আটক ২
কুষ্টিয়ায় স্বর্ণের বার জব্দ, আটক ২
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে নজরুল ইসলাম ও সেলিম রেজা নামে দুই যুবককে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৩৭৩ গ্রাম ওজনের স্বর্ণের বার, ২টি মোটরসাইকেল, ২টি স্মার্ট মোবাইল, সিম কার্ড ও নগদ ১ হাজার ২২০ টাকা জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৪ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ, আটক ২
জব্দ হওয়া মালামালের মূল্যে ১ কোটি ৪২ লাখ ১৯ হাজার ৫২৭ টাকা।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সীমান্তবর্তী চিলমারি ইউনিয়নের সুকারঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: সাতক্ষীরায় ১১টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
আটক দুই যুবক হলেন- উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া এলাকার নজরুল ইসলাম (২০) ও সেলিম রেজা (২২)।
২ মাস আগে
সিলেটে ৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
সিলেটে চিনি চোরাচালানের অভিযোগে মো. আব্দুল হামিদ ও আব্দুল মালিক নামে দুই যুবককে আটক করা হয়েছে।
এ সময় পিকআপসহ ৩ লাখর ৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আরও পড়ুন: সিলেটে ২৬৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
শুক্রবার (১২ জুলাই) মহানগরীর এয়ারপোর্ট থানাধীন খাসদবির এলাকায় আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি দল তাদের আটক করে।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন, দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলী গ্রামের মৃত আব্দুল নুরের ছেলে মো. আব্দুল হামিদ (৩১) এবং বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে আব্দুল মালিক (২৪)।
আরও পড়ুন: কুড়িগ্রামের রৌমারীতে ১৮১ বস্তা ভারতীয় চিনি জব্দ
৪ মাস আগে
মহেশপুরে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ পাচার চেষ্টার অভিযোগে আটক ২
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে ৪০টি স্বর্ণের (প্রায় ৪ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের) বার ভারতে পাচার চেষ্টার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে স্বর্ণসহ তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানবন্দরে প্রবাসী আটক, সোয়া কেজি স্বর্ণ জব্দ
আটকরা হলেন- মো. জসিম উদ্দিন ও আকতার আলীর ছেলে মো. হুমায়ন কবির।
মহেশপুর বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহল দল ছয়ঘরিয়া এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তি মোটরসাইকেল আরোহীর দেহ তল্লাশি করে ৪ কেজি ৬৩৩ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার জব্দ করে।
জব্দ করা স্বর্ণের বাজারমুল্য প্রায় ৪ কোটি ৪৮ লাখ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত সোনার বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
আরও পড়ুন: জয়পুরহাটে ২ কোটি ৩০ লাখ টাকার স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেপ্তার ২
চট্টগ্রামে ৪৫১ গ্রাম স্বর্ণ জব্দ, প্রবাসী আটক
৭ মাস আগে
পত্নীতলায় ৪২ কেজি গাঁজা জব্দ, আটক ২
মাদক কেনা-বেচার অভিযোগে নওগাঁর পত্নীতলা থেকে দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। এসময় তাদের কাছ খেকে ৪২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) ভোরের দিকে উপজেলার ঘোষনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানের সময় আরও দুইজন পালিয়ে গেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গাঁজা ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩
আটকরা হলেন- ঘোষনগর এলাকার মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম।
পলাতকরা হলেন- মোহাম্মদ আলীর দুই ছেলে বকুল হোসেন ও আবু সাঈদ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঘোষনগর নিজ নিজ বসত বাড়িতে মজুদ করে রাখতেন।
এরপর সুযোগ বুঝে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন এবং মাদক বিক্রিতে বিশেষভাবে সহযোগিতা করতেন বকুল ও সাঈদ। এভাবে তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
ঘোষনগর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগমকে আটক করে। এরপর তাদের দুইজনের বসত বাড়ি তল্লাশি করে ৪২ কেজি গাঁজা জব্দ করা হয়।
এসময় বকুল হোসেন ও আবু সাঈদ কৌশলে পালিয়ে যায়। আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু
৭ মাস আগে
