গবাদি পশু
মাংস নয়, গবাদি পশুর মানোন্নয়নে গরু আমদানি হবে: উপদেষ্টা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘গরুর মাংসের দাম সস্তা করানোর কথা বলে অনেকেই মাংস আমদানির অনুরোধ করে থাকেন। তবে মাংস খাওয়ার জন্য বিদেশ থেকে আমদানি নয়, বরং গবাদি পশুর মানোন্নয়নে গরু আমদানি করা হবে।’
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মিলিত খামারি পরিষদ আয়োজিত প্রান্তিক খামারি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘আমাদের দুধ আছে, কিন্তু ভান্ডার নেই। এবার আমরা ক্যাটেল হাব তৈরির মাধ্যমে দুধের ভান্ডার গড়ে তুলব। সরাসরি খামারিদের থেকে টাটকা দুধ মানুষ যাতে কিনতে পারে, সেই ব্যবস্থা করা হবে।’
শৈলকুপাসহ জেলার খামারিদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকার একটি সুস্থ ও মানবিক পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। সমাজে বৈষম্য থাকবে না—এমন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’
জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা আরও বলেন, ‘বিল, বাওড় প্রকৃত মৎস্যজীবীদের কাছে ইজারা দিতে হবে। অমৎস্যজীবীদের হাতে বাওড়ের ইজারা দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘তিন মন্ত্রণালয় ইজারা ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। আশা করা যায়, দ্রুতই এর সমাধান হবে।’
তিনি কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করে ফরিদা আখতার বলেন, ‘এসব জমিতে ধানসহ অন্যান্য ফসল আবাদ করতে হবে।’
তরিকুল ইসলাম তুরকির সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি গ্যাব্রিয়েল পিনেদাছ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড. আমিনুল হক, এলডিডিপি প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম।
আরও পড়ুন: বেগমপাড়ার সম্পত্তি উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
খামারিদের পক্ষে বক্তৃতা দেন মনীষা সেনানি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা। স্বাগত বক্তৃতা দেন কনক রহমান, সঞ্চালনায় ছিলেন শৈলকূপা সম্মিলিত খামারি পরিষদের মুখপাত্র তানজীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, ব্রির আঞ্চলিক কার্যালয় প্রধান ড. মো. জাকারিয়া ইবনে বাকী, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. মো. মাসুম বিল্লাহ।
৬৪ দিন আগে
গবাদি পশুর মৃত্যুর শোক সইতে না পেরে কৃষকের মৃত্যু
মাগুরায় গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গবাদি পশুর মৃত্যুর শোক সইতে না পেরে ময়েন উদ্দিন মোল্যা নামে কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চর মাধবপুর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।
ময়েন উদ্দিন মোল্যা মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নের চর মাধবপুর গ্রামের মৃত আয়েন উদ্দিন মোল্যার ছেলে।
আরও পড়ুন: হাসপাতালে লিফট দুর্ঘটনা: টেকনিশিয়ানের মৃত্যু
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুরহান আলী জানায়, গবাদিপশুকে মশার কামড় থেকে রক্ষা করতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে রেখেছিলেন ময়েন মোল্যা। সেই কয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুন লাগে। পরে দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ হয়ে একটি গাভী ও চারটি ছাগলের মৃত্যু হয়েছে।
তিনি জানান, এই দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত ময়েন মোল্যা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে দিবাগত রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসক।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
৪১০ দিন আগে
ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে মারা গেছে ১০ টি গবাদি পশু
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে আগুনে পুড়ে মারা গেছে ১০ টি গবাদি পশু।
বৃহস্পতিবার রাতে উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি খিরাপুকুর গ্রামে আগুনে পুড়ে দু’টি পরিবারের ৩ টি গরু, ৭ টি ছাগল মারা যায় এবং বাড়ির আসবাবপত্রসহ মালামালও পুড়ে যায়।
আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ২০ বিঘা জমির পান বরজ
দুই পরিবারের প্রধান আতাউর রহমান ও আবুল কালাম আজাদ জানান, তাদের রান্নাঘরে প্রথমে আগুন লাগে। পরে গোয়াল ঘরে ও শোবার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। গবাদি পশু ও বাড়ির সব পুড়ে গিয়ে তারা এখন নিঃস্ব। ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা।
আরও পড়ুন: গাজীপুর টেক্সটাইল কারখানায় আগুন
চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী জানান, ইউনিয়ন পরিষদ থেকে আমরা সাহায্য করবো।
আরও পড়ুন: আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
বালিয়াডাঙ্গী ইউএনও যোবায়ের হোসেন জানান, ইউপি চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন। আমরা পরিবার দু’টিকে সব ধরনের সহযোগিতা করবো।
১৪১৩ দিন আগে