অপো এফ১৯
দাম কমল অপো এফ১৯ প্রো এবং এ১৬ ফোনের
সাধ্যের মধ্যে মোবাইল প্রেমীদের হাতে স্মার্টফোন তুলে দিতে গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো দুটি স্মার্টফোনের দাম কমিয়েছে।
২৬ হাজার ৯৯০ টাকার স্টাইলিশ এফ১৯ প্রো ফোনটি দুই হাজার টাকা কমে এখন ২৪ হাজার ৯৯০ টাকা এবং ১৫ হাজার ৯৯০ টাকার মিডরেঞ্জ এ১৬ (৪জিবি) এক হাজার টাকা কমে ১৪ হাজার ৯৯০ টাকায় বিক্রি হচ্ছে।
ডাইনামিক বোকেহ এফ১৯ প্রো ফোনটিতে রয়েছে ডুয়াল-ভিউ ভিডিও, এআই কালার পোর্ট্রটে ভিডিও এবং ৩০ ওয়াটের ভুক ফ্ল্যাশ চার্জার। অপোর অন্যান্য ফোনের মতো এর রয়েছে শক্তিশালী কোয়াড ক্যামেরা সেট-আপ। এর ডুয়াল ভিউ ভিডিও এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, এটি দিয়ে একসাথে উভয় পাশের ভিডিও করা যায়। ৩২ মেগাপিক্সেলের পাঞ্চ হোল সেলফি-শুটার দিয়ে দারুণ সব সেলফি তোলা যাবে। ৬.৪৩ ইঞ্চি ডিজাইনের আল্ট্রা স্লিম ফোনটির সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৯০.৮ শতাংশ। মিডিয়া টেক হেলিও পি-৯৫ প্রসেসরের ফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম।
আরও পড়ুন: দেশের বাজারে অপোর নতুন চমক গ্লো ডিজাইনের এ৯৫
হার্ডওয়্যার ও সফটওয়্যার মিলে শক্তিশালী পারফরমেন্সের কারণে ব্যবহারকারী নির্বিঘ্নে যেকোনো গেম খেলতে পারবেন। ৪৩১০ এমএইচ ব্যাটারির ফোনটিতে রয়েছে ৩০ ওয়াট দ্রুত চার্জিং ভুক ফ্ল্যাশ চার্জার। যা দিয়ে মাত্র ৫ মিনিট চার্জে কথা বলা যাবে ৩.৩ ঘণ্টা। ক্রিস্টাল সিলভার কালার এর সীমিত সংস্করণ ছাড়া ফোনটির আরও দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ফ্যান্টাস্টিক পার্পল এবং ফ্লুইড ব্ল্যাক কালারে।
অন্যদিকে, এ১৬ এর সবচেয়ে শক্তিশালী দিকগুলো হচ্ছে এ আই ট্রিপল ক্যামেরা, এজি ফ্রস্টেড ম্যাট টেক্সচার ডিজাইন, ৫০০০ এমএএইচ এর দীর্ঘস্থায়ী ব্যাটারি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ট্রিপল ক্যামেরার সেট আপ। প্রিমিয়াম সুবিধা দিতে স্বল্প বাজেটের ফোনটিতে রাখা হয়েছে ৬.৫২'' আই কেয়ার ডিসপ্লে সহ নানা সুবিধা। এ১৬ ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৩৫ অক্টা-কোর প্রসেসর। এর ৬০ মেগাহার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং মেগাহার্টজ টাচ স্যাম্পলিং রেট ।
ফোনটির আরেকটি আকর্ষণ হচ্ছে এর ৫০০০ এমএএইচ বড় ব্যাটারি। একবার চার্জে সারাদিন ইন্টারনেট ব্রাউজ, গেম খেলা, ছবি তোলা, ভিডিও দেখা, কথা বলা সবই করা যাবে। বারবার ফোনের চার্জ নিয়ে বাড়তি চিন্তা করতে হবে না। বলা হচ্ছে, একবার চার্জ দিয়ে ২১ ঘণ্টা ইউটিউব দেখা সম্ভব। এমনকি সুপার পাওয়ার মোড থাকার কারণে ৫ শতাংশ চার্জ থাকলেও ১.৮৪ ঘণ্টা কথা বলা যাবে।
আরও পড়ুন: সিনেম্যাটিক বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট ক্যামেরার দুর্দান্ত ফোন অপো রেনো ৬
