কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে নজরুল ইসলাম ও সেলিম রেজা নামে দুই যুবককে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৩৭৩ গ্রাম ওজনের স্বর্ণের বার, ২টি মোটরসাইকেল, ২টি স্মার্ট মোবাইল, সিম কার্ড ও নগদ ১ হাজার ২২০ টাকা জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৪ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ, আটক ২
জব্দ হওয়া মালামালের মূল্যে ১ কোটি ৪২ লাখ ১৯ হাজার ৫২৭ টাকা।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সীমান্তবর্তী চিলমারি ইউনিয়নের সুকারঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: সাতক্ষীরায় ১১টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
আটক দুই যুবক হলেন- উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া এলাকার নজরুল ইসলাম (২০) ও সেলিম রেজা (২২)।