে অবমুক্তের জন্য দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।
সামাজিক বন বিভাগ তেতুঁলিয়ার বিট কর্মকর্তা নুরুল হুদা বলেন, আমরা খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যাই। পরে সাদেকুল নামে এক ব্যাক্তির বাঁশঝাড় থেকে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে নামিয়ে উদ্ধার করে বস্তাবন্দি করা হয়। আমরা সাপটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠিয়েছি। সেখানে সাপটিকে অবমুক্ত করা হবে।
তেতুঁলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী বলেন, স্থানীয়দের মাধ্যেমে অজগর সাপের বিষয়টি জানতে পেরে বন বিভাগের লোকজনকে ঘটনাস্থলে পাঠাই। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, সাপটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। এর আগেও কয়েকবার অজগর সাপ তেতুঁলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়। আমরা ধারণা করছি সাপটি চলমান ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে সীমান্ত দিয়ে সাপটি বাংলাদেশে প্রবেশ করেছে।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট ও ১৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত
লালমনিরহাটে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার
১ মাস আগে
কাপ্তাই জাতীয় উদ্যানে ২টি অজগর সাপ অবমুক্ত
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪১ বিজিবি অফিস এবং শহরের কলেজ গেইট এলাকা থেকে উদ্ধার হওয়া দুটি অজগর সাপকে অবমুক্ত করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় এই সাপগুলোকে উদ্ধার করে কাপ্তাই ফরেস্ট রেঞ্জে নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল ১১টার দিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীণ অরণ্যে এই অজগর সাপগুলো অবমুক্ত করা হয়।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে একটি প্রায় ৮ ফুট এবং অন্যটি প্রায় ৭ফুটের মতো। সোমবার সকালে অজগর সাপগুলো কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তের সময় কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন, ফরেস্টার মো. আবু বক্কর, গিয়াস উদ্দিন, মো. আক্তার হোসেনসহ স্থানীয় স্হানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বিষাক্ত রাসেল ভাইপার সাপ উদ্ধার
শহরে ভয়ংকর রাসেল ভাইপার সাপ, আতঙ্কে চাঁদপুরবাসী
কুষ্টিয়ায় সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যু
২ বছর আগে
সীতাকুণ্ড ইকোপার্কে অজগর সাপের বাচ্চা অবমুক্ত
চট্টগ্রামের চিড়িয়াখানায় কৃত্রিম পদ্ধতিতে জন্ম নেয়া ১১টি অজগর সাপের বাচ্চা সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।
রবিবার দুপুরে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ১১টি অজগর সাপের বাচ্চা ইকোপার্কের গভীর পাহাড়ি অরণ্যে অবমুক্ত করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহাদাৎ হোসেন শুভ, বোটানিক্যাল গার্ডেন ইকোপার্কের রেঞ্জার মো.আলাউদ্দিন, অসিম কান্তি দাশসহ সীতাকুণ্ড ইকোপার্কের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
উল্লেখ্য, চট্টগ্রাম চিড়িয়াখানায় ডিম থেকে জন্ম নিয়েছে ১১টি অজগরের বাচ্চা। স্থানীয়ভাবে তৈরি ইনকিউবেটরে প্রায় ৬৭ দিন ডিমগুলো রাখার পর এসব ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। তিনধাপে মোট ৬৪টি অজগর সাপের বাচ্চা ইকোপার্কে অবমুক্ত করা হয়।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহাদাৎ হোসেন শুভ জানান, ২০১৯ সালের জুনে বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় হাতে তৈরি ইনকিউবেটরে ২৫টি অজগর সাপের বাচ্চা ফুটানো হয়। যা পরবর্তীতে বন্য পরিবেশে অবমুক্ত করা হয়েছিলো। এর ধারাবাহিকতায় ৩১টি ডিম থেকে ২৮টি অজগর সাপের বাচ্চা ফোটে। এবার তৃতীয় ধাপে আরও ১১টি বাচ্চা অবমুক্ত করা হয়।
আরও পড়ুন: বাগেরহাটে সবজি খেত থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
রামপালে জেলেদের জালে কুমির, সুন্দরবনে অবমুক্ত
২ বছর আগে
বরিশালে ৭ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার
বরিশালে পুকুরে মাছ ধরতে গিয়ে বিশাল একটি অজগর সাপ ধরেছে স্থানীয়রা। সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুরে বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সাপটি হস্তান্তর করেন বন বিভাগে।
স্থানীয় জয়ন্ত শীল জানান, শনিবার দুপুরে নতুনহাট এলাকায় একটি পুকুরে মাছ শিকার করছিল তিন যুবক। এ সময় আবুল কালাম নামে এক যুবক মনে করেন বড় একটি মাছ শিকার করেছেন। কিন্তু সেটি পানির উপরে উঠিয়ে দেখেন বিশাল আকারের একটা অজগর সাপ। সাপটি এক নজর দেখার জন্য ভিড় জমান স্থানীয়রা।
বরিশাল সদর উপজেলা বন কর্মকর্তা গাজী মোহাম্মদ আবুল বাশার জানান, দেশীয় প্রজাতির এই অজগর সাধারণত সুন্দরবন এলাকায় থাকে। হয়তো পানিতে ভেসে এখানে এসেছে। খুলনা বন্যপ্রাণী বিভাগকে খবর দেয়া হয়েছে, তারা এসে সাপটি সুন্দরবনে অবমুক্ত করবে । সাপটির দৈর্ঘ্য সাত ফুট। বয়স ৭/৮বছর হবে।
আরও পড়ুন: ভোলায় বিরল প্রজাতির বিষাক্ত রাসেল ভাইপার সাপ
লালমনিরহাটে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার
২ বছর আগে
লালমনিরহাটে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার
লালমনিরহাটের পাটগ্রামে বিশাল আকৃতির প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলায় শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তবর্তী বুড়িরবাড়ী এলাকায় ভুট্টা ক্ষেত থেকে অজগরটি উদ্ধার করা হয়।
পরে প্রাণিসম্পদ ও বন বিভাগ কর্মীদের খবর দিলে তারা গিয়ে সাপটি উদ্ধার করেন। প্রায় ৮ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ৬ কেজি।
আরও পড়ুন : ভালো নেই খুলনার সাপুড়ে সম্প্রদায়
এলাকাবাসী জানায়, রবিবার সকাল ৭ টায় কৃষক লুতু মিয়ার ভুট্টা ক্ষেতের জালে অজগর সাপটি আটকে পড়া অবস্থায় দেখতে পায় লুতু মিয়া। পরে তিনি ওই অজগর সাপটিকে একটি লোহার খাঁচায় আটকে রেখে উপজেলা থানা পুলিশ ও বন বিভাগ কর্মীদের খবর দেন।
আরও পড়ুন: রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৬
পাটগ্রাম প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আখিরুজ্জামান জানান, ‘ধারনা করা হচ্ছে ভারতের সীমান্তবর্তী জঙ্গল থেকে অজগরটি খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ভুট্টা ক্ষেতের জালে আটকে যায়। অজগরটি উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় রাখা হবে।’
আরও পড়ুন: পঞ্চগড়ে পাওয়া গেল বিরল প্রজাতির রেড কোরাল কুকরি সাপ
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার করা অজগর সাপটি পাটগ্রাম উপজেলায় নিয়ে এলে সামাজিক ও বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।’
৩ বছর আগে