ফটোগ্রাফি করার জন্য ফোনটির রিয়্যার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। বাকি দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল করে। সেলফি প্রিয়দের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সামনে ও পেছনের উভয় ক্যামেরাই স্মার্ট বিউটিফিকেশন ফিচার সমর্থন করে। আছে ম্যাক্রো লেন্সের মতো দারুণ ফিচার যা দিয়ে আরও সূক্ষ্মভাবে ছবি তোলার ক্ষেত্রে নিজের সৃজনশীলতা প্রকাশের সুযোগ রয়েছে।
এছাড়াও সারাদেশে চলছে অপো ও’ফ্যানস ফেস্টিভ্যাল। অপো রেনো৬, এফ১৯ প্রো, এফ১৯, এ৯৫, এ৫৪ ও এ১৬ স্মার্টফোন কিনলে ক্রেতারা লাকি ড্রতে অংশগ্রহণের সুযোগ পাবেন। ভাগ্যবান হলে আকর্ষষীয় পুরস্কারের সাথে থাকছে পরিবারসহ পাঁচতারকা সমমান দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে থাকার সুযোগ। সেখান থেকেই ও’ফ্যান ফেস্টিভ্যালে অংশগ্রহণের সুযোগ থাকছে।
অপো ফেস্ট চলাকালে ভাগ্যবান বিজয়ীরা পাবেন অপো ব্যান্ড স্টাইল, অপো এনকো ডব্লিউ ১১, এনকো এম৩১, ফ্রি ডাটা বান্ডেল অফার ও মেম্বারশিপ কার্ডে ২০শতাংশ পর্যন্ত ছাড়।
২ বছর আগে
অপো এফ১৯: স্লিম ডিজাইনের এক বহুমুখী মিডরেঞ্জার
স্মার্টফোন প্রেমীদের আনন্দের খোরাক জাগিয়ে অবশেষে গত ১৯ মে দেশের বাজারে এলো অপো এফ১৯। অনলাইনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হলো স্লিম ডিজাইনের ফোনটি। নজরকাড়া এই মিডরেঞ্জার মোবাইল ফোনটির দাম পড়বে ২১,৯৯০ টাকা। কিন্তু আকর্ষণীয় ডিভাইসটি এই মূল্যের কতটুকু সুবিচার করতে পারবে- এ নিয়ে কৌতূহলী অপোর ভক্তরা। তাই চলুন, জেনে নিই- অপোর এই নতুন সংস্করণটিতে আপনার জন্য কি কি থাকছে।
অপো এফ১৯ এর মুল ফিচারগুলো
ডিজাইন
সামনে পেছনে গ্লসি প্লাস্টিক কেসিংয়ে মোড়া এবং প্রিজ্ম ব্ল্যাক ও মিডনাইট ব্লু-এর দুটি ভিন্ন ভ্যারিয়েন্টের সেটটি উচ্চতায় ১৬০.৩ মিলিমিটার এবং প্রস্থে ৭৩.৮ মিলিমিটার। ৮ মিলিমিটার পুরুত্ব এবং ১৭৫ গ্রাম ওজনের সেটটি আপনার এক হাতের মুঠোর মাধ্যমে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সেটের ডান পাশে থাকছে পাওয়ার বাটন আর বাম পাশে সাউন্ড রেগুলেটার এবং ডুয়েল সিম কার্ড স্লটের সাথে একটি মাইক্রো এসডি স্লট। উপরের প্রান্তের মাইক্রোফোনটি আপনার কথা বলার সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ ফিল্টার করবে। নীচের প্রান্তে থাকছে একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, প্রাথমিক মাইক্রোফোন, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি নিম্নমুখী স্পিকার।
ডিসপ্লে
অপো এফ১৯ এর ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লেটি মুলত একটি অ্যামোলেড প্যানেল। এটি ফুল এইচডি রেজ্যুলেশান (১০৮০ x ২৪০০ পিক্সেল), ২০ঃ৯ রেশিও এবং প্রায় ৪০৯ পিক্সেল-পার-ইঞ্চি ঘনত্ব বিশিষ্ট। স্ট্যান্ডার্ড ব্রাইটনেস ৪৩০ নীট, যা বাড়াতে পারবেন সর্বোচ্চ ৮০০ নীট পর্যন্ত। যথেষ্ঠ ভালো টাচ রেস্পন্স পাবেন ৬০ হার্জের রিফ্রেশ রেটে। স্ক্রিণ-টু-বডি রেশিও ৮৪.৪%।
