ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)
চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের ষষ্ঠ তলা থেকে লাফ দিয়ে জিয়াউর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
নিহত কাজী ফিরোজ (২০১৯-২০) শিক্ষাবর্ষের চীনা ভাষার শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ২০৩ নম্বর কক্ষে থাকতেন।
ফিরোজের রুমমেট বিন ইয়ামিন বলেন, ‘ফিরোজ কিছুদিন ধরে হতাশ ছিল। আমরা সবসময় তাকে উৎসাহিত করার চেষ্টা করেছি। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সে কক্ষে এসে নামাজ পড়ে এবং জিজ্ঞেস করে, আমাদের কাছে টাকা পাওনা আছে কি না।’
আরও পড়ুন: রাঙামাটিতে অপহরণের ৭ ঘণ্টা পর ঢাবি শিক্ষার্থী উদ্ধার
তিনি বলেন, ‘যখন সে ঘর থেকে বের হচ্ছিল, তখন তাকে বেশ বিষণ্ণ মনে হচ্ছিল। আমি তার ফিরে আসার পরে তার সঙ্গে কথা বলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। কিন্তু পাঁচ মিনিট পর শুনলাম বিজয় একাত্তর হল থেকে কেউ আত্মহত্যা করেছে।’
ইয়ামিন বলেন, আমরা তৎক্ষণাৎ সেখানে ছুটে যাই এবং দেখি ওই শিক্ষার্থী ফিরোজ।
ফিরোজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে পরে তার টেবিল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
চিরকুটটিতে লেখা ছিল, 'মানুষ মর্যাদার জন্য বাঁচে। মর্যাদা না থাকলে জীবন অর্থহীন... মা, আমি দুঃখিত যে আমি আমার কথা রাখতে পারিনি।
ঢাবি প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, 'ঘটনাটি হৃদয় বিদারক।’
হল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সাজেক থেকে ঢাবি শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ
১ বছর আগে
ঢাবির ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৯ দশমিক ৬৯ শতাংশ।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান দুপুর ১টায় আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুম থেকে ফল প্রকাশ করেন।
শিক্ষার্থীরা admission.eis.du.ac.bd এই ওয়েব ঠিকানায় তাদের ফল দেখতে পারবেন অথবা ক্ষুদে বার্তার পরিষেবা (এসএমএস) ব্যবহার করেও দেখতে পারবেন।
আরও পড়ুন: ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
এসএমএস-এর মাধ্যমে ফল দেখতে ইংরেজিতে ‘ডিইউ’ লিখে একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর দিতে হবে এবং তা ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে।
মোট ১১ হাজার ১৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছেন এবং মাত্র ২ হাজার ৯৩৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, কলা বিভাগ থেকে শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৪৪টি এবং ব্যবসায় বিভাগ থেকে শিক্ষার্থীদের জন্য ২৮২টি আসন বরাদ্দ রয়েছে।
সকল যোগ্য শিক্ষার্থীদের অনলাইনে বিষয় পছন্দের ফর্ম পূরণ করতে বলা হয়েছে।
এ বছর এই ইউনিটের অধীনে ২ হাজার ৯৪৩টি আসনের বিপরীতে ১ লাখ ২২ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছিল।
আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ: সিলেট বোর্ডে পরিবর্তন হয়েছে ৫১ শিক্ষার্থীর
১ বছর আগে
কিছু উপাচার্য ও শিক্ষকের কর্মকাণ্ডে সমাজে তাদের প্রতি সম্মান ক্রমশ কমছে: ঢাবি সমাবর্তনে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, কিছু উপাচার্য ও শিক্ষকের কর্মকাণ্ডে সমাজে তাদের প্রতি সম্মান ক্রমশ কমছে।
তিনি বলেন, শিক্ষকদের সম্মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মাঠে ৫৩তম সমাবর্তনে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আবদুল হামিদ এই জমকালো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জিন তিরোলে সমাবর্তন বক্তা হিসেবে যোগ দেন।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি
