অস্ত্রসহ আটক
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৬
বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় জনকে আটক করেছে র্যাwব।
মোহাম্মদপুর বেড়িবাধ রোডের তিনরাস্তার মোড় এলাকা থেকে শনিবার রাত ১টার দিকে তাদের আটক করা হয়।
তারা হলেন- বরিশাল জেলার মৃত রতন সরদার ছেলে মো. টিটু সরদার (৩৬), একই জেলার মো. মিলন হোসেন চৌকিদার (২৬), মুন্সিগঞ্জ জেলার মোঃ দবির শেখের ছেলে মো. সোহেল শেখ (২৬), ভোলা জেলার মো. সিরাজ মাঝির ছেলে মো. আনোয়ার হোসেন (২৭), একই জেলার মৃত মৃত নুরুল হকের ছেলে মো. সুমন (২৫) ও শরিয়তপুর জেলার মো. আবুল হোসেনের ছেলে মো. নুর হোসেন (২৫)।
রবিবার দুপুরে র্যাব-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর বেড়ীবাধের তিনরাস্তার মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয় ওই ছয় জনকে একটি চাপাতি, ছুরি, লোহার রড, তিনটি লাঠিসহ গ্রেপ্তার করে।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং একসাথে সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বর্তমানে ঈদুল ফিতর উপলক্ষে বেশির ভাগ মানুষ গ্রামের বাড়িতে অবস্থানের ফলে বেশির ভাগ ফ্ল্যাট-বাড়ি ফাঁকা এবং অন্যান্য সময়ের তুলনায় কম জনসমাগমপূর্ণ রয়েছে। মূলত এই সুযোগ কাজে লাগিয়ে রাতের বেলায় তারা একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে প্রবেশ করে ডাকাতি করে থাকে।
তারা আরও জানায়, যে সকল ফাঁকা ফ্ল্যাট-বাড়িতে তারা ডাকাতি করবে তা তারা দিনের বেলায় এক বা একাধিক দলে বিভক্ত হয়ে রেকি করে থাকে। এছাড়াও, সাধারণত দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে বলে স্বীকার করে।
আটকদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
৩ বছর আগে