এলএসডি
সাতক্ষীরায় এলএসডি জব্দ, যুবক গ্রেপ্তার
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে তিন কোটি ৬০ লাখ টাকা মূল্যের তিন বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মাদক জব্দসহ আতাউর রহমান ওরফে রানা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার কেড়াগাছি সীমান্তের বালিয়াডাঙ্গা বাজারের তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে হেরোইন ও এলএসডি জব্দ, সাবেক ইউপি সদস্য আটক
গ্রেপ্তার আতারউর রহমান ওরফে রানা (২২) সাতক্ষীরা সদর উপজেলার সাতানী ঘোষ পাড়া গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ভারত থেকে এলএসডির একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়।
এ সময় সীমান্তের বালিয়াডাঙ্গা বাজারের তিন রাস্তার মোড় থেকে ১০০ মিলি গ্রামের তিন বোতল এলএসডি মাদকসহ আতাউর রহামানকে গ্রেপ্তার করা হয়।
জব্দ এলএসডির বাজার মূল্য তিন কোটি ৬০ লাখ টাকা।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আতাউর রহমানের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদক দ্রব্য আইনে মামামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, দুবাইফেরত যুবক আটক
এলএসডিসহ গ্রেপ্তার তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ৫ দিনের রিমান্ডে
১ বছর আগে
সাতক্ষীরা সীমান্তে হেরোইন ও এলএসডি জব্দ, সাবেক ইউপি সদস্য আটক
সাতক্ষীরার কলারোয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি) অভিযানে চালিয়ে এক কেজি হেরোইন ও চার বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) জব্দ করেছে। এসময় এক সাবেক ইউপি সদস্যকে আটকের দাবি করেছে বিজিবি।
সোমবার (৫ জুন) দিবাগত রাতে উপজেলার মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় বিএনপি-যুবদলের ২১ নেতাকর্মী গ্রেপ্তার
আটক মো. হাসানুজ্জামান (৪০) কলারোয়া উপজেলার সোনা বাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের কিসমত আলীর ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত দিয়ে এলএসডির একটি বড় চালান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এরপর বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়।
এসময় মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে চার বোতল এলএসডি মাদক ও এক কেজি হেরোইনসহ হাসানুজ্জামানকে আটক করে তারা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, দুবাইফেরত যুবক আটক
নাটোরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ২ কলেজছাত্র আটক
১ বছর আগে
এলএসডিসহ গ্রেপ্তার তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ৫ দিনের রিমান্ডে
রাজধানীর একটি বাসা থেকে এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদকদ্রব্য জব্দের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে ৫ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার ধানমন্ডি থানার মাদক আইনের মামলায় ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহ ভার্চুয়াল শুনানির মাধ্যমে ওই তিন ছাত্রকে ৫ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আরও পড়ুন: আশুলিয়ায় চলন্ত বাসে ‘সংঘবদ্ধ ধর্ষণ’: একজনের স্বীকারোক্তি, ৫ জন রিমান্ডে
অপরদিকে, আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আদালতে জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: আলোচিত বক্তা আমির হামজা ৫ দিনের রিমান্ডে
এর আগে, গত ২৭ মে তিন আসামিকে গেপ্তারের পর মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. সালাউদ্দিন কাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন।
ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
মামলার রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যায়ের বিবিএর ছাত্র সাদমান সাকিব রূপল, আসহাব ওয়াদুদ তুর্য এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিন আশরাফ।
আরও পড়ুন: বাবুনগরীর প্রেস সচিব ইনামুল ৪ দিনের রিমান্ডে
বুধবার দিবাগত রাতে এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের রাজধানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় তিনজনের কাছ থেকে ২০০টি এলএসডি জব্দ করা হয়। প্রতিটি ৩ হাজার টাকা মূল্যে তারা বিক্রি করেন।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুব আলম বাদী হয়ে ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
৩ বছর আগে