এসময় রাষ্ট্রপতি বলেন, ‘পত্রিকা খুললে মনে হয়, কিছু উপাচার্যের প্রধান দায়িত্ব হচ্ছে পরিবারের সদস্য ও অনুগতদের চাকরি দেয়া এবং বিভিন্নভাবে প্রশাসনিক ও আর্থিক সুবিধা নেয়া।’
গুটিকয়েক অসাধু লোকের কর্মকাণ্ডের কারণে সমগ্র শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না উল্লেখ করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখভালের ওপর জোর দেন তিনি।
আবদুল হামিদ বলেন যে অনেক শিক্ষক বিশ্ববিদ্যালয়ের চাকরিকে ঐচ্ছিক দায়িত্ব মনে করেন, কারণ তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন কোর্স বা ক্লাস নিতে পছন্দ করেন।
রাষ্ট্রপতি বলেন, শিক্ষকরা সমাজে নেতৃত্বদানকারী ও সম্মানিত ব্যক্তি হওয়ায় তারা পেশার প্রতি দায়িত্বশীল হবেন এটাই সবার প্রত্যাশা।
তিনি আরও বলেন, ‘আমরা চাই ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে ও ছাত্র-শিক্ষকদের সহযোগিতায় প্রতিটি বিশ্ববিদ্যালয় গবেষণা ও একাডেমিক শিক্ষার প্রাণকেন্দ্র হয়ে উঠুক।’
রাষ্ট্রপতি বলেন, শিক্ষকসহ যেকোনো নিয়োগে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
সমাবর্তন অনুষ্ঠানে ৫৩তম পুরস্কারপ্রাপ্ত হিসেবে অধ্যাপক জিন তিরোলেকে ডক্টর অব লজ (সম্মানসূচক) ডিগ্রি প্রদান করা হয়। অধ্যাপক জিনের মাইক্রোইকোনমিক্স, গেম থিওরি ও ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থী যারা সমাবর্তনের জন্য নিবন্ধন করেছেন তাদের ও আমন্ত্রিতদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুমতি দেয়া হয়।
সমাবর্তনে মোট ৩০ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী নিবন্ধন করেন, যাদের মধ্যে ২২ হাজার ২৮৭ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং সাত হাজার ৭৯৬ জন অধিভুক্ত কলেজের শিক্ষার্থী।
গবেষণা ও একাডেমিকে শ্রেষ্ঠত্বের জন্য শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মোট ১৫৩টি স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া ৯৭ জন ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি ও ৩৫ জন এমফিল ডিগ্রি অর্জন করেছেন।
অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাবর্তনে যোগ দেন।
আরও পড়ুন: দ. কোরিয়ায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
১ বছর আগে
পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ
বিনা নোটিশে সরকারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর ব্যস্ততম সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। শনিবার সকালে তারা নীলক্ষেত মোড় অবরোধ করে এই প্রতিবাদ জানায়।
সকাল ৯ টার দিকে শতাধিক শিক্ষার্থী রাস্তায় নেমে আসে এবং প্রায় দুই ঘন্টা ধরে বিক্ষোভ দেখায়। রাজধানীর ব্যস্ত এলাকায় শিক্ষার্থীদের এই সড়ক অবরোধে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
আরও পড়ুন: যুবলীগ নেতা অপহৃত: খাগড়াছড়িতে সড়ক অবরোধ
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী ইউএনবিকে বলেন, তাদের পরীক্ষা স্থগিতের বিষয়ে আগে জানানো হয়নি। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পরই তারা বিষয়টি জানতে পেরেছেন।
সকাল ১১টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা ঢাবি ক্যাম্পাসে পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে দেখা করতে যান। পরে তারা নিয়ন্ত্রকের অনুরোধে ইডেন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে যান।
আরও পড়ুন: চাঁদাবাজির প্রতিবাদে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সরকারি বাংলা কলেজের ছাত্রী রাবেয়া বলেন, হঠাৎ করে পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে ব্যস্ত নীলক্ষেত মোড় অবরোধ করেছিলাম।
এর আগে শুক্রবার দেশে করোনার বিস্তার রোধে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সরকার।
২ বছর আগে
এখন সর্বত্র ‘চরম নৈরাজ্য’: মির্জা ফখরুল