সরাইলে ছুরিকাঘাতে মোটরসাইকেল মেকানিকের মৃত্যুর অভিযোগে আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে লাল খা নামে এক মোটরসাইকেল মেকানিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া কুমারপাড়াসংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ধানমন্ডি ৩২ নম্বরে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনায় আটক ২
নিহত লাল খা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের আবুল কালামের ছেলে এবং তিনি মোটরসাইকেল মেকানিক।
আটক দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নরসিংসার গ্রামের মৃত নূর মিয়ার ছেলে জসিম উদ্দিন ও জেলার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে মো. আল আমিন।
আল আমিন নামে অটোরিকশাচালকের সঙ্গে লাল খাঁর টাকা লেনদেন ছিল। এনিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ছিল। এরই জেরে জসিমকে সঙ্গে নিয়ে আল আমিন ছুরি দিয়ে লাল খাকে ছুরিকাঘাত করে। এরপর দুজনকে আটক করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডের কাজে ব্যবহৃত ছুরিটি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, জসিম ও আল আমিন নামে দুইজনকেই আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের পাঠানো হয়েছে।
আরও পড়ুন: যশোরে গাঁজাসহ আটক ২ : র্যাব
চট্টগ্রামে হ্যাং আউটে পুলিশের অভিযান, মালিকপুত্রসহ আটক ২
৭ মাস আগে
যশোরে ৩২ স্বর্ণের বার জব্দ, আটক ২
যশোর শহরের নিউমার্কেট খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় স্বর্ণ পাচারের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৩২টি স্বর্ণের বারসহ একটি গাড়ি জব্দ করা হয়েছে বলে দাবি করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১৮ মার্চ) দুপুর ৩টার দিকে শহরের বেলতলা ঘোষ ডেয়ারীর সামনে থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: পেট্রাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বার জব্দ, ৩ বাংলাদেশিকে আটক
জব্দ করা সোনার ওজন প্রায় ৩ কেজি ৩৫৬ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটক দুইজন হলেন- যশোরের বেনাপোলের পুটখালী গ্রামের ইমানুর রহমানের ছেলে শহিদুল ইসলাম ও যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের আলাউদ্দিনের ছেলে সুমন হোসেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জুয়েল ইমরান জানান, প্রাইভেটকারযোগে ঢাকা থেকে বেনাপোলের দিকে শহিদুল ও সুমন যাচ্ছিলেন। এসময় প্রাইভেটকারটি আটক করে তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে ডিবি পুলিশ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
চুয়াডাঙ্গায় ১১টি স্বর্ণের বার জব্দ, নারী আটক
৮ মাস আগে
গাজীপুরে দেড় কোটি টাকার হেরোইন জব্দ, আটক ২
গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকা থেকে ১ কেজি ৪৫৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে আটক করেছে পুলিশ।
এছাড়া মাদক পরিবহন ও পাচারে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে হেরোইন জব্দ, গ্রেপ্তার ১
রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (অপরাধ, উত্তর) খাইরুল আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের বালুগ্রাম (তেকোনা) গ্রামের আল আমিনের ছেলে ফাহাদ হোসেন (২৭) ও একই জেলার বালুগ্রাম (মানপুর) গ্রামের সেমাজুল ইসলামের ছেলে সাফাত হোসেন (২০)।
পুলিশ জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গেইটের সামনে পাকা রাস্তায় একটি ট্রাকে তল্লাশি করে ১৪টি পলিথিন প্যাকেট থেকে ১ কেজি ৪৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, চাপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে গাজীপুরের এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: রাজশাহীতে ৫ কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেপ্তার ২
রাজশাহীতে ১০ কেজি হেরোইন জব্দ, গ্রেপ্তার ২
৮ মাস আগে
চমেকে চুরি যাওয়া নবজাতক ফেনী থেকে উদ্ধার, আটক ২
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চুরি যাওয়া পাঁচদিন বয়সী নবজাতককে ফেনী থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) ভোরে ফেনীর পশুরাম থানায় অভিযান চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানা পুলিশ।
আরও পড়ুন: কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার
এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে চমেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) থেকে নবজাতকটি চুরি হয়।
