ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে মৃত্যু
দেশে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
ঢাকা, ২৫ মে (ইউএনবি)-ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে ঢাকায় একজনের মৃত্যু হয়েছে বলে বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তিন দিন আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার (২৫ মে) বারডেম হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এম দেলোয়ার হোসেন ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে একজন বারডেম হসপিটালে চিকিৎসা নিচ্ছে। তিন দিন আগে একজনের মৃত্যু হয়েছে। আমরা সন্দেহে করছি ব্ল্যাক ফাঙ্গাস রোগে মারা গেছেন। তবে আমরা নিশ্চিত না যে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে মারা গেছে কি না।’
বারডেম হাসপাতাল সূত্র জানায়, করোনায় সুস্থ হওয়ার পরও হাসপাতালটিতে দুজনের ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছ ।
আরও পড়ুন: কালো ছত্রাক সংক্রমণ: কোভিড রোগীদের নতুন আতঙ্ক
এদিকে, ব্ল্যাক ফাঙ্গাস রোধে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘ভারতের নতুন ভ্যারিয়েন্টের পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসও দেশে চলে এসেছে বলে জানা গেছে। করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধের পাশাপাশি এখন ব্ল্যাক ফাঙ্গাসও আমাদেরকে মোকাবিলা করতে হবে।’
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: করোনা: চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের লকডাউন ঘোষণা
জাহিদ মালেক বলেন, ‘এই মুহূর্তে খুব বেশি ভয়ের কারণ নেই। কারণ এখন পর্যন্ত ভাইরাসটি দেশে ছড়িয়ে পড়েনি। আগাম সতর্কতা হিসেবে দেশের বিভিন্ন ওষুধ কোম্পানিকে ব্ল্যাক ফাঙ্গাসেরপ্রতিষেধক ওষুধ উৎপাদন বৃদ্ধি করতে বলা হয়েছে এবং একই সাথে এই রোগের উপযুক্ত চিকিৎসায় করণীয় কি হবে সে ব্যাপারেও সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।’
৩ বছর আগে