হরিণ উদ্ধার
জোয়ারে ডুবছে সুন্দরবন: ভেসে আসা ৬টি হরিণ উদ্ধার
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে সুন্দরবন থেকে ভেসে আসা ছয়টি চিত্রল হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। এর মধ্যে দুটি জীবিত এবং ৪টি মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া গ্রাম থেকে স্থানীয় লোকজন জীবিত হরিণ দু’টি উদ্ধার করে। এছাড়া বেলা ১১টার দিকে সুন্দরবনের কচিখালী এবং শরণখোলার বলেশ্বর নদ থেকে দু’টি মৃত হরিণ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার বিকালে সুন্দরবনের দুবলারচর ও শরণখোলার বলেশ্বর নদ থেকে দুটি মৃত হরিণ উদ্ধার করে বন বিভাগ।
এনিয়ে দুই দিনে সুন্দরবন থেকে ভেসে যাওয়া চারটি মৃত এবং দুটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে ২২ কেজি হরিণের মাংসসহ যুবক আটক
এদিকে বৃহস্পতিবার দুপুরেও অস্বাভাবিক জোয়ারের পানিতে আবারও সুন্দরবন ডুবেছে। সুন্দরবনের মধ্যে দুই থেকে আড়াই ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে। পানিতে সুন্দরবনের বিভিন্ন অংশ ডুবে যাওয়ায় বন্য প্রাণী দিকবিদিক ছুটছে বলে বিভিন্ন সূত্র জানায়।
৩ বছর আগে