জানা গেছে, নগরীর বেসরকারি রয়েল হাসপাতালে জন্ম নেওয়া শিশুটি চমেকের এনআইসিইউ’র ৩১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিল।
তার মায়ের নাম আসমা বেগম এবং বাবার নাম আবু মো. নোমান। তারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর সিকদার পাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: চমেক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ফেনী থেকে উদ্ধার, ২ নারী আটক
দুপুর ২টার পর ওয়ার্ডে গিয়ে শিশু চুরির বিষয়টি বুঝতে পারেন তারা। তাৎক্ষণিক হাসপাতালের চিকিৎসক ও নার্সকে জানানো হলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান বলেন, রাতে অভিযান শুরু করে ভোরে শিশুটিকে ফেনী থেকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, নাসিমা ও পারুল নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের শিশুও এনআইসিইউতে ভর্তি ছিল।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বন্যার পানি থেকে ৩০০ জনকে উদ্ধার
১১ মাস আগে
লালমনিরহাটে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার, আটক ২
লালমনিরহাটে ইউনিয়ন পরিষদের ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করায় দুইজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে লালমনিরহাট সরকারি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালীন তাদের আটক করা হয়। আটক হওয়া দুইজন হলেন, মেহেদী হাসান ও ধমকান্ত রায়।
আরও পড়ুন: লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লালমনিরহাট সরকারি কলেজ কেন্দ্রে ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর মেহেদী হাসান ও ধমকান্ত রায় নামের দুইজন পরীক্ষার্থীর কানে ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া যায়। পরে তাদের পুলিশে সোপর্দ করেন নিয়োগ কমিটির সদস্যরা।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, আটক দুই পরীক্ষার্থীর কানে ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া যায়। পরে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: লালমনিরহাটের কালীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
লালমনিরহাটে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত
১১ মাস আগে
যশোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেওয়ার সময় আটক ২
যশোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগের সময় দুই যুবককে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বোতলভর্তি পেট্রোল, খালি বোতল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে যশোর সদর রাজারহাটে ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: হরতালে চট্টগ্রামে ৩ বাসে আগুন
আটকৃতরা হলেন- যশোর সদর উপজেলার হামিদপুর উত্তরপাড়ার জসিম মোল্লার ছেলে মাসুম বিল্লাহ (১৮) ও একই এলাকার ইনছান আলি মোল্লার ছেলে রাজু আহম্মেদ(২৬)।
এদিকে রবিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ঘটনার পরপরই ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে।
প্রেস বিফ্রিংএ মেজর সাকিব আরও জানান, মণিরামপুর সড়কে দুষ্কৃতিকারীরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন খবরে তারা যশোর-মণিরামপুর সড়কে একাধিক স্পটে অভিযান চালান।
তাদের মধ্যে একটি টিম যশোর সদর উপজেলার রাজারহাট মোড়ে গাজী হোটেলের পাশেই ছিল। আর এই হোটেলের পাশেই একটি পণ্যবাহী ট্রাক পার্কিং করা ছিল।
হঠাৎ করে তিনটি মোটরসাইকেলে ৬ থেকে ৭ জন যুবক এসে অগ্নিসংযোগের উদ্দেশ্যে পণ্যবাহী ট্রাকে পেট্রল ঢালতে থাকে। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের মধ্যে দুইজনকে আটক করে। বাকিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
ওই ট্রাকের ড্রাইভার রাজিব খান জানান, তিনি ফরিদপুর থেকে ঢাকা মেট্রো-ট ২০-৯৯২৮ নম্বরের ট্রাকটিতে সূতালি নিয়ে সাতক্ষীরার ভোমরা বর্ডারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাওয়ার পথে গাজী হোটেলের সামনে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে তিনি হোটেলে ভাত খেতে গিয়েছিলেন। এমন সময় এ ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে র্যাব দাবি করে- হরতালকে কেন্দ্র করে সরকারবিরোধী নাশকতা কর্মকাণ্ডের অংশ হিসেবে পূর্বপরিকল্পিতভাবে ট্রাকে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। কেন এ কর্মকাণ্ড ও এর নেপথ্যে কারা রয়েছে সে বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীর মিরপুরে বিআরটিসির বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক ৩
১ বছর আগে