বার্মিজ চাকু
ধুনটে বার্মিজ চাকুসহ স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা গ্রেপ্তার
বগুড়ার ধুনটে বার্মিজ চাকুসহ রিফাত হাসান (২০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সন্দ্বীপে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রিফাত উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামের বেলাল হোসেনের ছেলে ও ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক।
ধুনট উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএস সবুজ জানান, রিফাত বর্তমান কমিটিতে নেই। তবে আগের উপজেলা সেচ্ছাসেবক লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন। সে সময় রিফাতসহ আরও কয়েকজন সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, বার্মিজ চাকুসহ রিফাত হাসান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে ৪ ভোটকেন্দ্রে আগুন, হাতবোমা উদ্ধার
১১ মাস আগে
সিরাজগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার
সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ মো. আব্দুল হান্নান তালুকদার (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২’র সদস্যরা।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত হান্নান ওই গ্রামের মৃত নিজাম উদ্দিন তালুকদারের ছেলে।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পৌণে ৫ টার দিকে আব্দুল হান্নানের পরিত্যক্ত চিপসের কারখানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি পাইপ গান, ১টি চাইনিজ কুড়াল, ১টি বার্মিজ চাকু, ১টি মোবাইল, ২ পিছ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।
আরও পড়ুন : সাভারে র্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করে বিভিন্ন সময় ছিনতাই এবং নিজেকে এলাকার মাস্তান হিসেবে জাহির করতো বলে স্বীকার করে।
এছাড়া তার নামে সিরাজগঞ্জ সদর থানায় ইতিপূর্বে হত্যা চেষ্টা মামলা রয়েছে যার মামলা নং-২৪, তারিখ ১৫/০২/২০১৫ ধারা ১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ দন্ডবিধি।
আরও পড়ুন:অস্ত্রসহ জয়পুরহাটে চরমপন্থী ‘কাদামাটি’ গ্রুপের ২ সদস্য আটক
এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
৩ বছর আগে