নড়াইল
নড়াইলে যারা বাড়ি পুড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব না: মাশরাফি
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর নড়াইলে যারা তার বাড়ি পুড়িয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
দেশব্যাপী ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যে মাশরাফি আওয়ামী লীগের অন্য নেতাদের মতো দেশ না ছেড়ে ঢাকায় থাকার সিদ্ধান্ত নেন।
ঘটনার ৯ দিন পর নীরবতা ভেঙে মাশরাফি প্রকাশ্যে ছাত্র আন্দোলনে সমর্থন না দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান।
তিনি বলেন, ‘দলের বিরুদ্ধে কাজ করতে হলে আমাকে পদত্যাগ করতে হতো।’ মাশরাফি ব্যাখ্যা করে বলেন, ‘আমি যদি তা করতাম তবে সম্ভবত এখন আমার প্রশংসা করা হতো। কিন্তু সে সময় আমাকে ভেবে দেখতে হয়েছিল যে, আমার পদত্যাগের ফলে পরিস্থিতির অবনতি হতে পারে কি না।’
আরও পড়ুন: জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম, হুইপ পদে মাশরাফি
নড়াইলে তার বাসভবনে আগুন শুধু বাড়িই ধ্বংস করেনি, তার ক্রিকেট নিয়ে তার স্মারকের প্রায় সবটুকুই পুড়ে গেছে। এরপরও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি।
তিনি বলেন, ‘নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার চাইব না। হয়তো আমি ভুল করেছি এবং এখন তার পরিণতি ভোগ করছি। এটা বেদনাদায়ক, কিন্তু আমার কোনো রাগ বা বিরক্তি নেই।’
হামলার সময় বাসায় থাকা মাশরাফির বাবা-মা অক্ষত অবস্থায় পালিয়ে যেতে পেরেছিলেন।
ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, 'যা গেছে তা শেষ। অন্তত আমার বাবা-মা নিরাপদে আছেন।’
আরও পড়ুন: মাশরাফি ও জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে আগুন
৪ মাস আগে
নড়াইলে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় সুমন শেখ নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) সকালে সদর উপজেলার নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন শেখ (৩৮) যশোরের বাঘারপাড়ার ইন্দ্রা এলাকার মোহাম্মদ রাশেদ শেখের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, সুমন ভ্যানে করে নড়াইল থেকে বাড়ির উদ্দেশে যাচ্ছিল। এসময় মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন সুমন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠান।
তুলরামপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
৫ মাস আগে
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে হনুমানের মৃত্যু
নড়াইল পৌরসভায় বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হনুমানের (মুখপোড়া হনুমান) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) সকাল ৬টার দিকে দক্ষিণ নড়াইল গ্রামের সৈয়দ আব্দুর রহমানের বাড়ির সামনে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে একটি হনুমান দক্ষিণ নড়াইল গ্রামের সৈয়দ আব্দুর রহমানের বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ খন্দকার বলেন, হনুমানটি যে স্থানে মারা গেছে সেখান থেকে ৫ থেকে ৬টি বাড়ির উত্তর পাশে নড়াইল বন বিভাগের অফিস। আমার বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটি মারা গেছে।
এদিকে নড়াইল বন বিভাগের কর্মী এস কে আব্দুর রশীদ মৃত হনুমানটিকে উদ্ধার করে নড়াইল সদর প্রাণিসম্পদ অফিসে নিয়ে যান।
নড়াইলে অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল বলেন, ‘নড়াইল বন বিভাগের কর্মী এস কে আব্দুর রশীদ আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি খুলনা বন্যপ্রাণী অধিদপ্তরকে জানিয়েছি।’
এদিকে হনুমানটির ময়নাতদন্ত শেষে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা ও ছেলের
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশার চালক নিহত
৫ মাস আগে
যশোর-নড়াইল মহাসড়কে গাছ না কাটার উপর স্থিতাবস্থা
যশোর-নড়াইল মহাসড়কে ছয় লেন প্রকল্পের কারণে সড়কের পাশে থাকা গাছ না কাটার উপরে আপাতত স্থিতি অবস্থা দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (১৯ মে) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটের বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ এবং তাকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল এবং আইনজীবী সেলিম রেজা।
আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানের গাছ না কাটার নির্দেশ হাইকোর্টের
রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি বিপুল বাগমার এবং সড়ক বিভাগের পক্ষে ছিলেন আইনজীবী এসএম জহিরুল ইসলাম।
সম্প্রতি তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি ও জনজীবন অতিষ্ঠ হওয়ার মধ্যেও যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে— বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
