নড়াইলের লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে গোয়াল ঘরে আগুন লেগে চারটি গরুর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গিলাতলা গ্রামের কৃষক মো. আকিজ খানের গোয়াল ঘরে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সাতক্ষীরায় গরুর ক্ষুরারোগে দুশ্চিন্তায় খামারিরা, ১৫ দিনে ১৮ গরুর মৃত্যু
স্থানীয়রা জানান, আকিজ খানের গোয়াল ঘরে শনিবার রাতে আগুন লাগার পর বাড়ির মালিকসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেন।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌছানোর আগেই গোয়াল ঘরে থাকা চারটি গরুসহ গোয়াল ঘর পুড়ে শেষ হয়ে যায়।
লোহাগড়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. সোহাগুজ্জামান জানান, এতে আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, গোয়াল ঘরে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: সিলেটের কানাইঘাটে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে ৩ শতাধিক গরুর মৃত্যু