১২ ক্রু
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ ক্রু উদ্ধার
ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরের হাতিয়ার কাছে পাথর বোঝাই এম ভি সানভ্যালি নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১২ ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার।
চট্টগ্রামের পতেঙ্গাস্থ নৌবাহিনীর এক সূত্রে জানা গেছে, বুধবার বিকালে হাতিয়া দ্বীপের কাছাকাছি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টার দিকে জাহাজটি ডুবে যায়।
আরও পড়ুন: ভোলায় ইয়াসের প্রভাবে চরাঞ্চল প্লাবিত, ৫০ হাজার মানুষ পানিবন্দি
উদ্ধারকারী বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার সাইফুল আলম জানায়, আজ বুধবার দুপুর ২টার দিকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের কাছাকাছি ঘূর্ণিঝড় ইয়াসারে প্রভাবে উত্তাল সাগরে ডুবে যায় এম ভি সানভ্যালি নামের একটি পাথরবোঝাই লাইটারেজ জাহাজ। ডুবে যাওয়া জাহাজের ১২ জন নাবিক সাগরে ভাসতে থাকলে খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে অভিযান শুরু করে বিমান বাহিনীর উদ্ধারকারী দুটি হেলিকপ্টার। পতেঙ্গা বিমান বাহিনীর ঘাঁটি থেকে দ্রুত সময়ের মধ্যে সমুদ্রের ঘটনাস্থলে পৌঁছায় হেলিকপ্টার দুটি।
এ সময় সাগরে ডুবে যেতে থাকা ১২ নাবিককে জীবিত এবং অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার।
উদ্ধারকারী নাবিকদের পতেঙ্গা জহুরুল হক বিমান ঘাঁটিতে নিয়ে প্রয়োজনীয় খাবার এবং চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
৩ বছর আগে