বিষয়টি নিয়ে গত ৫ মে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।
আদালতে রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, যশোর-নড়াইল ছয় লেন মহাসড়কের উন্নয়ন প্রকল্প সরকার হাতে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত সড়ক নির্মাণের জন্য কোনো টেন্ডার আহ্বান করা হয়নি। তা সত্ত্বেও মহাসড়কের দুই পাশে শত শত গাছ কেটে ফেলা হচ্ছে।
তিনি আদালতে বলেন, প্রচণ্ড দাবদাহে মানুষের সুরক্ষার প্রয়োজনে গাছগুলো কাটা বন্ধ রাখা উচিত। গাছ সংরক্ষণ করেও ছয় লেনের সড়কের কাজ করা সম্ভব। তাতে জনগণ উপকৃত হবে।
শুনানিতে সরকারের পক্ষে দাবি করা হয়, গাছ কাটা যাবে না এমন কোনো আইন দেশে নেই। গাছ কাটা বন্ধ হলে উন্নয়ন কাজ ব্যাহত হবে।
তার বিপরীতে আইনজীবী মোরসেদ বলেন, মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হয়েছে যে, ২০৩০ সালে দাবদাহের অন্যতম শীর্ষ নগরী হবে ঢাকা। সুতরাং, গাছ সংরক্ষণ করে এখনই ব্যবস্থা না নিলে জনগণের ভোগান্তি দূর করা সম্ভব হবে না। এমনকি সংবিধানের অনুচ্ছেদ ৩২ অনুসারে বেঁচে থাকার অধিকার যা মৌলিক অধিকার তাও বিঘ্নিত হবে।
শুনানি শেষে যশোর-নড়াইল ছয় লেনের মহাসড়ক নির্মাণে বর্তমানে সড়কের পাশে থাকা গাছ কাটার উপরে স্থিতি অবস্থার আদেশ জারি করেন আদালত। একইসঙ্গে আদেশে উল্লেখ করেন, ছয় লেন মহাসড়কের টেন্ডার আহ্বান করার পরে এই স্থিতি অবস্থার আদেশ বাতিল হবে।
রিটকারীরা হলেন- মো. ছারওয়ার আহাদ চৌধুরী, মো. এখলাছ উদ্দিন ভূঁইয়া ও রিপন বাড়ৈ।
রিটের বিবাদীরা হলেন- সচিব কেবিনেট বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণাললেয়র সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ডিরেক্টর জেনারেল, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকা উত্তরা-দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, এলজিইডির প্রধান প্রকৌশলী, প্রধান প্রকৌশলী প্রধান বন সংরক্ষক, সড়ক মহাসড়ক বিভাগ ও বাংলাদেশ পুলিশের আইজিপি।
আরও পড়ুন: ২০৩০ সাল পর্যন্ত গাছ না কাটার আহ্বান বনমন্ত্রীর
সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট
৭ মাস আগে
নড়াইলে গোয়াল ঘরে আগুন: ৪টি গরুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে গোয়াল ঘরে আগুন লেগে চারটি গরুর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গিলাতলা গ্রামের কৃষক মো. আকিজ খানের গোয়াল ঘরে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সাতক্ষীরায় গরুর ক্ষুরারোগে দুশ্চিন্তায় খামারিরা, ১৫ দিনে ১৮ গরুর মৃত্যু
স্থানীয়রা জানান, আকিজ খানের গোয়াল ঘরে শনিবার রাতে আগুন লাগার পর বাড়ির মালিকসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেন।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌছানোর আগেই গোয়াল ঘরে থাকা চারটি গরুসহ গোয়াল ঘর পুড়ে শেষ হয়ে যায়।
লোহাগড়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. সোহাগুজ্জামান জানান, এতে আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, গোয়াল ঘরে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: সিলেটের কানাইঘাটে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে ৩ শতাধিক গরুর মৃত্যু
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত, ৭ গরুর মৃত্যু
৯ মাস আগে
নড়াইলে টয়লেটের ট্যাংকি মিলল নারীর লাশ
নড়াইলের লোহাগড়া উপজেলায় টয়লেটের পেছনের ট্যাংকি থেকে আম্বিয়া (৫৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) সাড়ে ১২টার দিকে উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: নাটোরের সিংড়া থেকে কৃষকের লাশ উদ্ধার
আম্বিয়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হবিবার মোল্যার মেয়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে রজ্জেক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
লোহাগড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রজ্জেক মোল্যার বাড়িতে থাকা টয়েলেটের ট্যাংকিতে ওই নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় সাব্বির মোল্যা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
১১ মাস আগে
আবারও নড়াইল ২ আসনের আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নড়াইল-২ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আরও পড়ুন: আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি
সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস।
খুলনার বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক তা নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টায় তৃতীয় দিনের মতো রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়।
আরও পড়ুন: বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকার সিদ্ধান্ত তামিম নিজেই নিয়েছেন: মাশরাফি
