ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট
এলএসডিসহ গ্রেপ্তার তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ৫ দিনের রিমান্ডে
রাজধানীর একটি বাসা থেকে এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদকদ্রব্য জব্দের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে ৫ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার ধানমন্ডি থানার মাদক আইনের মামলায় ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহ ভার্চুয়াল শুনানির মাধ্যমে ওই তিন ছাত্রকে ৫ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আরও পড়ুন: আশুলিয়ায় চলন্ত বাসে ‘সংঘবদ্ধ ধর্ষণ’: একজনের স্বীকারোক্তি, ৫ জন রিমান্ডে
অপরদিকে, আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আদালতে জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: আলোচিত বক্তা আমির হামজা ৫ দিনের রিমান্ডে
এর আগে, গত ২৭ মে তিন আসামিকে গেপ্তারের পর মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. সালাউদ্দিন কাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন।
ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
মামলার রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যায়ের বিবিএর ছাত্র সাদমান সাকিব রূপল, আসহাব ওয়াদুদ তুর্য এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিন আশরাফ।
আরও পড়ুন: বাবুনগরীর প্রেস সচিব ইনামুল ৪ দিনের রিমান্ডে
বুধবার দিবাগত রাতে এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের রাজধানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় তিনজনের কাছ থেকে ২০০টি এলএসডি জব্দ করা হয়। প্রতিটি ৩ হাজার টাকা মূল্যে তারা বিক্রি করেন।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুব আলম বাদী হয়ে ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
৩ বছর আগে