দেশে সুশাসনের অভাবে সব মহলে ‘চরম পর্যায়ের নৈরাজ্য’ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে ১৭টি ফাইল গায়েব হয়েছে এবং এ ব্যাপারে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এটি বর্তমান শাসন ব্যবস্থার অবস্থা।’
শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি ড. আনোয়ারুল্লাহ চৌধুরীর ওপর লেখা বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এই বিএনপি নেতা বলেন, ‘শুধু স্বাস্থ্য খাতে নয়, প্রতিটি সেক্টরে এবং সর্বত্র চরম নৈরাজ্য বিরাজ করছে। কারণ তাদের (ক্ষমতাসীন দলের নেতাদের) মূল লক্ষ্য অর্থ উপার্জন করা।’
ফখরুল বলেন, ‘করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে যখন মানুষ মারা যাচ্ছে এবং ভয়ঙ্কর সময় পার করছে, তখন ক্ষমতাসীন দলের লোকজন ও সরকারি কর্মচারীরা পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রুত টাকা আদায়ে ব্যস্ত।
আরও পড়ুন: সরকার পরিবর্তন এখন জনগণের দাবি: মির্জা ফখরুল
এমনকি স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির একজন চালক ৪০০ কোটি টাকার মালিক। দেশে এখন এই পরিস্থিতি তৈরি হয়েছে,’ বলেন তিনি।
বিএনপি নেতা বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একজন ভিসি টাকা কামানোর জন্য এক রাতে ১৬৯ জনকে নিয়োগ দিয়েছেন। আমরা যে বর্তমান সমাজ তৈরি করেছি তার থেকে ভালো কিছু আশা করা খুবই কঠিন।’
তিনি বলেন, ‘সরকার শিক্ষা খাতের উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ দেয় না। কারণ মেগা প্রকল্প গ্রহণ করে দুর্নীতি করাই এর মূল উদ্দেশ্য। তারা মেগা প্রকল্পের জন্য বরাদ্দ করে যেখান থেকে তারা কমিশন পেতে পারে এবং সম্পদ অর্জন করতে পারে।’
জনগণের কল্যাণে কাজ করা এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার দিকে সরকারের কোনো মনোযোগ নেই বলেও অভিযোগ করেন ফখরুল।
তবে তিনি সবাইকে হতাশ না হওয়ার আহ্বান জানান কারণ তিনি বিশ্বাস করেন, একটি ইতিবাচক পরিবর্তন অবশ্যই আসবে।
আরও পড়ুন: নির্বাচনী মাঠ খালি করছে সরকার: ফখরুল
তিনি বলেন, এখন জনসাধারণের মনে একটি বড় প্রশ্ন আসলে কবে পরিবর্তন আসবে এবং কবে আমরা এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব? আমি বলতে চাই, আমাদের এই পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে। কারণ এই দেশের মানুষ কখনো পরাজিত হয়নি,’ বিএনপি নেতার পর্যবেক্ষণ।
তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে ১৯৭১ ও ১৯৯০ সালের মতো আবারও জনগণকে জেগে উঠতে হবে।’
আরও পড়ুন: পরিবেশ তৈরি হলে বিএনপি নির্বাচনে যাবে: ফখরুল
৩ বছর আগে
ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
এক সপ্তাহ আগে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীরা রহস্যজনভাবে মৃত্যু হয়েছে।
মৃত হাফিজুর রহমান (২৪) বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র । ঈদুল ফিতরের দিন ১৪ মে তিনি নিখোঁজ হন।
রবিবার সন্ধ্যায় নিহতের বড় ভাই হাবিবুর রহমান ঢামেক মর্গে লাশ শনাক্ত করেন।
আরও পড়ুন:পরীক্ষার ক্ষণ ঘনিয়ে আসায় ঢাবির হল খোলা নিয়ে শোরগোল বাড়ছে
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর রশিদ জানান, শনিবার রাত সাড়ে ৮ টার দিক খবর পেয়েছি যে শহীদ মিনারের কাছে এক যুবক তার বার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় না পেয়ে পুলিশ মামলা দায়ের করে।
ওসি জানান, তার পরিবার যদি কারও বিরুদ্ধে অভিযোগ করে তবে তদন্ত শুরু করা হবে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক হাফিজুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন:ঢাবির অনার্স, মাস্টার্সের ফাইনাল পরীক্ষা ২৬ ডিসেম্বর শুরু
ঢাবির বিভাগীয় ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকানোর পরামর্শ বিশেষজ্ঞদের
নিহতের পরিবারের সদস্যরা জানান, হাফিজুর ব্রাহ্মণবাড়িয়ার তার গ্রামের বাড়ি থেকে ঈদের দিন ঢাকায় এসেছিলেন।
৩ বছর আগে