লন্ডনের মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সম্মানসূচক আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি
১ বছর আগে
নড়াইলে নবীকে (সা.) কটূক্তির অভিযোগে আটক ১
নড়াইলের কালিয়ায় নবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তি করার অভিযোগে অনিমেষ বিশ্বাস নামে একজনকে আটক করেছে উপজেলার নড়াগাতী থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। অনিমেষ উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের কালিনগর গ্রামের বিমল বিশ্বাসের ছেলে।
আরও পড়ুন: যশোরে যবিপ্রবি শিক্ষার্থীসহ পাঁচ ভুয়া পরীক্ষার্থী আটক
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালিনগর গ্রামের জালাল শেখের দোকানের সামনে ওই গ্রামের সামাদ কাজীসহ কয়েকজন মুসলমানের সঙ্গে ধর্ম নিয়ে তর্ক হয় অনিমেষের। একপর্যায় ইসলাম ধর্ম ও নবী করিম হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেন।
ঘটনাটি ওইদিন সন্ধ্যার দিকে জানাজানি হলে ধর্মপ্রাণ মুসলমানরা একপর্যায় ক্ষিপ্ত হয়ে উঠেন। তখন অনিমেষ পালিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. দুলু কাজীর নেতৃত্বে স্থানীয় লোকজন তাকে আটক করে নড়াগাতী থানা পুলিশে সোপর্দ করে।
নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, এই ঘটনায় অনিমেষকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কালিয়ার ইউএনও রুনু সাহা বলেন, ঘটনাটি শুনেছি। স্থানীয় ওলামা পরিষদের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সিলেটে বালুর ট্রাক থেকে ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১
গাইবান্ধায় মানুষের মাথার খুলি জব্দ, কবিরাজ আটক
১ বছর আগে
নড়াইলে বাসচাপায় নারীর মৃত্যু
নড়াইল সদরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে নড়াইল-মাইজপাড়া সড়কের আদমপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাধা রানী সাহা (৫০) সদর থানার রলরামপুর গ্রামের মৃত কালি পদ সাহার মেয়ে। তিনি তার বাবার বাড়িতে বসবাস করতেন।
আরও পড়ুন: সিলেটে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু, চালক গ্রেপ্তার
স্থানীয়রা জানায়, সকালে রাধা রানী সাহা আদমপুর বটতলাস্থ উত্তম সাহার দোকান থেকে লবণ কিনে বাড়িতে ফিরছিলেন। এ সময় মাগুরা থেকে নড়াইল অভিমুখী একটি বাস পেছন থেকে ধাক্কা দিয়ে পিষ্ট করে দ্রুত গতিতে চলে যায়। এতে ঘটনাস্থলেই রাধা রানীর মৃত্যু হয়।
নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
মাদারীপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর
১ বছর আগে
নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত-পা বিচ্ছিন্ন
নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের কোপে এক যুবককের হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে। এসময় আহত হয়েছেন আরও পাঁচ জন।
শনিবার সকালে উপজেলার চাচুড়ি বাজারের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: লোহাগড়ায় কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্নের অভিযোগ
গুরুতর আহত শারাফাত শেখ (৩৫) উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত সোলেমান শেখের ছেলে এবং ঈগল পরিবহনের চাচুড়ি বাজারের কাউন্টার ম্যানেজার।
আহতরা হলেন-কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত সোলেমান শেখের ছেলে ফুলমিয়া শেখ (৫০), নুরু মিয়া শেখের ছেলে শামীম শেখ (২৫), নিলু শেখের ছেলে পলাশ শেখ ও অলিয়ার মোল্যার ছেলে লোকমান মোল্যা (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চন্দ্রপুর গ্রামের রবিউল মোল্যা ও আতাউর মৃধা পক্ষের মধ্যে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছিলো।
এরই জেরে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শারাফাত শেখ চাচুড়ি বাজারের বকুলতলায় ঈগল পরিবহনের কাউন্টরের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় রবিউল মোল্যা পক্ষের লোকজন শারাফাতকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এতে তার বাঁ হাতের কব্জি ও পা শরীর থেকে বিছিন্ন হয়ে যায়। এসময় তাকে বাঁচাতে যাওয়া তার ভাই ফুলমিয়া শেখ, ভাতিজা শামীম শেখসহ পাঁচ জনকে কুপিয়ে জখম করে হামলাকারীরা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দু’জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকি আহতদের স্থানীয় হাসপাতালেই ভর্তি করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোছা. সাদিরা খাতুন বলেন, ওই এলাকায় দীর্ঘদিন গ্রাম্য দলাদলি আছে। আমরা নজর রাখছি আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
আরও পড়ুন: তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন
সিলেটে জমি নিয়ে বিরোধ, যুবকের কব্জি বিচ্ছিন্ন
১ বছর আগে