ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে আগুনে পুড়ে মারা গেছে ১০ টি গবাদি পশু।
বৃহস্পতিবার রাতে উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি খিরাপুকুর গ্রামে আগুনে পুড়ে দু’টি পরিবারের ৩ টি গরু, ৭ টি ছাগল মারা যায় এবং বাড়ির আসবাবপত্রসহ মালামালও পুড়ে যায়।
আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ২০ বিঘা জমির পান বরজ
দুই পরিবারের প্রধান আতাউর রহমান ও আবুল কালাম আজাদ জানান, তাদের রান্নাঘরে প্রথমে আগুন লাগে। পরে গোয়াল ঘরে ও শোবার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। গবাদি পশু ও বাড়ির সব পুড়ে গিয়ে তারা এখন নিঃস্ব। ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা।
আরও পড়ুন: গাজীপুর টেক্সটাইল কারখানায় আগুন
চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী জানান, ইউনিয়ন পরিষদ থেকে আমরা সাহায্য করবো।
আরও পড়ুন: আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
বালিয়াডাঙ্গী ইউএনও যোবায়ের হোসেন জানান, ইউপি চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন। আমরা পরিবার দু’টিকে সব ধরনের সহযোগিতা করবো।