ট্রাক-পিকআপ
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ নারী নিহত
হবিগঞ্জে পাথরবোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল সদরের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা সবাই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গোবিন্দপুর গ্রাম থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপ সিলেটের হযরত শাহ জালাল (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়। পিকআপটি ঘটনাস্থলে পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন নারী নিহত হয়। আহত হয় আরও অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান জানান, নিহত নারীদের লাশ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সকালে জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
আরও পড়ুন: কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে ভাইবোন নিহত, আহত ৫
১ বছর আগে
জৈন্তাপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ৩
সিলেটের জৈন্তাপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সর্বশেষ বুধবার রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ চালক রায়হান (২০) মারা গেছেন।
এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে তিনজনে।
নিহত রায়হান জৈন্তাপুর উপজেলার দরবস্ত তেলিজুড়ী গ্রামের আরব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল কাশেম আজাদ।
আরও পড়ুন: জৈন্তাপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
এর আগে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা বালু ভর্তি একটি ট্রাক ও জৈন্তাপুর বাজারে নিয়ে আসা গরুবোঝাই ডিআই পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দু'টি গাড়ি খাদে পড়ে যায়। এতে পিকআপ গাড়িতে থাকা দুইজন গরুর মালিক নিহত হন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের লুৎমাইল হেলিরাই গ্রামের হাবিব উল্লার পুত্র নুরুল ইসলাম (৪৫), একই গ্রামের ইউসুফ আলীর পুত্র শাহেদ আহমদ (৩৫), দরবস্ত তেলিজুড়ী গ্রামের আরব আলীর পুত্র রায়হান আহমদ (২০)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার সারীঘাট ডৌডিক গ্রামের আব্দুল করিমের ছেলে ট্রাকচালক মামুন আহমদ (৩৫) ও লুৎমাইল গ্রামের ওয়ারিস আলীর পুত্র রুহল আমিন (৩৪)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত
১ বছর আগে
জামালপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩
জামালপুরের মেলান্দহে ট্রাক ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার দেওয়ানগঞ্জ সড়কের বেতমারী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার বিয়ারা পলাশতলা গ্রামের করিম উদ্দিনের ছেলে শাহ আলম (৪৫), একই উপজেলার ফতেপুর গ্রামের হানিফ উদ্দিনের পুত্র ও পিকআপের চালক কাজল (৩২) এবং কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারকেলবাড়ি গ্রামের চঞ্চল বর্মন (২৭)। নিহতরা গ্রামীণ টাওয়ারের শ্রমিক বলে দাবি করেছেন তাদের স্বজনরা।
আরও পড়ুন: সিলেটে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৯০ বছরের বৃদ্ধা নিহত, আহত ২
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, সকাল পৌনে ৭টার দিকে জামালপুর থেকে আসা একটি ট্রাক দুর্ঘটনাস্থলে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহত তিনজনই পিকআপে করে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরে আসছিলেন।
লাশগুলোর ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাকের ড্রাইভার পালিয়ে যায় এবং পুলিশ ট্রাকটি আটক করেছে বলে জানান ওসি।
আরও পড়ুন: হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫
১ বছর আগে
সিরাজগঞ্জে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে চালক নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক-পিকআপের সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। বুধবার উপজেলার ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সলঙ্গা থানার ভুঁইয়াগাতি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালক আবুল হাসেম (৩২) উপজেলার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
আরও পড়ুন: টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে ২ চালক নিহত
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার ভুঁইয়াগাঁতি বাজার এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক আবুল হাসেমের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধারসহ দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপভ্যান জব্দ করে থানায় নিয়ে আসে। তবে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: নেত্রকোণায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ২৫
মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ১৫
২ বছর আগে
চট্টগ্রামে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ২
চট্টগ্রাম, ২৩ মে (ইউএনবি)- চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ট্রাকের পেছনে চলন্ত পিকআপ ভ্যান ধাক্কা দেয়ায় দু’জন নিহত হয়েছেন।
রবিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিকআপ ভ্যানচালক মো. তৌহিদ (৩০) ও চালকের সহকারী রুবেল (২৫)। দু’জনেরই বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
আরও পড়ুন: বাঘাইছড়িতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ২
মীরসরাই ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, সকালে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাককে পানবোঝাই একটি চলন্ত পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক ও চালকের সহকারী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
রও পড়ুন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্যসহ আহত ২
৩ বছর আগে