অপো এফ১৯ এ আছে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর সেন্সরটি তুলনামূলকভাবে নিচে থাকলেও এটি বেশ ভালোভাবেই কাজ করে।
আরও পড়ুন: অপো এফ১৯ এর এআই ফিচারে বদলে যাবে ছবি তোলার অভিজ্ঞতা
ক্যামেরা
এফ১৯ এর পেছনে আছে ৩টি ক্যামেরা। এফ/১.৭ অ্যাপারচার বিশিষ্ট ৪৮ মেগাপিক্সেল মূল শ্যুটারটি ৭৯-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ ক্ষমতা সম্পন্ন। একটি ২ মেগাপিক্সেল (এফ/২.৪) ম্যাক্রো ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল (এফ/২.৪) ডেপ্থ-ভিশন ক্যামেরা।
৪৮ মেগাপিক্সেলের ওয়াইড লেন্সগুলি যথাযথ আলোতে কালার কন্ট্রাস্ট, ডিটেইল্স, শার্পনেস এবং ডাইনামিক রেঞ্জ নিয়ে আসে।
পেছনের প্রাইম সেন্সর ৩০ এফপিএস-এ সর্বোচ্চ ফুল এইচডি ভিডিও শ্যুট করতে পারবেন।
সামনের এফ/২.৪ অ্যাপারচারের ১৬ মেগাপিক্সেল ক্যামেরায় ব্যবহৃত হয়েচে সনির আইএমএক্স-৪৭১ সেন্সর। ইমেজ রেজ্যুলেশান ৮০০০ x ৬০০০ পিক্সেল। এটি ছবিগুলি বেশী তীক্ষ্ণ বা ওভার এক্সপোজ করতে পারে। তবে কালার ও ডিটেইলিংটা যথেষ্ঠ মানসম্পন্ন।
আরও পড়ুন: রিয়েলমি ৮ প্রো: সেরা স্মার্টফোন ফিচারে ইলুমিনেটিং ইয়েলো
হার্ডওয়্যার ও সফ্টওয়্যার
এফ১৯ এ থাকছে এ্যাড্রিনো-৬১০ এর ৬৫০ মেগাহার্জ গ্রাফিক্স কার্ডের সাথে ১১ ন্যানোমিটার কোয়াল্কম স্ন্যাপড্রাগন-৬৬২ প্রসেসর।
নতুন নতুন ফিচারের এক বিশাল সমাহার নিয়ে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে কালারওএস ১১.১।
১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজের সাথে আছে ৬ জিবি র্যাম। এফ১৯ ইউএফএস ২.১ ডেটা স্থানান্তর প্রযুক্তি দ্বারা সমর্থিত।
ব্যাটারি
এফ১৯ এর একমাত্র পাওয়ার উৎস হিসাবে আছে লিথিয়াম-আয়নের ৫০০০ এমএএইচ ব্যাটারি। গড়ে এটি এক দিনের ব্যাটারি কভারেজ সরবরাহ করে। তবে, ধারাবাহিকভাবে গেমস, ভিডিও ও উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যাপ চালানোর সময় ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়ে। বিধায় ১০-১২ ঘন্টা ব্যাক-আপ দিতে পারবে।
ফোনটির সাথে থাকছে একটি ৩৩ ওয়াটের ভিওওসি ফ্ল্যাশ চার্জার ৪.০, যার মাধ্যমে ফোনটিকে পুরোপুরি চার্জ করতে সর্বোচ্চ ১ ঘন্টা লাগে।
শেষ কথা
যেহেতু অপো এফ১৯ উল্লেখযোগ্য অগ্রগতি উপেক্ষা করে পূর্ববর্তী এফ১৭ এর প্রসেসর, ডিসপ্লে এবং ক্যামেরা অপরিবর্তিত রেখেছে, সেহেতু এক্ষেত্রে সঠিক মূল্যমান বিচার হচ্ছে না। কিন্তু নিয়মিত ব্যবহারের জন্য আপনি যদি যথেষ্ঠ ব্যাটারি ক্ষমতা এবং দুর্দান্ত ক্যামেরা সম্পন্ন মিডরেঞ্জের একটি স্মার্টফোন খুঁজে থাকেন, তবে অপো এফ১৯ অনায়াসেই আপনার মন জয় করে নিতে পারবে।
৩ বছর আগে