বিদুৎস্পৃষ্ট
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর ফুলদিয়ার ও চককির্ত্তী ইউনিয়নের দুবলিভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর ফুলদিয়ার এলাকার মৃত সাবুদ্দীনের ছেলে শিমুল (২৫) ও তার চাচি সায়েদ ঘোষের স্ত্রী সামনুর বেগম (৬৫) এবং চককির্ত্তী ইউনিয়নের দুবলিভান্ডার এলাকার আবদুল মজিদের ছেলে আবদুল মালেক (২৬)।
আরও পড়ুন: বিশ্বে করোনায় ৪৪ লাখের বেশি মানুষের মৃত্যু
দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নামো জগন্নাথপুরের পদ্মা নদীর ফুলদিয়ার নদীর ঘাট থেকে নৌকায় করে দাদনচক আসছিলেন শিমুল ও সামনুর বেগম। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর ওপর ঝুলে থাকা পল্লী বিদ্যুতের তারের উচ্চতা কমে যায়।
ওই পথ দিয়ে যাবার সময় সেই তারে আটকিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে প্রায় একই সময়ে উপজেলার চককির্ত্তী ইউনিয়নের দুবলিভান্ডারে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মালেক (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
চককির্ত্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাখ্খের আলম জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের তার নিয়ে কাজ করছিলেন আবদুল মালেক। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
আরও পড়ুন: হেফাজতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মুহিবুল্লাহ
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নৌ দূর্ঘটনার খবর পেয়ে দ্রুতই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়েছে।
৩ বছর আগে
রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
রাঙ্গামাটির লংগদুতে নিজ বাগানের গাছের ডালপালা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎতের তারে স্পৃষ্ট হয়ে আব্দুল খালেক(৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে রাঙ্গামাটির লংগদু উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: রাঙ্গামাটি প্রেসক্লাবের নবগঠিত কমিটির ৯ সদস্যের পদত্যাগ
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার মাইনীমুখ ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় শুক্রবার বিকালে আব্দুল খালেক নিজ বাগানে গাছের ডালপালা পরিষ্কার করছিলেন। এমন সময় বৃদ্ধের বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া পার্শ্ববর্তী ব্যক্তি আব্দুল সাত্তারের কাছ থেকে আব্দুল ওহাব মিয়ার বিদ্যুতের সাইড লাইনের (চোরাই লাইন) তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই বৃদ্ধ। পরে বৃদ্ধকে খুঁজতে গিয়ে নিজ বাগানে নিথর হয়ে পড়ে থাকতে দেখেন স্বজনরা। লংগদু থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় নিহত ১
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত আব্দুল খালেকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাদতন্তের জন্য রাঙ্গামাটি মর্গে প্রেরণ করা হবে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এসময় তিনি এলাকায় যত বৈদ্যুতিক সাইড লাইন নেওয়া হয়েছে সব লাইন আগামী একদিনের মধ্যে বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ বিভাগের লোকজনদের নির্দেশ দেন।
৩ বছর আগে
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র নিহত
নেত্রকোণায় টিনের চালে উঠে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত আকাশ চক্রবর্তী (১৮) জেলার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার সংলগ্ন পাঁচকাহনিয়া এলাকার গোবিন্দ চক্রবর্তীর ছেলে। সে নেত্রকোণাস্থ আবু আব্বাছ ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিল।
এসময় তার মামা গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
নেত্রকোণা পৌর শহরের জয়নগর এলাকায় আজ রবিবার দুপুরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, রবিবার দুপুরে পৌর শহরের জয়নগর এলাকায় মামা-ভাগিনা দু’জনেই তাদের ঘরের টিনের চালে পেয়ারা পাড়তে যায়।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
এসময় টিনের চালে দু’জনই বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় দু’জনকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকাশ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। পরে মামা প্রশান্ত চক্রবর্তীর অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা কয়।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তের পর কলেজ ছাত্র আকাশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩ বছর আগে
মাদারীপুরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু
মাদারীপুর জেলার নতুন শহরের শকুনি লেকেরপাড়ের ‘লবঙ্গ’ রেস্টুরেন্টে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কাওসার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান,সন্ধ্যার সময় লবঙ্গ রেস্টুরেন্ট এর রান্না ঘরে কাওসার ও রানা এবং অন্যান্য কর্মচারীরা কাজ করছিল। এ সময় ফ্লোর বিদ্যুতায়িত হয়ে কাওসার ও রানা বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
আরও পড়ুন: নিজের পাতা ফাঁদেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল বকুলের
তাদের দু,জনকে মারাত্মক আহত অবস্থায় অন্য কর্মচারীরা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তির পর কাওসার মারা যায়। সে ঢাকার নবাবপুর উপজেলার হাওয়াডুবি এলাকার আবুল ফজলের ছেলে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, রেস্টুরেন্টটি বন্ধ রাখা হয়েছে।
৩ বছর আগে
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের নিহত ৩
কিশোরগঞ্জ সদরে বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রসহ একই পরিবারের তিন জন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে কর্শা কড়িয়াইল ইউনিয়নের জালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জালিয়া গ্রামের হারুনুর রশীদ (৪০), তার ছেলে বাবলু (১৪) এবং হারুনুর রশীদের ভাতিজা আবু সাঈদ (১০)।
আরও পড়ুন: ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে বরিশালে বাবা-ছেলের মৃত্যু
কর্শা কড়িয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বদর উদ্দিন জানান, নিজ বাড়ির কাছেই পঞ্চম শ্রেণীর ছাত্র সাঈদ সাইকেল চালিয়ে যাওয়ার সময় পল্লী বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে মাটিতে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তার চিৎকারে বাবলু (১৪) এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং পরে তাদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবলুর বাবা হারুনুর রশীদ। তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নিজের পাতা ফাঁদেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল বকুলের
কর্তব্যরত চিকিৎসক তানভীর আনসারী জানান, হাসপাতালে আনার আগেই ৩ জনের মৃত্যু হয়।
৩ বছর আগে