ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে
ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে বরিশালে বাবা-ছেলের মৃত্যু
বরিশালের হিজলা উপজেলায় ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে বিদ্যৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে হিজলা উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্রীপুর গ্রামের শামসুল হক হাওলাদারের ছেলে মো. কাশেম হাওলাদার (৫৫) ও কাশেম হাওলাদারের ছেলে মুকতার হাওলাদার (৩০)।
এসময় তাদের উদ্ধার করতে গিয়ে কাশেম হাওলাদারের অপর ছেলে মনির হোসেনও গুরুতর আহত হয়।
আরও পড়ুন: পাবনায় থানা চত্বরে বিদ্যুৎস্পৃষ্টে এসআই এর মৃত্যু
মৃতদের স্বজন ও স্থানীয়রা জানান, ছাগল ঘাস খাওয়ানোর জন্য কাশেম হাওলাদার বাড়ির পাশের মাঠে যান। ছাগলটি মাঠ থেকে টিভিসি নামক পাশের এক ইটভাটার কাছাকাছি চলে যায়। ছাগল সেখান থেকে সরাতে গিয়ে হাতের সাথে বিদ্যুতের লাইনের তারের স্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হন। বিষয়টি কাশেমের ছেলে মুকতার হাওলাদার দেখতে পান এবং বাবাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।আর তাদের উদ্ধার করতে গিয়ে মনির হোসেনও গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাশেম ও মুকতারকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে গেছে ৫ শ্রমিক
স্থানীয়দের অভিযোগ, ওই বৈদ্যুতিক তার দিয়ে অবৈধভাবে সংযোগ (সাইড লাইন) এনে বিদ্যুত ব্যবহার করতো ইটভাটার লোকজন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে, তিনি নিজেও যাচ্ছেন। বাবা ও ছেলে কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলেন সে বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
৩ বছর আগে