অ্যাঞ্জেলিনা জোলি
জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কার পেলেন ড.ইউনূস
জাতিসংঘ ফাউন্ডেশনের এ বছরের ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কারে ভূষিত হলেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। গত ৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেয়া হয়।
একই সম্মানে আরও ভূষিত হয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকনজো ইওয়েইলা।
পৃথিবীর সর্বত্র, সকলের জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনে জাতি সংঘের লক্ষ্যসমূহ ত্বরান্বিত করতে উল্লেখযোগ্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেয়া হয়।
আরও পড়ুন: টোকিও অলিম্পিকে সর্বোচ্চ টিভি দর্শক ছিল ইউনূসের ‘তিন শূন্য’ বক্তৃতায়
নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘উই দ্য পিপল্স’ অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়।
মানুষের মর্যাদা, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য নেতৃত্ব ও উদ্ভাবনের স্বীকৃতি স্বরূপ নোবেল লরিয়েট ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে এই পুরস্কার দেয়া হয়েছে ।
জাতিসংঘের উপমহাসচিব আমিনা জে মোহামেদ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করেন এবং অনুষ্ঠানেই প্রফেসর ইউনূসের একটি সাক্ষাৎকার গ্রহণ করেন। যার মূল বিষয়বস্তু ছিল প্রফেসর ইউনূসের ‘তিন শূন্য’র পৃথিবী’ ও তা সৃষ্টির প্রচারাভিযান।
ইতোপূর্বে যাঁরা ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কার পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটন, জাতিসংঘ মহাসচিব কফি আনান ও বান কিমুন, আর্চবিশপ ডেসমন্ড টু টু এবং শুভেচ্ছাদূত অ্যাঞ্জেলিনা জোলি প্রমূখ।
আরও পড়ুন: 'অলিম্পিক লরেল' পেয়ে আমি অভিভূত: ড. ইউনূস
৩ বছর আগে
ব্র্যাড পিটের বিবাহবিচ্ছেদের আপিল শুনবে না হাইকোর্ট
ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্ট বুধবার ব্র্যাড পিটের একটি আদালতের রায়ের আপিল শুনানি করতে অস্বীকৃতি জানিয়েছে। এর ফলে অ্যাঞ্জেলিনা জোলির সাথে সন্তানদের অভিভাবকত্বের অধিকার লড়াইয়ে অযোগ্য ঘোষণা করেছে।
জুনের আপিল সিদ্ধান্তের পর্যালোচনা প্রত্যাখ্যান করে আদালত জানিয়েছে, মামলার শুনানিকারী বেসরকারী বিচারককে পিটের অ্যাটর্নিদের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক যথেষ্টভাবে প্রকাশ করতে ব্যর্থ হওয়ার জন্য অযোগ্য ঘোষণা করা উচিত।
রাজ্য সুপ্রিম কোর্টের রায় সেই রায়কে চূড়ান্ত করে। এর অর্থ হলো এই দম্পতির পাঁচ নাবালক সন্তান নিয়ে লড়াই শেষের কাছাকাছি।
আরও পড়ুন: পিট ও জোলি এখন থেকে ‘সিঙ্গেল’
জোলির অ্যাটর্নি রবার্ট ওলসন একটি ইমেলে বলেছেন, জোলি তার পরিবারের প্রতি মনোযোগী এবং খুশি যে তার সন্তানদের সুস্থতা অনৈতিক আচরণ দ্বারা পরিচালিত হবে না।
তবে পিটের অ্যাটর্নিরা এ ব্যাপারে কোনা মন্তব্য করে নি।
জোলি ও পিট ১২ বছর ধরে হলিউডের সবচেয়ে জনপ্রিয় দম্পতি ছিলেন। ২০১৪ সালে বিয়ে করেন এই তারকা জুটি এবং দুই বছর না পেরোতেই ২০১৬ সালে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।
আরও পড়ুন: টম হল্যান্ডের ‘স্পাইডারম্যান নো ওয়ে হোম’ নিয়ে সিনেমাপাড়ায় হৈচৈ
জোলি ও পিটের ২০ বছর বয়সী ম্যাডক্স, ১৭ বছর বয়সী প্যাক্স, ১৬ বছর বয়সী জাহারা, ১৫ বছর বয়সী শিলো, ১৩ বছর বয়সী ভিভিয়েন এবং ১৩ বছর বয়সী নক্সসহ ছয় সন্তান রয়েছে।
৩ বছর আগে
সন্তানদের অভিভাবকত্ব নিয়ে আবারও আলোচনায় ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটি
হলিউডের সবচেয়ে আলোচিত জুটি ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিকে সকলে একসময় ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটি হিসেবেই চিনতো। সবেতেই সর্বেসর্বা এই জুটির দীর্ঘ সম্পর্ক ফিকে হয়ে যায় অ্যাঞ্জেলিনা জোলির বিবাহ বিচ্ছেদের আবেদনের মাধ্যমে।
কিন্তু এবার আবারও এই জুটি আলোচনায় এলেন, আদালতের বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করে। জোলি তার সন্তানদের একক অভিভাবকত্ব দাবি করে আদালতের দ্বারস্থ হলেও, আদালতের বিচারক জন উদেরকিক ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটির অপ্রাপ্তবয়স্ক সন্তানদেরকে স্বাক্ষ্য হিসেবে নিতে নারাজ। আর এই নিয়েই অপর এক আদালতে অভিযোগ জানিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি।
আরও পড়ুন: ২০২১ সালের অন্যরকম ৭টি বাংলা থ্রিলার সিনেমা
২০১৬ সালে ফ্রান্স থেকে আমেরিকাতে ফেরার সময় প্রাইভেট জেটে ফেরার সময় এই জুটির মতানৈক্য হয় বলে অভিযোগ জোলির। সেই সাথে ওই ফ্লাইটে থাকা তখন তার ১৫ বছর বয়সী ছেলেকে আঘাত করার অভিযোগও করেছিলেন জোলি। কিন্তু এমন কোনও অভিযোগের সত্যতা পায়নি তদন্তকারী সংস্থাগুলো।
আদালতে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ মামলার অধিকাংশ নথি গোপনীয় রাখায় অধিকাংশ বিষয়ই অজানা রয়ে গেছে।
আরও পড়ুন: স্টুডিওতে নয় মহাকাশে বানানো হবে সিনেমা
তবে ২০১৬ সালে বিবাহ বিচ্ছেদের আবেদনের সময়, ব্র্যাড যৌথ অভিভাবকত্ব আর অ্যাঞ্জেলিনা অধিকাংশ সময়ই তার অধীনে সন্তানদের রাখতে চেয়েছিলেন। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
সাবেক এই জুটির ছয় সন্তানের মধ্যে সকলের বড় ম্যাডক্স এর বয়স ১৯ হওয়ায় প্রাপ্ত বয়স্ক হিসেবে তার সিদ্ধান্ত তার নিজের। কিন্তু ওপর পাঁচ সন্তান, ১৭ বছরের প্যাক্স, ১৬ বছরের জাহারা, ১৪ বছরের শিলন এবং ১২ বছর বয়সের যমজ ভিভেনে ও নক্স, এর ব্যাপারে সিদ্ধান্তে আসতে হবে এই জুটিকে। এক্ষেত্রে সমঝোতা অথবা আদালতের আদেশ, এই দু’টি পথ ই আছে সাবেক ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটির হাতে।
৩ বছর আগে